• কৃষ্ণ-বলরাম চলিলা তুরিতে
    কৃষ্ণ-বলরাম চলিলা তুরিতে যথা যজ্ঞপত্নী রহে। তথা দুই ভাই চলিলা সঘনে দুয়ারে যাইয়া রহে।। দেখিলা ব্রাহ্মণী কৃষ্ণ-বলরাম পুলকে পূরিত অঙ্গ। গদ্‌গদ ভাবে কহিতে লাগিলা– “কিবা শুভদিন রঙ্গ।। আজু বড় শুভ করম ফলিল ভাগ্যের নাহিক সীমা। নয়ন ভরিয়া দেখিলাম আঁখে রামকৃষ্ণ দুই জনা।। কহ কহ কেনে এলে দুই জনে কি হেতু ইহার শুনি।” কহিতে লাগিলা কৃষ্ণবলরাম– […] keyboard_arrow_right
  • কৃষ্ণদাস কবিরাজ বিদিত অবনীমাঝ
    কৃষ্ণদাস কবিরাজ বিদিত অবনীমাঝ গোসাঞি পদবী মনোহর। শ্রীচৈতন্যচরিতামৃত মহাগ্রন্থ যার কৃত সেই প্রভু প্রেম কলেবর।। আরে মোর কবিরাজ গোসাঞি। জগতের শিক্ষাগুরু বাঞ্ছা কল্পতরু তোমা বিনে আর কেহ নাঞি।। কিবা সাংখ্য পাতঞ্জল ন্যায় বেদান্ত মহাবল মীমাংসক ষড়শাস্ত্র গণে। গীতা সংহিতা যত পঞ্চরাত্র ভাগবত যাতে কহে তত্ত্ব নিরূপণে।। এ সবার চরণ (প্রান্ত) গোসাঞির পড়িল গ্রন্থ ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ […] keyboard_arrow_right
  • কৃষ্ণের আদেশ পাঞা ইন্দ্রযজ্ঞ নিবারিয়া
    কৃষ্ণের আদেশ পাঞা ইন্দ্রযজ্ঞ নিবারিয়া নন্দ আদি যত গোপগণ। নানা উপহার লৈয়া সকলে একত্র হৈয়া আইলেন যথা গোবর্দ্ধন।। সহস্র সহস্র জন রান্ধে অন্নব্যঞ্জন এক ঠাঞি লৈয়া করে রাশি। দধিদুগ্ধসরোবর রোটীরাশি থরে থর হরিষে সাজায় ব্রজবাসী।। শ্রীকৃষ্ণের অভিমত পাক কৈল বহু শত সূপান্ত পায়স শিখরিণী। ব্যঞ্জনের কত কূপ পর্ব্বত সান স্তূপ অন্নকোটি করিলা সাজনি।। নানা বাদ্য […] keyboard_arrow_right
  • কৃষ্ণের সঙ্কেতে রাই কুঞ্জেতে রহিল
    কৃষ্ণের সঙ্কেতে রাই কুঞ্জেতে রহিল। বহু রাত্র হৈল তবে শ্যাম না আইল।। শুন প্রাণদূতী অবে কি কহব ভলে। সঙ্কেত করিয়া কোনখানে গলে।। নক্তকাল হৈল কৃষ্ণ কেন না আইল। কুন নাগরী-ফান্দে নাগর ভুলিয়া রহিল।। অত কহি রাই মনে আকুলিত হুএ। চণ্ডীদাস বোলে রাই বহু দুঃখ পাএ।। keyboard_arrow_right
  • কে বলে আমার তুমি সে রাধার
    “কে বলে আমার তুমি সে রাধার তাহার দুখের দুখী। করিয়া চাতুরী যাবে বুঝি হরি রাধারে করিতে সুখী।। বঁধু হে, তুমিত রাধার নাথ । তব ভারিভূরি ভাঙ্গিব মুরারি রাখিব আপন সাথ।।” এতেক বলিয়া করেতে ধরিয়া চুম্বয়ে বদন-চাঁদে। রসিক নাগর হইয়া ফাঁপর পড়িল বিষম ফাঁদে।। হেথা সুবদনী সখী সনে বাণী কহয়ে কাতর-ভাষে । “নিশি পোহাইল পিয়া না […] keyboard_arrow_right
  • কে মিলাইবো, কে মিলাইবো, কে মিলাইবো কান ? ঘটে না রহে পরাণ
    কে মিলাইবো, কে মিলাইবো, কে মিলাইবো কান ? ঘটে না রহে পরাণ।। কি জানি কি হৈল, কি দিয়া কি কৈল, কি জানি করমে (আছে ?) কি। কি না দোষে কালা, দিলা এথ জ্বালা, প্রাণি লৈয়া যাএ তেজি।। কি জানি এমন, কালা নিদারুণ, ভুলি [আ] রহল দূর দেশ। অনঙ্গ বেদন, মদন দহন, তনু ছাড়ি প্রাণ শেষ।। […] keyboard_arrow_right
  • কে আছে এমন মনের বেদন
    কে আছে এমন মনের বেদন কাহারে কহিব সই। না কহিলে বুক বিদরিয়া মরি তেই সে তোমারে কই।। বেলি অবসানে ননদিনী সনে গেনু জল ভরিবার। দেখিতে গৌরাঙ্গে কলসি ভাঙ্গিল সরম হইল সার।। সঙ্গে ননদিনী কাল ভূজঙ্গিনী কুটিল কুমতি ভেল। নয়নের বারি সম্বরিতে নারি বয়ান শুকায়ে গেল।। গৌর কলেবর শারদচাঁদের আলো করে ঝলমলো। সুরধনী তীরে দাঁড়াইয়া আছে […] keyboard_arrow_right
  • কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া
    কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া আমার পিয়ার পাশে। পীরিতি গোপত না করে বেকত শুনিয়া লোকেতে হাসে।। গোপত বলিয়া কেন বা বলিলে এমত করিলে কেনে। এমত ব্যাভার না বুঝি তাহার পীরিতি যাহার সনে।। সই, এমতি কেনে বা হল। পরের যে নারী নিল মন হরি নিশ্চয় ছাড়িয়া গেল।।ধ্রু।। আমি অভাগিনী দিবস রজনী সোঙরি সোঙরি মরি। কুলের কলঙ্ক […] keyboard_arrow_right
  • কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া
    কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া আমার পিয়ার পাশে। গোপত পীরিতি না করে বেকতি শুনিয়া লোকেতে হাসে।। গোপত বলিয়া কেন বা বলিলে এমত করিলে কেনে। এমত ব্যাভার না বুঝি তাহার পীরিতি যাহার সনে।। সই, এমতি কেনে বা হল। পরের নারী মন যে হরি নিশ্চয় ছাড়িয়া গেল।। আমি অভাগিনী দিবস রজনী সোঙরি সোঙরি মরি। কুলের কলঙ্ক হইল […] keyboard_arrow_right
  • কে আজ কৌপীন পরালে তোরে
    কে আজ কৌপীন পরালে তোরে। তার তি দয়ামায়া কিছুই নাই অন্তরে।। একা পুত্র তুই রে নিমাই অভাগিনীর আর কেহ নাই। কি দোষে আমায় ছেড়ে রে নিমাই ফকির হলি এমন বয়সে রে।। মনে হহাই ছিল তোরি হ’বি রে পথের ভিখারী। তবে কেন বিয়ে কল্লি পরের মেয়ে কেমনে আজ আমি রাখবো ঘরে।। ত্যজ্য করে মাতাপিতা কি ধর্ম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ