• ধাইয়া আইল নন্দরাণী কেশ নাহি ঢাকে
    ধাইয়া আইল নন্দরাণী কেশ নাহি ঢাকে। বাছার মুখের বেণু তোরে কেন ডাকে।। কানাইর মুখের বেণু শুনিয়া বলাই। মাতল রোহিণী-সুত ডাকে ভাই ভাই।। শিঙ্গা-রবে বোলে কেনে ডাক রে কানাই। নিকটে যাইছি আমি আর ভয় নাই।। ঘনরাম দাস বোলে শুন যশোমতি। জাননা এমতি হয় রাখালের পিরীতি।। keyboard_arrow_right
  • ধাতা কাতা বিধাতার বিধানে দিয়ে ছাই
    ধাতা কাতা বিধাতার বিধানে দিয়ে ছাই। জনম হৈতে একা কৈলে দোসর দিলে নাই।। না দিল রসিক মূঢ় পুরুষের সনে। এমতি আছিল মোর এ পাপ বিধানে।। যার লাগি প্রাণ কাঁদে তার নাহি দেখা। এ পাপ করমে মোর এমতি লেখা জৌখা।। ঘর দুয়ারে আগুন দিয়া যাব বঁধুর পাশে। আরতি পীরিতি তবে কহে চণ্ডীদাসে।। keyboard_arrow_right
  • ধাতা কাতা বিধাতার বিধানে দিলু ছা্ই
    ধাতা কাতা বিধাতার বিধানে দিলু ছা্ই। জনম হইতে দুখিনী করিলে দোসর দিলেক নাই।। না দিলে রসিক মূঢ় পুরুষের সনে। এমতি আছিল তোর এ পাপা-বিধানে।। যার লাগি প্রাণ কাঁদে তার নাহি দেখা। এ পাপ-করমে মোর এমতি সে লেখা।। ঘরদুয়ারে আগুন দিয়া যাব বঁধুর পাশে। আরতি পূরিবে তবে কহে চণ্ডীদাসে।। keyboard_arrow_right
  • ধাতু প্রবাল দল পরি গুঞ্জাফল
    ধাতু প্রবাল দল পরি গুঞ্জাফল ব্রজ বালক সঙ্গে সাজে। কুটিল কুন্তল বেড়ি মণিমুকুতার ঝুরি কটিতটে ঘুংঘুর বাজে।। নাচত মোহন বাল গোপাল। বরজ বধূ মেলি দেওই করতালি বোলই ভালি রে ভাল।। নন্দ উপানন্দ যশোমতি রোহিণী আনন্দে সুত মুখ চায়। অরুণ দৃগঞ্চল অঞ্জনে রঞ্জিত হাসি হাসি দশন দেখায়।। বংশী কহই সব ব্রজরমণীগণ আনন্দ সায়রে ভাস। হেরইতে পরশিতে […] keyboard_arrow_right
  • ধায়ল বিরহিণি কালিন্দি-রোধ
    ধায়ল বিরহিণি কালিন্দি-রোধ। সহচরি বচনে না মানে পরবোধ।। মাতল করিনি যৈছে গতি ধাব। ঐছে চললি কোই লাগি না পাব।। অতি দুরবল পুন পড়ি সোই ঠাম। মুরছিত হই তহিঁ হরল গেয়ান।। শ্রবণে বদন দেই কহে শ্যাম-নাম। চেতন পাই কহে কাহাঁ ঘনশ্যাম।। সখিগণ লেই করু কুঞ্জ পরবেশ। চম্পতিপতি হেরি তনু ভেল শেষ।। keyboard_arrow_right
  • ধিক ত্রিয় কর জে প্রিয় পর কোপ
    ধিক ত্রিয় কর জে প্রিয় পর কোপ। কুল কামিনি জন প্রেমক লোপ।। ভল জন মই হো অপজস খ্যাত। প্রিয়তম মনসৌঁ হোয়ব কাত।। একসরি তারা কেও ন দেখ। চঢ়লি অকাস অমঙ্গল লেখ।। অপনে সুখ হরি করি জনু মান। কবিবর বিদ্যাপতি এহ ভান।। keyboard_arrow_right
  • ধিক ধিক অহে নিঠুর কালিয়া
    ধিক ধিক অহে নিঠুর কালিয়া কে তোরে এ বুদ্ধি দিল। পিরীতি করিতে কেবা সাধ্যাছিল মনে যদি এত ছিল।। রাধা পরিহরি রসিক মুরারি কি সুখ পাইলে এত। বিনি অপরাধে কণ্টকে রুন্ধিলে সে হেন পিরীতি-পথ।। ছি ছি লাজের নাহিক লেশ। এক দেশ আল্যে জ্বালায়্যা পোড়ায়্যা জ্বালাইতে আর দেশ।। গোকুল-নগরে ডাকাতি করিয়া বধিলে কুলের বধু। দেশে কে না […] keyboard_arrow_right
  • ধিক ধিক তোরে নিলজ শ্যাম
    ধিক ধিক তোরে নিলজ শ্যাম শুনহ বচন মোর। দেহের বরণ মনের গঠন ইবে সে জানিলাম তোর।। যে রাধা বিহনে নয়নে সপনে বদনে না বোল আন। যাহার চরিত্র পদাবলি করি বাঁশীতে করিতে গান।। ও মুখ-কমলে যাহারে থুইলে শ্যাম-সোহাগিনী নাম। পীত-বাস গলে যার পদ-তলে আপনি লোটাত্যে শ্যাম।। হিয়ায় রাখিতে বেশ বনাইতে কেশ আঁচড়িয়া দিতে। তিল-এক আধ যারে […] keyboard_arrow_right
  • ধিক রহুঁ জীবনে পরাধীন যেহ
    ধিক রহুঁ জীবনে পরাধীন যেহ। তাহার অধিক দুখ পরাধীন লেহ।। এ পাপ কপালে বিহি এমতি লিখিল। সুধার সায়র মোর গরল হইল। অমিয়া বলিয়া যদি ডুব দিলুঁ তায়। গরল ভরিয়া যেন উঠিল হিয়ায়।। শীতল বলিয়া যদি পাষাণ করি কোলে। পীরিতি-অনল-তাপে পাষাণ যে গেল।। ছায়া দেখি বসি যদি তরুলতা বনে। জ্বলিয়া উঠয়ে তরু লতাপাতা সনে।। যমুনার জলে […] keyboard_arrow_right
  • ধিক রহু মাধব তোহারি সোহাগ
    ধিক রহু মাধব তোহারি সোহাগ। ধিক রহু যো ধনি তোহে অনুরাগ।। চলহ কপট শঠ না কর বেয়াজ। কৈতব বচনে অবহুঁ কিয়ে কাজ।। সহজই অনলে দগধ ভেল অঙ্গ। কাহে দেহ আহুতি-বচন-বিভঙ্গ।। সো ধনি কামিনি গুণবতি নারী। হাম নিরগুণ রতি-রভসে গোঙারি সোহ পুরব তুয়া হিয়-অভিলাষ। বঞ্চলি ইহ নিশি যো ধনি পাশ।। পুন পুন কাহে ধরসি মঝু পায়। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ