• সাঁঝহি শচিসুত হেরিয়ে আন মত
    সাঁঝহি শচিসুত হেরিয়ে আন মত কি কহত কছু নাহি জানি। নগর গমন লাগি বোলত রাজ-দুত বড় হি দারুণ বাণি।। কান্দি কহত পুন রোই। লাখে লাখে বিঘিনী মঝুপরে বীতউ পাছে জানি বিচ্ছেদ হোই।। সবহুঁ অলক্ষণ হেরই চৌদিশে হৃদয়ে উঠত ঘন তাপ। কাহে মঝু চিত করত উচাটন এত কহি করত বিলাপ।। ঐছন হেরি পরাণ মঝু রোয়ত কি […] keyboard_arrow_right
  • সুখময় কাননে ফুটল মাধবী
    সুখময় কাননে ফুটল মাধবী পরিমলে ভরল দিগন্ত। দূতীকো মধুর বচন মুখ মারুত মধুকরে কহল একান্ত।। মধুসূদন রসরঙ্গ। চলি চলি বিপিনকুঞ্জ গিরিগহ্বরে পাওল মাধবী সঙ্গ।।ধ্রু।। রস দরশাই যবহু বহু বারল চঞ্চল পল্লব হাতে। নহি নহি বচন—রচন সমুঝাওল পবন ধুনাওল মাথে।। বহু গুঞ্জরি বিনতি নতি করি করি মাধবী মধূপ মানাই। তব মধুপানে মনোরথ পূরল হরিবল্লভ সুখদাই।। keyboard_arrow_right
  • সুচতুর সুবল পবনগতি ধাওল
    সুচতুর সুবল পবনগতি ধাওল আওল জাবট মাঝ। জটিলা নিকট আসি সোই কহতহি মলিন বদন দ্বিজরাজ।। আগো মাই কি কহিব দুখ পরিশেষ। বাছুরি খোঁজি খোঁজি ইথে আওলুঁ ভরমি ভরমি কত দেশ।। পানি পিয়াসে শাস নাহি আওত জীবন করত কি জান শুনি জটিলা কহে রন্ধন মন্দিরে শীতল জল কর পান।। নিরজন অন্দর রাইক মন্দির সুবল চলল তহিঁ […] keyboard_arrow_right
  • সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে
    সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে তেমতি শ্যামের চিকণ দেহা। অঞ্জন রঞ্জিয়া কেবা খঞ্জন বসাইল রে চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা।। থেহা নিঙ্গাড়িয়া কেবা মুখানি বনাইল রে জবা নিঙ্গাড়িয়া কৈল গণ্ড। বিম্বফুল জিনি কেবা ওষ্ঠ গড়িল রে ভুজ জিনিয়া করি –শুণ্ড।। কম্বু জিনিয়া কেবা কণ্ঠ বনাইল রে কোকিল জিনিয়া সুস্বর। আরদ্র মাখিয়া কেবা সারদ্র বনাইল […] keyboard_arrow_right
  • সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে
    সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে তেমতি শ্যামের চিকণ দেহা। অঞ্জন গঞ্জিয়া কেবা খঞ্জন বসাইল রে চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা।। থেহা নিঙ্গাড়িয়া কেবা মুখ বনাইল রে জবা ছানিয়া কৈল গণ্ড। বিল্বফল যিনি কেবা ওষ্ঠ গড়ল রে ভুজ জিনিয়া করিশুণ্ড।। কম্বু জিনিয়া কেবা কণ্ঠ বনাইল রে কোকিল জিনিয়া সুস্বর। আরদ্র মাখিয়া কেবা সারদ্র বনাইল রে […] keyboard_arrow_right
  • সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে গো
    সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে গো তেমতি শ্যামের চিকণ দেহা। অঞ্জন গঞ্জিয়া কেবা খঞ্জন আনিল রে চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা।। থেহা নিঙ্গাড়িয়া কেবা মুখানি বনাল রে জবা নিঙ্গাড়িয়া কৈল গণ্ড। বিল্বফুল যিনি কেবা ওষ্ঠ গড়ল রে ভুজ, জিনিয়া করিশুণ্ড।। কম্বু জিনিয়া কেবা কণ্ঠ বনাইল রে কোকিল জিনিয়া সুস্বর। আরদ্র মাখিয়া কেবা সারদ্র বনাইল রে […] keyboard_arrow_right
  • সুন্দরি বেরি এক কর অবধান
    সুন্দরি বেরি এক কর অবধান। ক্ষেম অপরাধ প্রেম- বাদ করবি যব তব কৈছে ধরব পরাণ।।ধ্রু।। লিখি লহ কবজ দাস করি সুন্দরি জীবন যৌবনে বহু ভাগি। তুয়া গুণরতন শ্রবণে মণিকুণ্ডল এবে ভেল ত্রিভঙ্গ বৈরাগী।। পীতাম্বর গলে করি করযুগলে মিনতি করিয়ে তুয়া আগে। হাম ঐছে লাখ লাখ যুগ লুঠই তুয়া ধনি চরণ সোহাগে।। মনসিজ করে ধনু হেরি […] keyboard_arrow_right
  • সো বর শঠগুণ গুরু-বর গুরুতর
    সো বর শঠগুণ গুরু-বর গুরুতর অছু গুণ জলনিধি-সার। হাম অবলা অতি তাহে দুখিত-মতি কৈছনে পাইয়ে পার।। সজনী আর কত কর পরলাপ। সো মুঝে যৈছন কয়লহিঁ অপমান সো বড় হৃদয়ক তাপ।।ধ্রু।। যো বরনারি- সার করি লেওল সো পদ সেবউ আনন্দে। তাকর লাগি জাগি নিশি রোয়উ পীবউ সো মকরন্দে।। তাহে লাগি অন্ন পানি সব তেজউ জপ করু […] keyboard_arrow_right
  • সোণার নাতিনী কেন আইস যাও পুনঃ পুনঃ
    সোণার নাতিনী কেন আইস যাও পুনঃ পুনঃ না বুঝি তোমার অভিপ্রায়।। সদাই কাঁদনা দেখি অঝরু ঝরয়ে আঁখি জাতি কুল সব পাছে যায়।। যমুনার জলে যাও কদমতলার পাশে চাও না জানি দেখিলা কোন জনে। শ্যামল বরণ হিরণ পিঁধন বসি থাকে যখন তখন সে জন পড়েছে বুঝি মনে।। ঘরে আসি নাহি খাও সদাই তাহারে চাও বুঝিলাম তোমার […] keyboard_arrow_right
  • সোনার নাতিনি কেন আইস যাও পুনঃ পুনঃ
    সোনার নাতিনি কেন আইস যাও পুনঃ পুনঃ না বুঝি তোমার অভিপ্রায়। সদাই কাঁদনা দেখি অঝর ঝরয়ে আঁখি জাতি কুল সব পাছে যায়।। যমুনার জলে যাও কদমতলাতে চাও না জানি দেখিলা কোন জনে। শ্যাম বর্ণ দেবা তনু উপমা নাকি জনু সে জন পৈসল বুঝি মনে।। ঘরে আসি নাহি খাও সদাই তাহারে চাও বুঝিলাম তোর মন কথা। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ