• কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা
    কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা ভেটিবারে নীলাচল রায়। বিচ্ছেদে ভকতগণ হইয়া বিষণ্ণ মন পদচিহ্ন অনুসারে দায়।। নিতাই বিরহে নয়ন ভেল অন্ধ। আঠার নালা হৈতে কান্দি কান্দি যান পথে নিত্যানন্দ অবধুত চন্দ।। সিংহ দ্বারেতে গিয়া মরমে বেদনা পাইয়া দাঁড়াইলা নিত্যানন্দ রায়। সভে অতি অনুরাগী উদ্দেশ পাবার লাগি নীলাচলবাসিরে সুধায়।। জাম্বুনদ স্বর্ণ জিনি গৌর বরণ […] keyboard_arrow_right
  • কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা
    কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা ভেটিবারে নীলাচল-রায়। যতেক ভকতগণ হৈয়া সকরুণ মন পদ-চিহ্ন-অনুসারে ধায়।। নিতাই বিরহ-অনলে ভেল ধন্দ। সে আঠারনালা হৈতে কান্দিতে কান্দিতে পথে যায় নিতাই অবধৌত চন্দ।। সিংহ দুয়ারে গিয়া মরমে বেদনা পাইয়া দাঁড়াইল নিত্যানন্দ রায়। হরে কৃষ্ণ হরি বলে দেখিয়াছ সন্ন্যাসিরে নীলাচল বাসীরে সোধায়।। জাম্বুনদ-হেম জিনি গৌর বরণ-খানি অরুণ বসন শোভে […] keyboard_arrow_right
  • কলি কবলিত কলুষ জারত
    কলি কবলিত কলুষ জারত দেখিয়া জীবের দুখ। করল উদয় হইয়া সদয় ছাড়িয়া গোকুল সুখ।। দেখ গৌরগুণের সীমা। দীনহীন পাইয়া দিছেন যাচিয়া বিরিঞ্চিবাঞ্ছিত প্রেমা।। অকিঞ্চন বেশে ফিরে দেশে দেশে সঙ্গে লৈয়া নিজজন। করিয়া সন্ন্যাস হৈলা আন বেশ কে বুঝে তাহার মন।। পতিত পাবন বলে সব জন এসব করুণা লাগি। শোকের সাগর এ রায় শেখর ও রাঙ্গা […] keyboard_arrow_right
  • কলি ঘোর তিমিরে গরাসল জগজন
    কলি ঘোর তিমিরে গরাসল জগজন ধরম করম রহু দূর। অসাধনে চিন্তামণি বিহি মিলাওল আনি গোরা বড় দয়ার ঠাকুর।। ভাই রে গোরাগুণ কহনে না যায়। কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর না পায়।।ধ্রু।। চারি বেদ ষড়্‌- দরশন পড়িয়াছে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কিবা তার অধ্যয়ন লোচনবিহীন যেন দরপণে কিবা তার কাজে।। বেদ বিদ্যা দুই […] keyboard_arrow_right
  • কলি জীব দেখি দীন সর্ব্ব ধর্ম্ম ক্রিয়াহীন
    কলি জীব দেখি দীন সর্ব্ব ধর্ম্ম ক্রিয়াহীন হরি নামে হইল বিমুখ। সংসার অসার রস হইয়া তাহার বশ না ঘুচিল ভবভয়দুখ।। যুগে যুগে অবতরি ধর্ম্ম সংস্থাপক হরি কলিযুগে গোরা অবতার। জীবিরে করিয়া দয়া হরি নাম লওয়াইয়া ভব ভয় দুঃখ কৈলা পার।। নাহি শুদ্ধি কালাকাল পাত্রাপাত্র সুবিচার সর্ব্ব বর্ণে সমান করুণা। পরশ পরশ মাত্র লৌহ আদি তাম্র […] keyboard_arrow_right
  • কলি মন্দিরে আছিলা সুন্দরী
    কলি মন্দিরে আছিলা সুন্দরী কোড়হি শ্যামর চন্দ। তবহু তাহার পরশ না ভেল এ বড়ি মরমে ধন্দ।। সজনি পাওল পীরিতি ওর। শ্যাম সুন্দর পীরিতিশেখর, কঠিন হৃদয় তোর।। কস্তূরী চন্দন অঙ্গের ভূষণ দেখিতে অধিক জোর। বিবিধ কুসুমে বাঁধিল কবরী শিথিল না ভেল তোর।। বয়ান কমল বিমল মধুর না ভেল পুলক সাত। পুছইতে ধনি হেরসি ধরণী হাসি না […] keyboard_arrow_right
  • কলিকাল করি ধন্য অবতরি শ্রীচৈতন্য
    কলিকাল করি ধন্য অবতরি শ্রীচৈতন্য নবদ্বীপে করিলা বিহার। গোলক গোকুল ধাম ধন্য নবদ্বীপ গ্রাম যাহে পূর্ণ পূর্ণ অবতার।। স্বয়ং কৃষ্ণ ভগবান নিত্যানন্দ বলরাম অদ্বৈত আচায্য সদাশিব। পণ্ডিত শ্রীগদাধর প্রভুশক্তিগণ বর উদ্ধারিতে কলি ঘোর জীব।। শচীমাতা অগ্রগণ্যা যশোদা রোহিণী ধন্যা ধন্য ধন্য মিশ্র জগন্নাথ। জন্মিয়া যাহার ঘরে সন্ন্যাসী হইয়া ফিরে কৃষ্ণ চন্দ্র আপনি সাক্ষাৎ।। করিয়া পরম […] keyboard_arrow_right
  • কলিযুগ-মত্ত-মতঙ্গজ-মরদনে
    কলিযুগ-মত্ত-মতঙ্গজ-মরদনে কুমতি-করিণি দুর গেল। পামর দুরগত নাম-মোতি শত- দাম কণ্ঠ ভরি দেল।। অপরুপ গৌর বিরাজ। শ্রীনবদ্বীপ-নগর-গিরি-কন্দরে ঊয়ল কেশরি-রাজ।। সংকীর্ত্তন-রণ হুঙ্কৃতি শুনইতে দুরিত দীপি-গণ ভাগি। ভয়ে আকুল অণিমাদি মৃগীকুল পুণবত গরব তেয়াগি।। ত্যাগ যাগ যম তিরিথি বরত সম শশ জম্বুকি জরি যাতি। বলরাম দাস কহ অতয়ে সে জগমাহ হরি-ধনি শবদ খেয়াতি।। keyboard_arrow_right
  • কষিল কনকরুচির গৌর
    কষিল কনকরুচির গৌর অখিল ভুবন ময়ম চৌর করভ শুণ্ড বাহুদণ্ড কলুমষ তাপ ত্রাসনি। প্রচুর পুলকশোভিত অঙ্গ নটন লীলা অধিক রঙ্গ বয়ান শরদ পূনিম ইন্দু সরস হাস ভাষণি।। আজু বনি গৌর চান্দ জগজনমন নয়ন ফান্দ উরহি দোলত কুন্দমাল ভালে তিলক লায়নি।।ধ্রু।। নয়নে বহত সলিল ধার কমলে ঝরু কি মধু অপার চৌদিকে বেঢ়ল ভকত ভৃঙ্গ হরিষে হরি […] keyboard_arrow_right
  • কষিল কনয়া কমল কিয়ে
    কষিল কনয়া কমল কিয়ে। থীর বিজুরি নিছনি দিয়ে।। কিয়ে সে শোণ চম্পক ফুল। রাই-বরণে না হয় তুল’।। তাহি কিরণ ঝলকে ছটা। বদনে শরদ-বিধুর ঘটা।। চাঁচর চিকুর সিঁথায়ে মণি। দশন কুন্দ-কলিকা জিনি।। অরুণ অধর বচন মধু। অমিয়া উগারে বিমল বিধু।। চিবুকে শোভয়ে কস্তুরী বিন্দু। কনক-কমলে ভ্রমর নিন্দু।। গলায় মুকুতা দোসুতি ঝুরি। সুরধুনী বেঢ়ি কনক-গিরি।। শঙ্খ ঝলমলি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ