কলি মন্দিরে আছিলা সুন্দরী কোড়হি শ্যামর চন্দ। তবহু তাহার পরশ না ভেল এ বড়ি মরমে ধন্দ।। সজনি পাওল পীরিতি ওর। শ্যাম সুন্দর পীরিতিশেখর, কঠিন হৃদয় তোর।। কস্তূরী চন্দন অঙ্গের ভূষণ দেখিতে অধিক জোর। বিবিধ কুসুমে বাঁধিল কবরী শিথিল না ভেল তোর।। বয়ান কমল বিমল মধুর না ভেল পুলক সাত। পুছইতে ধনি হেরসি ধরণী হাসি না […]
keyboard_arrow_right