• সজনি ও কে নাগর তরুমূলে
    সজনি ও কে নাগর তরুমূলে। এতদিন নাহি জানি লোকমুখে নাহি শুনি হেন জন আছয়ে গোকুলে।।ধ্রু।। মুরলীর আলাপনে পবন রহিয়া শুনে যমুনায় বহয়ে উজান। না চলে রবির রথ বাজী নাহি পায় পথ দরবয়ে দারু পাষাণ।। রমণীরমণবর গতি মদমন্থর মনোহরের মনোহর বেশ। মৃগমদ চন্দন তনু ঘন লেপন পরিমলে ভুলায়ল দেশে।। শুনিয়া মুরলীধ্বনি ধ্যান ছাড়ে যত মুনি জপ […] keyboard_arrow_right
  • সহচরি-বচন শ্রবণে যব শূনলি
    সহচরি-বচন শ্রবণে যব শূনলি তবহি পায়লি বহু লাজ। আপনক দোষে রোষ করলুঁ হাম ইথে অব কি করিয়ে কাজ।। কহতহি সখি-মুখ চাই। তুরিতহি যাই আনি অব মিলায়বি তব হাম জীবন পাই।।ধ্রু।। অকারণে মান করলুঁ দুখ পায়লুঁ তুহুঁ সখি জীবন মোর। সখিগণ মাঝে তোহে অধিক জানি ইহ তনু জীবন তোর।। এত কহি সুন্দরি আকুল-অন্তর ধরলহি সহচরি-পায়। নিমানন্দ […] keyboard_arrow_right
  • সহজই মদন-মদাকুল তহিঁ পুন
    সহজই মদন- মদাকুল তহিঁ পুন মধুমদিরা উনমাদে। বিগলতি চোলি খোলি কুচকঞ্চুক বিহরই রতিরস সাধে।। কো কহু অপরূপ রঙ্গ। নাগরি সঙ্ঘে রঙ্গে বর নাগর কত কত রস পরসঙ্গ।। মাধব মত্ত মতঙ্গজ মাধবি মদ-কারিণীগণ মেলি। করে কর জোড়ি ভোরি তনু মোড়ই করই কলহ সম কেলি।। রতি-রস আলসে অবশ কলেবর ঘূর্ণিত লোচন জোর। নিজ নিজ বসন শেজ করি […] keyboard_arrow_right
  • সে নারী মরুক জলে ঝাঁপ দিয়া
    সে নারী মরুক জলে ঝাঁপ দিয়া যে করে পরের প্রেম। পরিণামে পায় এত পরাভব যেমত পঙ্কজ হেম।। তাহে কি বলিব সকল জানহ যার লাগি যেবা জীয়ে। সে কেনে নিদয়া নিঠুর হইয়া এতেক যাতনা দিয়ে।। তোমার মুরলী ডাকিল সুস্বরে আইনু ধাইয়া বনে। তাহে হেন কর ওহে বাঁশীধর ফিরিয়া না চাহ কেনে।। তোমা হেন নিধি মিলাইল বিধি […] keyboard_arrow_right
  • হাম ধনী কুলবতী নারী
    হাম ধনী কুলবতী নারী। জগভরি রহি গেল গারি।। দুহুঁ কুলে কন্টক দেল। মনোরথ উগি আথ গেল।। সই কত অনুরোধব কানে। অব কৈছে ধরব পরাণে।।ধ্রু।। হিয় মাহা ছিল বহু সাধে। সবে সিদ্ধি ভেল পরিবাদে।। অনুখণ লখএ না যায়। দুরগহ কিয়ে না করায়।। কুসুম ঝলমল মকরন্দে। কি করব অলিপরবন্ধে।। নব যৌবন যব যাব। জ্ঞানদাস পুন কিয়ে পাব।। keyboard_arrow_right
  • হাম রাধার কি ফল জীবন
    হাম রাধার কি ফল জীবন। কি হেতু তেজিলা হরি রাধা বৃন্দাবন ? ধু কংস ধরি নিল হরি মথুরা নগর। হরিকে না দেখি রাধা কান্দে ঝর ঝর।। অষ্ট অলঙ্কার পরি বিচিত্র বসন। সাজিল সুন্দরী রাধে ত্রিলোক মোহন ।। শ্যাম বিনে ….. ধৈরয নাহি চিত। জল ছলে যমুনাতে চলিল ত্বরিত।। সুবর্ণ কলসী কাঁখে নানা ভঙ্গী হাঁটে। কান্দিতে […] keyboard_arrow_right
  • হাসি-মুখ ধনী রাধা বিনোদিনী
    হাসি-মুখ ধনী রাধা বিনোদিনী চাহিয়া শ্যামের পানে — “পূর্ণ হল কাম যতেক কামনা যে সুখ আছিল মনে।। তাহা বিধি আনি ভালে মিলায়ল কামনা পূরল আজি। প্রেম পরশিয়া লালস পাইয়া পশরা আনিতে সাজি।। বিকি কিনি হল কদম্ব-তলাতে মনোরথ হল সিধি। বেলা সে হইল ঘরে সে যাইতে কহি শুন গুণনিধি।। পুনঃ কালি মোরা পশরা সাজায়ে আসিব মথুরা-পথে। […] keyboard_arrow_right
  • হাসিমুখ ধনী রাধা বিনোদিনী
    হাসিমুখ ধনী রাধা বিনোদিনী চাহিয়া শ্যামের পানে।। পূর্ণ হল কাম যতেক কামনা যে সুখ আছিল মনে।। তাহা বিধি আনি ভালে মিলায়ল কামনা পূরল আজি। প্রেম পরশিয়া লালস পাইয়া পশরা আনিতে সাজি।। বিকি কিনি হল কদম্ব তলাতে মনোরথ হল সিধি। বেলা সে হইল ঘরে সে যাইতে কহি শুন গুণনিধি।। পুনঃ কালি মোরা পশরা সাজায়ে আসিব মথুরা […] keyboard_arrow_right
  • হেদে হে কমল-কান কা সনে করহ মান
    “হেদে হে কমল-কান কা সনে করহ মান দোষ গুণ কিছুই না লও। পরবশ রস প্রেম এবে সে জানিল হেম অমিয়া সেচনে কথা কও।। তোমার অমৃত-বাণী কত বোল পেয়ে জানি হাসি পরকিত সুধাময় । এমন রতন ধন পাইয়া অবলা জন কোথা ছিল হেন মনে লয়।। তোমার কারণে হরি গৃহকাজ পরিহরি গুরু গরবিত যত জনে। তোমার কলঙ্ক-মালা […] keyboard_arrow_right
  • হেদে হে কমল-কান কা সনে করহ মান
    হেদে হে কমল-কান কা সনে করহ মান দোষ গুণ কিছুই না লও। পরবশ রস প্রেম এবে সে জানিল হেম অমিয়া সেচনে কথা কও।। তোমার অমৃত বাণী কত বোল পেয়ে জানি হাসি পরকিত সুধাময়। এমন রতন ধন পাইয়া অবলা জন কোথা ছিল হেন মনে লয়।। তোমার কারণে হরি গৃহকাজ পরিহরি গুরু গরবিত যত জনে। তোমার কলঙ্ক-মালা […] keyboard_arrow_right
  • 1
  • 17
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ