সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে গো তেমতি শ্যামের চিকণ দেহা। অঞ্জন গঞ্জিয়া কেবা খঞ্জন আনিল রে চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা।। থেহা নিঙ্গাড়িয়া কেবা মুখানি বনাল রে জবা নিঙ্গাড়িয়া কৈল গণ্ড। বিল্বফুল যিনি কেবা ওষ্ঠ গড়ল রে ভুজ, জিনিয়া করিশুণ্ড।। কম্বু জিনিয়া কেবা কণ্ঠ বনাইল রে কোকিল জিনিয়া সুস্বর। আরদ্র মাখিয়া কেবা সারদ্র বনাইল রে […]
keyboard_arrow_right