করতলে কুঙ্কুমে সো মুখ মাজল অলক তিলক লিখি ভোর। সজল বিলোচন ঘন ঘন হেরইতে ভাখই গদগদ বোল।। ধনি ধনি রমণী-শিরোমণি রাই। লোচন ওত করত নাহি মাধব নিশি দিশি রস অবগাই।। লোচন-খঞ্জন অঞ্জনে রঞ্জই নব কুবলয় শ্রুতি-মূলে। অতসী-কুসুম গোরী ললিত হৃদয়ে ধরি কৃপণ হেম সমতুলে।। যাবক চিত্র চরণ পর লেখই মদন-পরাজয় পাঁতি। গোবিন্দদাস কহই ভেল কানুকো […]
keyboard_arrow_right