• এ দেশে না রব সই দূর দেশে যাব
    এ দেশে না রব সই দূর দেশে যাব। এ পাপ পীরিতের কথা শুনিতে না পাব।। না দেখিব নয়নে পীরিতি করে যে। এমতি বিষম চিতা জ্বালি দিবে সে।। পীরিতি আঁখর তিন না দেখি নয়ানে। যে করে তাহারে আর না দেখি বয়ানে।। পীরিতি বিষম দায়ে ঠেকিয়াছি আমি। চণ্ডীদাস কহে রামি ইহার গুরু তুমি।। keyboard_arrow_right
  • এ দেশে বসতি নাই যাব কোন্‌ দেশে
    এ দেশে বসতি নাই যাব কোন্‌ দেশে। যার লাগি কান্দে প্রাণ তারে পাব কিসে।। বল না উপায় সই বল না উপায়। জনম অবধি দুখ রহল হিয়ায়।।ধ্রু।। তিত কৈল তনু মন ননদী-বচনে। কত বা সহিব জ্বালা এ পাপ পরাণে।। বিষ খাইলে দেহ যাবে রব রবে দেশে। কলঙ্ক ঘুষিবে লোকে, নিষেধিল চণ্ডীদাসে।। keyboard_arrow_right
  • একে বিরহানল সহজে দুরন্ত
    একে বিরহানল সহজে দুরন্ত। দোসর ভেল তাহে সময় বসন্ত।। মাধব কহলুঁ তুয়া পায় লাগি। সো অব জীবই বহু পুন-ভাগী।।ধ্রু।। কিয়ে ঘর বাহির নাহিক সংবিৎ। যত উপচার ততহিঁ বিপরীত।। হিমকর হেরি হুতাশন ভান। ঘরে পৈঠে ভয়ে মুদিত নয়ান।। কোকিল কলরবে কুলিশ গেয়ান। হরি হরি বলি ততহিঁ মূরছান।। গরল গরল কিয়ে মলয়জ ভাস। কি কহব অব ঘনশ্যামর […] keyboard_arrow_right
  • এমন পীরিতি কভু নাহি দেখি শুনি
    এমন পীরিতি কভু নাহি দেখি শুনি। নিমিখে মানয়ে যুগ কোড়ে দূর মানি।। সমুখে রাখিয়া করে বসনের বা। মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা।। একতনু হৈয়া মোরা রজনী গোঙাই। সুখের সাগরে ডুবি অবধি না পাই।। রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়। দেহ ছাড়ি মোর যেন প্রাণ চলি যায়।। সে কথা বলিতে সই বিদরে পরাণ। চণ্ডীদাস কহে ধনি […] keyboard_arrow_right
  • এমন পিরীতি কভু দেখি নাই শুনি
    এমন পিরীতি কভু দেখি নাই শুনি। নিমিখে মানয়ে যুগ কোরে দূর মানি।। সম্মুখে রাখিয়া করে বসনের বাও। মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গাও।। এক তনু হইয়া মোরা রজনী গোঙাই। সুখের সাগরে ডুবি অবধি না পাই।। রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়। দেহ ছাড়ি যেন মোর প্রাণ চলি যায়।। সে কথা কহিতে সই বিদরে পরাণ। চণ্ডীদাস কহে […] keyboard_arrow_right
  • এমন পীরিতি কভু দেখি নাই শুনি
    এমন পীরিতি কভু দেখি নাই শুনি। নিমিখে মানয়ে যুগ, কোড়ে দূর মানি।। সমুখে রাখিয়া করে বসনের বা। মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা।। একতনু হৈয়া মোরা রজনী গোঙাই। সুখের সাগরে ডুবি অবধি না পাই।। রজনী প্রভাত হৈলে কাতর হিয়ায়। দেহ ছাড়ি মোর যেন প্রাণ চলি যায়।। সে কথা বলিতে সই বিদরে পরাণ। চণ্ডীদাস কহে সই […] keyboard_arrow_right
  • ও মোর বাছনি ধনি সতীকুলশিরোমণি
    ও মোর বাছনি ধনি সতীকুলশিরোমণি ক্ষণেক বিশ্রাম কর সুখে। না হয় উছর বেলা সখী সঙ্গে কর খেলা কর্পূর তাম্বূল দেও মুখে।। রূপে গুণে কাজে তোর পরাণ নিছনি মোর শূতিয়া স্বপনে দেখি সদা। তোমা হেন গুণনিধি আমারে না দিল বিধি হৃদয়ে রহিয়া গেল সাধা।। ধাতার মাথায় বাজ যেন হেন করে কাজ আমাতে ভাণ্ডিল কোন দোষে। কানুর […] keyboard_arrow_right
  • কদম্বের বনে থাকে কোন জনে
    কদম্বের বনে থাকে কোন জনে কেমন শবদ আসি। এ কি আচম্বিতে শ্রবণের পথে মরমে রহিল পশি।। সান্ধাঞা মরমে ঘুচাঞা ধরমে করিল পাগলী পারা। চিত থির নহে সোয়াস্থ্য না রহে নয়নে বহয়ে ধারা।। কি জানি কেমন সেই কোন জন এমন শবদ করে। না দেখি তাহারে হৃদয় বিদরে রহিতে না পারি ঘরে।। পরাণ না ধরে ধকধক করে […] keyboard_arrow_right
  • কনক ভূধর গরব গঞ্জন
    কনক ভূধর গরব গঞ্জন মঞ্জু গৌর শরীর। ভাবে গর গর মরম কি বুঝব বিজুরী জিনিয়ে অথির।। শরদ বিধু মদ কদন বিধু মুখে গদত গদগদ বাত। নিরখি মাধব- তনয়ে অভিনব ভঙ্গি ভণই ন যাত।। সুঘর পরিকর করত কীর্ত্তন শ্রবণে ঘন ঘন মাতি। বঞ্চে গহি মহী পঙ্ক করু ঝরু অরুণ দিঠি দিন রাতি।। প্রেমধনে ধনী কয়ল কলি-হতে […] keyboard_arrow_right
  • কনয়া কিশোর বয়স রসময়
    কনয়া কিশোর- বয়স, রসময় কি নব কুসুমধনু। লাবণ্যসার কি সুধাএ নিরমিত গৌর সুবলিত তনু।। (পহুঁগুণ) সাধ করি হেন শুনি। শ্রবণপরশে সরস সব তনু অন্তরে জুড়ায়ে পরাণী।।ধ্রু।। কনক নীপ ফুল পুলক সমতুল স্বেদ বিন্দু বিন্দু মুখে। বিভোর প্রেম ভরে অন্তরে গর গর উজোর মরমের সুখে।। অরুণ নয়নে করুণা নিরমিত সঘনে হরি হরি বোল। জ্ঞানদাস বলে পঁহুর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ