• কহিছে বড়াই শুন ধনী রাই
    কহিছে বড়াই– “শুন ধনী রাই, বেলা যে উচর হল। তোলহ পশরা অতি রবি খরা তুরিত করিয়া চল।। গৃহপতি তারা অতি সে মুখরা গঞ্জিব কতেক গালি। শুনি উঠে তাপ বিষম সন্তাপ গমন তুরিতে ভালি।। লোক-চরচাতে হেন মনে করে সকল বুড়ির দোষ। আমি না আইলে কেবা লয়ে যায় কাহারে করিব রোষ।।” রাধা বলে তায়– “কিবা আছে ভয় […] keyboard_arrow_right
  • কহিছে বড়াই “শুন ধনী রাই
    কহিছে বড়াই “শুন ধনী রাই বেলা সে উচর হল। তোলহ পশরা অতি রবি খরা তুরিত করিয়া চল।। গৃহপতি তারা অতি সে মুখরা গঞ্জিব কতেক গালি।” শুনি উঠে তাপ বিষম সন্তাপ গমন তুরিতে ভালি।। লোক চরচাতে হেন মনে করে সকল বুড়ির দোষ। আমি না আইলে কেবা লয়ে যায় কাহারে করিব রোষ।। রাধা বলে তায় ”কিবা আছে […] keyboard_arrow_right
  • কহিছে রজকিনী রামী শুন চণ্ডীদাস তুমি
    কহিছে রজকিনী রামী শুন চণ্ডীদাস তুমি নিশ্চয় মরম কহি জানে। বাশুলী কহিছে যাহা সত্য করি মান তাহা বস্তু আছে দেহ বর্ত্তমানে।। আমি ত আশ্রয় হই বিষয় তোমারে কই রমণকালেতে গুরু তুমি। আমার স্বভাব মন তোমার রতি ধ্যান তেঁই সে তোমায় গুরু করি মানি।। সহজ মানুষ হব রসিক নগরে যাব থাকিব প্রণয়-রস-ঘরে। শ্রীরাধিকা হবে রাজা হইব […] keyboard_arrow_right
  • কহিতে কহিতে ধনি মূরছিত ভেল
    কহিতে কহিতে ধনি মূরছিত ভেল। ধাই যে সহচরি কোর পর নেল।। খরতর বহতহি হাহা হুতাশ। কোই নলিনি-দলে করত বাতাস।। ঘন ঘন কাঁপই খীণ নিশাস। সখীগণ অন্তরে পায়ল তরাস।। রাই জিয়াইতে করু আশোয়াস। শ্যাম বুঝাইতে চলু গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • কহিতে লাগিলা গর্গমুনি তবে
    কহিতে লাগিলা গর্গমুনি তবে– “সুনহ জসদা রাণি। তোর ভাগ্যসম নাহি দেখি কন, পাঞা(ছ) পরেস মুনি।। পরেস মুনির মুল সমতুল ইঁহার গতিক আছে। অমূল্য এজন জার ত্রিভুবন অক্ষের নিমিখে আছে।। এমন অমূল্য রতন পায়্যাছ ইহাকে অধিক কি। পরম জতনে লালন পালন করিহ গোয়ালা-ঝি।।” এক দৃষ্ট পানে চাহে গর্গমুনি চরণ হইতে অঙ্গ। দেখিয়া লক্ষণ করে নিরক্ষণ লাগিল […] keyboard_arrow_right
  • কহিতে কহিতে এ সব কথা
    কহিতে কহিতে এ সব কথা। দ্বিগুণ ভৈগেল অন্তরে বেথা।। রূপের লাবনি অসীম গুণে। সোঙরি ধৈরজ না ধরে মনে।। পুন পুন গোঠগমন লীলা। কহিতে নয়ন নীরে ভরিলা।। সখীগণ কহে প্রবোধবাণী। হেরিয়া উদ্ধব আকুল প্রাণী।। keyboard_arrow_right
  • কহিতে দুঃখ ফাটে বুক শ্যাম
    কহিতে দুঃখ ফাটে বুক শ্যাম পিরীতের লাঞ্ছনা, সই গো, পিরিতে আমায় চাইল না। সখী গো জলের সনে কাষ্ঠের পিরিত জলে ভাসে দুই জনা। জলের সনে মীনের পিরিত জল ছাড়া মীন বাঁচে না। সখী গো অগ্নির সনে করতাম পিরিত মনে ছিল বাসনা; হায় রে অকুল নদীর ভেদ না জানে কালসাপিনী ছৈও না। সখী গো অধম খলিলে […] keyboard_arrow_right
  • কহিতে লাগিল তবে রাজা পরীক্ষিত
    কহিতে লাগিল তবে রাজা পরীক্ষিত। “কহ কহ মুনিবর, আকর্ষিল চিত। প্রেমরস কথা শুনি অমৃতের ধারা। কোন্‌ প্রয়োজন উক্তি কহ মুনি সারা।।” “ব্রহ্মবৈবর্ত্তের কথা নৈমিষারণ্যেতে। গরুড়পুরাণ কথা শুনিলে তুরিতে।। ষাটি সহস্র মুনি শুনি কহে খগরাজ। অষ্টাদশ পুরাণ কথা দেখি পাখ-মাঝ।। বিস্মিত হইলা ব্যাস দেখি পক্ষরাজ। অষ্টাদশ পুরাণ লেখা পাখের সমাজ।। গরুড় পুরাণ কথা আর বৈবর্ত্ত। বিষ্ণুপুরাণ […] keyboard_arrow_right
  • কহিমু কাহার আগে
    কহিমু কাহার আগে। তুমি সে বেথিত তথির কারণে কহিল তোমার লগে।। যে দিন দেখল কদম্বের তলে চাহিয়া অকাজ কইনু। সেই দিন হতে অঙ্গ জর জর না জানি কি ফল পানু।। গৃহপতিজনে বিষ সম দেখি লোকের বচন রুঠা। বুক দুরু দুরু কেমন করয়ে এ বড়ি বিষম লেঠা।। জাতি কুল শীল আর কিবা রয় বেক … … […] keyboard_arrow_right
  • কহিয় কানুরে সই কহিয় কানুরে
    কহিয় কানুরে সই কহিয় কানুরে। একবার পিয়া যেন আইসে ব্রজপুরে।। নিকুঞ্জে রাখিলুঁ মোর এই গলার হার। পিয়া যেন গলায় পরয়ে একবার।। এই তরুশাখায় রহিল শারী শুকে। এই দশা পিয়া যেন শুনে ইহার মুখে।। এই বনে রহিল মোর রঙ্গিণী হরিণী। পিয়া যেন ইহারে পুছয়ে সব বাণী।। শ্রীদাম সুবল আদি যত তার সখা। ইহা সভার সনে পুনরায় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ