• ধনি ভেলি মানিনি শূনল কান
    ধনি ভেলি মানিনি শূনল কান। সহচরি চরণে করয়ে পরণাম।। এ দূতি সঙ্গিনি শুন মঝু বাত। সহই না পারিয়ে মদন বিঘাত।। ধর ইহ তাম্বূল লহ নিজ সঙ্গে। সবিনয় কহবি সকল পরসঙ্গে।। এ সব দুখ জানায়বি আগে। মুগধল মাধব তুহারি সোহাগে।। তব যদি সুন্দরি না মিটব মান। পাছে হি চরণে করবি পরণাম।। তরণীরমণ ভণ কি কহব আর। […] keyboard_arrow_right
  • ধনি ভেলি মানিনি সখিগণ মাঝ
    ধনি ভেলি মানিনি সখিগণ মাঝ। অনুনয় করইতে উপজয় লাজ।। পিরীতিক আরতি বিরতি ন সহই। ইঙ্গিত ভঙ্গিএ দুহুঁ সব কহই।। রাহি সুচেতনি কাহ্নু সেয়ান। মনহি সমাধল মন-অভিমান।। জৌ নিজ নূপুর ধয়ল মুরারি। সখি লখি অনতয় চলু বরনারি।। হরি যব ছায়া করল ধনি পায়। সম্ভ্রমে বইসলি ধনি কর লায়।। অধরে মুরলি জৌ ধয়ল মুরারি। ফোই কবরি ধনি […] keyboard_arrow_right
  • ধনি সহজে রাজার ঝি
    ধনি সহজে রাজার ঝি। ঘরেরে বাহির কখন না হয় আমার দেখিয়াছি ।।ধ্রু।। তাহাতে রজনি কানন মাঝারে করয়ে কমলশেজ। মিনতি করিয়া প্রিয় সখিগণে কানুক উদ্দেশে ভেজ।। সবহুঁ রজনি নিন্দ নাই ধনি রতন পালঙ্ক পরে। সে যে কমলিনী জাগয়ে যামিনী নিমিখ না দেই ডরে।। কর পদতলে ও থল-কমল নুনির পুতলি দেহ। সে যে সুকুমারি কান্দয়ে গুমরি এত […] keyboard_arrow_right
  • ধনি সিন্দুর-বিন্দু ললাট বনী
    ধনি সিন্দুর-বিন্দু ললাট বনী। অলকা ঝলকে তঁহি নীলমণী।। তহি শ্রীখণ্ড কুণ্ডল ভাঙু-পাতা। ভুরু-ভঙ্গিম চাপ ভুজঙ্গ-লতা।। নয়নাঞ্চল চঞ্চল খঞ্জরিটা। তহি কাজর শোভিত নীল-ছটা।। তিল-পুষ্প সমান নাসা ললিতা। কনকাতি ভাতি ঝলকে মুকুতা।। ধনি সুন্দর শারদ-ইন্দু-মুখী। মধুরাধর-পল্লব বিম্বুলখী।। গলে মোতিম-হার সুরঙ্গ মালা। কুচ-কাঞ্চন-শ্রীফল তাহে খেলা।। নব-যৌবন-ভার-ভরে গুরুয়া। তঁহি অঙ্গে সুলেপন গন্ধ চুয়া।। খিণ উদর পাশে শোভে ত্রিবলী। কটি […] keyboard_arrow_right
  • ধনি-কোরে বিনোদ নাগর ভুললা
    ধনি-কোরে বিনোদ নাগর ভুললা। রোয়ত নীর নয়ন ভরি গেলা।। কোরে আকুল ভৈ মূরছিত ভেল। সহচরিগণ কর বয়নহি দেল।। শাসহীন দেখি সবহু বিভোর।। রোয়ত সব ধনি হরি করি কোর।। এক সখি যুগতি করল অনুপাম। কানুক শ্রবণে কহল রাই নাম।। বহুক্ষণে শ্রবণে পৈঠল সোই বোল। রাই রাই করি উঠল তনু মোড়।। রোই রোই সুবদনি পরিচয় দেল। বিরহ […] keyboard_arrow_right
  • ধনী করে ধরি হরি সখি সম-অরপল
    ধনী করে ধরি হরি সখি সম-অরপল পাওলি আপন পরাণ। অব তনু মন প্রাণ সবহু বিথারহ চির থির নিরখ বয়ান।। হরি হরি আজু করম অবিগুণ। দুখ ঘর ব্রজপুর সুখ অব দেয়ব মগন পুন বন উপজল দূন।। ললিতা পাণি পরশি ধনী নিজ উরে সুখ ক্রন্দনে কহু বাণী। শুনরে পরাণনাথ বিছুরি নিরাশল তুঁহু মুঝে দেয়লি আনি।। হাম তোহে […] keyboard_arrow_right
  • ধনী কহে প্রাণ-নাথ শুন মোর বাণী।
    ধনী কহে প্রাণ-নাথ শুন মোর বাণী। দাসীরে বিদায় দেহ গৃহে যাই আমি।। কানু-মনোরথ ধনী করিলা পূরণ। সুবল-বেশেতে ধনী করিলা গমন।। বিদায় হইয়া ধনী যায় ধীরে ধীরে। উপনীত হৈলা ধনী রন্ধনমন্দিরে।। রাই দেখি আনন্দিত সুবল হইলা। নিজ নিজ আভরণ তুরিতে পরিলা।। ধনীরে কহিয়া সুবল আনন্দে চলিলা। রাধা-কুণ্ড তীরে আসি উপনীত হৈলা।। রাধা-কুণ্ড তীরেতে বসিয়া শ্যাম রায়। […] keyboard_arrow_right
  • ধনী কুন্দলতা বিশাখা ললিতা
    ধনী কুন্দলতা বিশাখা ললিতা রাইরে আনিয়া ঘরে। রাধিকা রতন করিয়া যতন সোঁপিল জটিলা করে।। বিবিধ ভূষণ বিচিত্র বসন দেখিয়া বধূর অঙ্গে। সাদরে আদর করিয়া সভার বসাল আপন সঙ্গে।। শুন কুন্দলতা কহি সব কথা যশোদা আমার ঝি। এ ঘর সে ঘর সকলি তাহার নিশ্চয় করিয়াছি।। না দেখি নয়নে না শুনি শ্রবণে বসিলে উঠিতে নারি। শরীর অচল […] keyboard_arrow_right
  • ধনী চলি আওল নিভৃত কুঞ্জে
    ধনী চলি আওল নিভৃত কুঞ্জে। কঙ্কণ ঝনঝন মধুকর গুঞ্জে।। কৈছে যাওব সখি গো পিয়া পাশ। হাম অতি মানিনী জনি হয় হাস।। কবহু না করব বদন পরসাদ। প্রতিকূল মদন করয়ে জনি বাদ।। সো রতি লুবধ পরশে যদি অঙ্গ। তব বিধি না জানি করয়ে কোন রঙ্গ।। কহে হরিবল্লভ জনি কর মান। বল্লভ সোই মূরতি পাঁচ বাণ।। keyboard_arrow_right
  • ধনী তুমি রাজার যোগানি যদি
    ধনী তুমি রাজার যোগানি যদি। যমুনার ধারে বল বারে বারে ভয়ে শুখাইবে নদী।। কংসের বড়াই মোর কাছে নাই তাথে কিবা মোর হয়। আমি শিশুমতি তোমরা যুবতি দেখিঞা লাগিছে ভয়।। তোমা হেন নিধি মিলাইল বিধি কি ধন মাগিব আর। সরল হইঞা নাএ চাপসিঞা অমনি করিব পার।। তোমার লাগিঞা তটে তরী লঞা বেলা গেল মিছা পাকে। দীনবন্ধু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ