• ননদিনী লো মিছাই লোকের কথা
    ননদিনী লো মিছাই লোকের কথা। যদি কানু সঙ্গে পিরিতি করি ত শপতি তোমার মাথা।।ধ্রু।। নিজ পতি বিনে আন নাহি জানি সেই সে আমার ভাল। কোন গুণে যাই রাখালে ভজিব তাহাতে বরণ কাল।। মণি মুকুতার অভরণ নাহি সাজনি বনের ফুলে। চূড়ার উপরে ভ্রমরা গুঞ্জরে তাহে কি রমণী ভুলে।। রাজা হৈয়া যারে দেখিতে না পারে মায়ে বোলে […] keyboard_arrow_right
  • পুন সে ধরিল অতি মনোহর
    পুন সে ধরিল অতি মনোহর এ নব মূরতি বেশ। পরিধান নীল বসন ভূষণ অতি সে চাঁচর কেশ।। নব সে নলিন ভুবনমোহন চিত্রের পুতলি যৈছে। কনক মঞ্জীর সুচারু গঠন বেকত দেখিল তৈছে।। সোণার প্রতিমা বিজুরি উজর নয়ান ভঙ্গিমা তায়। কনক কটোরি বদরী সমান দেখি মন মূরছায়।। নীল শাড়ী তাহে ওড়নী ভঙ্গিমা চাহনি কটাক্ষ বাঁকে। মদন কম্পিত […] keyboard_arrow_right
  • প্রেম কো সাগর নাগর ধীর
    প্রেম কো সাগর নাগর ধীর। জানল ধনী বিরহানলে গীর।। লোরহি ভিজল পীয়ল চীর। বিজুরীয় বরষয়ে সরসীজ নীর।। তরণীসুতা কো সরণি অবগাহ। চলল কেলীনিকেতন মাহ।। দরশী কলাবতী হরষিত অঙ্গ। মাধব সাধ বহুত রতিভঙ্গ।। সুখময় মুখ মধুরামৃত রাশি। হিমকর নিকর বিড়ম্বন হাসি।। যব ধনী লোচন চকিত চকোর। ঢলঢলি উছলি পড়ল তুছ কোর।। ঝাঁপল তনু পুন ঝাঁপল গাত। […] keyboard_arrow_right
  • বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী
    বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী আইলেন ভানুর মহলে। খুলি হাঁড়ী ঢাকুনি বাহির করে সাপিনী তুলিয়া লইল এক গলে।। বিষহরি বলি দেয় কর। শুনিয়া যতেক বালা দেখিতে আইল খেলা খেলাইছে মাল পুরন্দর।। সাপিনীরে দেয় থাবা নাগিনী যে হয় কোপা দম্ভ করি উঠে ধরি ফণা। অঙ্গুলি মুড়িয়া যায় নাগিনী ফিরিয়া চায়। ছুঁয়ে যায় বাদীয়ার দাপনা।। […] keyboard_arrow_right
  • বিদগধ প্রেম রূপ নিরখিতে
    বিদগধ প্রেম রূপ নিরখিতে প্রেম রসমই রাই। কানুর মরমে রাধার নয়নে সঁপিয়া পশিলা দুই।। ইঙ্গিত কটাক্ষে তরল চাহনি দোঁহে দোঁহা দোঁহে রীত। সঙ্কেত বেকত আন নাহি জানে গোঠেতে চলিলা চিত।। সঙ্কেত ইঙ্গিতে কহিয়া চলিল রসিক নাগর কান। মথুরার পথে বিকি অনুসারে সাধিতে চলিলা দান।। দোহে ঠারা ঠারি আঁখি ফিরি ফিরি গোঠেতে গমন কেলি। হই হই […] keyboard_arrow_right
  • বৃকভানুপুরে গিয়া কুতূহলে
    বৃকভানুপুরে গিয়া কুতূহলে সুবল এ চারিজনে। রাজার দুয়ারে এ গান বাজন করেন আনন্দ মনে।। কেই গায় অতি কেহ বায় তথি আনন্দ কৌতুক মনে। বৃকভানু রাজা শুনি সুললিত অতি সে মধুর তানে।। রাজা কহে ”কোন গুণীর গমন জান একজন দ্বারে। নেহত খবর আনহ গোচর ভেজিয়া দিল সে চরে।। গিয়া একজন বুঝল কারণ ”কেন বা আইলে তোরা। […] keyboard_arrow_right
  • বেরাইতে রাধা নাহি পড়ে বাধা
    বেরাইতে রাধা নাহি পড়ে বাধা পশরা লইতে মাথে। তবে কি এ পথে পশরা লইয়া আসিথু বড়াই সাথে।। সব গোপীগণ বিরস বদন কহিছে কানুর কাছে। ”বিকি গেল বয়ে বেলা সে উচর অনুরথ হয় পাছে।। অবলা দেখিয়া পথের মাঝারে এত পরমাদ কর। তোমার চরিত বুঝিতে না পারি কুবুদ্ধি ছাড়িতে নার”।। রাই বলে ”তুমি গোকুলে বসতি শুনেছি তোমার […] keyboard_arrow_right
  • মাধব কৈছে মিলব তোহে সোই
    মাধব কৈছে মিলব তোহে সোই। কুলবতীবালা সুলভ নাহি হোই।। (কৃষ্ণের মিনতি) এ সখি এ মঝু তনু মন প্রাণ। যাই কহ তাহে দেয়লু দান।। (সখীর রসবর্ষণ) তুহুঁ অতি লোলুপ গিরিবরধারী। সো ধনী অতি পরবশ পরনারী।। অতিশয় কুলশীল লাজ ভয় পুঞ্জে। কেমনে যুকতি তাহে আনব কুঞ্জে।। এক কুসুমশর বল যদি করয়ে। তুহু অতি সুকৃত শাখী ফল ধরয়ে।। […] keyboard_arrow_right
  • মাধব মনোরথে বাঢ়ল কাম
    মাধব মনোরথে বাঢ়ল কাম। দূতী পাঠাওল শশিমুখী ধাম। সো ধনী পাশ কহল সব বাতা। অনুরাগিণী অনুকূল বিধাতা।। এ সখি শ্যাম সুনাগর রায়। সো অব তো বিনু ধরণী লোটায়।। সো রূপমাধুরী সব ভেল আন। যামিনী বিনু কি চাঁদ পঁহিছান।। এ ধনি অব জনি করহ বিলম্ব। সো জীয়ে তোহারি আশ অবলম্ব।। এতদিনে সংশয় সব ভেল খীন। তুহু […] keyboard_arrow_right
  • যমুনা নিকেটে যথা বংশীবট
    যমুনা নিকেটে যথা বংশীবট অতি সে সুন্দর থল। নানা পক্ষিগণ তরুগণ তাথে ধরে নানা ফুল ফল।। নানা পুষ্প ফুটে পরিমল উঠে কেতকী চামেলি কুন্দ। নাগেশ্বর আদি নানা সে কুসুম চাঁপা পারুলীর গন্ধ।। গুলাল দুলাল ঝাঁটি গজকুন্দ কিংশুক আমলা কত। কদম্ব দোসারি শোভা অতি বড়ি লাখে লাখে ফুল কত।। হংস হংসিনী চক্রবাক আদি চকোর চকোরী ডাকে। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ