• কি আর বলিব পায়
    “কি আর বলিব পায়। শুন হে নাগর রায়। তার কি পরাণ এড়ি। কাননে রহিলা ছাড়ি।। আমরা অবলা নারী। দোষগুণ নাহি ধরি।। তুমি সে পরাণ-বন্ধু। কেবল করুণাসিন্ধু।।” দীন চণ্ডীদাস কয়। সুধারস তুমি ময়।। keyboard_arrow_right
  • কি বলিব আর বন্ধু কি বলিব আর
    কি বলিব আর বন্ধু কি বলিব আর। নয়ানের লাজে না ছাড়ি লোকাচার।। গোকুলে গোয়ালাকুলে কেবা কিনা বোলে। তমু মোর ঝুরে প্রাণ তোমা না দেখিলে।। মরি মনোদুখে আরে গুরুর গঞ্জনা। ডাকিয়া শোধায় হেন নাহি কোন জনা।। ডরে ডরাইয়া সে বঞ্চিব কত কাল। তুয়া প্রেম-রতন গাঁথিব কষ্ঠমাল।। নিশি দিশি অবিরত পোড়ে মোর হিয়া। বিরলে বসিয়া কান্দি তোমা […] keyboard_arrow_right
  • কি বা সে মোহন-বেশ ভুলাইলে সব দেশ
    কি বা সে মোহন-বেশ ভুলাইলে সব দেশ না রহে সতীর সতীপনা। ভরমে দেখিলে তারে জনম ভরিয়া গো ঝুরিয়া মরয়ে কত জনা।। সই হাম কি করিলুঁ কেনে বা সে বাঢ়াইলুঁ কি শেল হানিল জানি বুকে। জাতি কুল শীলে সই বজর পড়িল গো কালারূপ দেখি চৌখে চৌখে।। কিবা সে নয়ান-বাণ হিয়ায় হানিল গো গরল ভরিয়া রৈল বুকে। […] keyboard_arrow_right
  • কি হেরিলাম যমুনার কূলে
    কি হেরিলাম যমুনার কূলে। চিকণ-কালিয়া রূপ কদম্বের তলে।। কেমন বান্ধ্যাছে চূড়া কুটিল কুন্তলে। বেড়িয়া দিয়াছে কিবা বকুলের মালে।। মউরের পাখা তাথে করে ঝলমলে। হেরিয়া কামিনী কুল হারাইল কুলে।। চন্দন-তিলক শোভে সুচারু-কপালে। অঙ্গদ-বলয়া সাজে সুবাহু-যুগলে।। হিয়ার উপরে মালতীর মালা দোলে। কটি মাঝে পীত-ধটী সদাই চঞ্চলে।। চরণে পরশে আসি ধড়ার অঞ্চলে। ভুবন মোহন রূপ নিমানন্দ বোলে।। keyboard_arrow_right
  • কুঞ্চিত অলকা উপরে অলিমণ্ডলী
    কুঞ্চিত অলকা উপরে অলিমণ্ডলী মল্লিকা মালতী মালে। চূড়া চিকণ চারু শিখি-চন্দ্রক টালনি আধ কপালে।। সজনি বড়ই বিনোদিয়া কান। কুটিল কটাখে লাখ লাখ কুলবতি ছাড়ল কুল-অভিমান।।ধ্রু।। মরকত মঞ্জু মুকুর মুখ-মণ্ডল কামকামান ভুরুভঙ্গী। মলয়জ তিলক ভাল পর বিলিখন যাহা দেখি চাঁদ কলঙ্কী।। পীত পতনি মণি- ভূখণ ঝলমলি উরে দোলত বনমাল। জ্ঞানদাস কহ অপরূপ দেখহ বিজুরী তরুণ তমাল।। keyboard_arrow_right
  • কুন্দে কুন্দিল দেহা বিদগধ বিধি
    কুন্দে কুন্দিল দেহা বিদগধ বিধি। বাছিয়া থুইল নাম শ্যাম গুণনিধি।। চূড়াএ চন্দ্রক দিয়া কুন্দ মল্লিকা। চান্দের অধিক মুখচান্দের চন্দ্রিকা।। সখি কি আর কি আর অনুবাদে। মো পুনি পড়িয়া গেনু ও নয়ান-ফান্দে।। আবেশে অবস গা চলে বা না চলে। পাষাণ মিলায়া যায় ও মধুর বোলে।। নীলমণি-হেন গা মুকুতা-খিচনি। আই আই মরি যাঙ রূপের নিছনি।। কালা পাটে […] keyboard_arrow_right
  • কে না কৈল এনা বেশ খানি
    কে না কৈল এনা বেশ খানি।। বুঝিলাঙ মনে হেন এরূপ দেখিয়া মেন জীবে না গো গোকুলের কামিনী।।ধ্রু।। নব গুঞ্জা চূড়া বান্ধা তাহে ময়ূরের চান্দা আর তাহে বিনোদ টালনি। ভূর যুগ ধনু কাম বঙ্কিম নয়ন ঠাম আর তাহে বঙ্কিম চাহনি।। বদন পুণিম শশি তাহে মৃদু মৃদু হাসি অধর বান্ধুলি ফুল জিনি। মুরুলী মধুর স্বরে শুনি কে […] keyboard_arrow_right
  • কো উহ শ্যাম সুজান
    কো উহ শ্যাম সুজান। কি মধুর মধুর তাক গুণমাধুরি কো শুনি ধরব পরাণ।।ধ্রু।। গায়ক সুর পর- বীণ বেণু সঞে গায়ত কত কত ভাঁতি। লাগল কুবুধি সাধে কত যতনহি দূরে শুনলুঁ শ্রুতি পাতি।। চলইতে চরণ অচল চিত চঞ্চল ধৈরজ রহব কি মোর। লোচন বারি নিঝরে ঝরু ঝরঝর নহই নিবারণ থোর।। হোয়ল বিষম কি করব প্রাণসখি আন […] keyboard_arrow_right
  • গোকুল নগরে আমার বঁধুরে
    গোকুল নগরে আমার বঁধুরে সবাই আপনা বাসে। হাম অভাগিনী আপন বলিলে দারুণ লোকেতে হাসে।। সই, কি জানি কি হৈল মোরে। আপনা বলিয়া দুকুল চাহিয়া না দেখি দোসর পরে।। কুলের কামিনী হাম একাকিনী নহিল দোসর জনা। রসিক নাগর গুরু জনা বৈরি এ বড় মূরখপণা।। বিধির বিধান এমন করণ বুঝিনু করমদোষে। আগেতে বুঝিয়া না কৈল সুঝিয়া কহে […] keyboard_arrow_right
  • গোকুল-নগরে আমার বঁধুরে
    গোকুল-নগরে আমার বঁধুরে সবাই আপনা বাসে। হাম অভাগিনী আপন বলিলে দারুণ লোকেতে হাসে।। সই, কি জানি কৈ হৈল মোরে। আপনা বলিয়া দুকুল চাহিয়া না দেখি দোসর পরে।। ধ্রু।। কুলের কামিনী হাম একাকিনী নহিল দোসর জনা। রসিয়া নাগরী গুরুজনা বৈরি এ বড় মূরখপণা।। বিধির বিধান এমন করল বুঝিলু করম-দোষে। আগু পাছু বুঝি না কৈল সমঝি কহে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ