• দলিত-নলিন-সম মলিন বদন-ছবি
    দলিত-নলিন-সম মলিন বদন-ছবি অধরহি খণ্ড বিখণ্ড। মীটল উজ্জ্বল চন্দন কজ্জল মরদল অরকত গণ্ড।। এ সখি তুহুঁ অতি নিকরুণ-দেহ হিয় চক্রী কুচ-ভর দেই মরদলি শিরিষ-কুসুম-তনু এহ।। নিল-উতপল-দল-কোমল উর-থল ফারলি নখ-শর হানি। ইথে অতি বেদন মুদি রহু লোচন কিয়ে ভেল গদ গদ বাণী।। মনমথ-ভূপতি-ভীত নাহি মানলি সখিগণ গৌরব ছোড়ি। চিত্রা-বচনে লাজে ধনি নত-মুখি হেরি বলরাম সুখে ভোরি।। keyboard_arrow_right
  • নিশি অবশেষ জানি নিশ্বাস ছাড়িয়া ধনি
    নিশি অবশেষ জানি নিশ্বাস ছাড়িয়া ধনি সখীগণে কহে বারে বারে। আমারে নৈরাশ করি চন্দ্রাবলীর কুঞ্জে হরি নিশি বাস কৈল তার ঘরে।। প্রভাতে আসিবে রসরাজ। সভে এক যোগ হয়ে শ্যাম পানে না চাহিয়ে শঠের পিরিতে নাহি কাজ।। আমার শপথ রাখ শ্যাম অঙ্গ নাহি দেখ চিত রাখ উমাপতি পায়। বৃন্দাবন বাস ছাড়ি চলহ কৈলাস গিরি এড়াইয়া বিরহের […] keyboard_arrow_right
  • পরাণ-বঁধুকে স্বপনে দেখিলুঁ
    পরাণ-বঁধুকে স্বপনে দেখিলুঁ বসিয়া শিয়র-পাশে। নাসার বেশর পরশ করিয়া ঈষৎ মধুর হাসে।। পিয়ল বরণ বসন খানিতে মু’খানি আমার মুছে। শিথান হইতে মাথাটি বাহুতে রাখিয়া শুতল কাছে।। মুখে মুখ দিয়া সমান হইয়া বঁধুয়া করিল কোলে। অঙ্গ-পরিমল সুগন্ধি চন্দন কুঙ্কুম কস্তূরী পারা। পরশ করিতে রস উপজিল জাগিয়া হইলুঁ হারা। কপোত পাখীরে চকিতে বাঁটুল বাজিলে যেমন হয়। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • পরাণ-বঁধুকে স্বপনে দেখিনু
    পরাণ-বঁধুকে স্বপনে দেখিনু বসিয়া শিয়র পাশে। নাসার বেশর পরশ করিয়া ঈষৎ মধুর হাসে।। পিঙ্গল বরণ বসনখানিতে মু’খানি আমার মুছে। শিথান হইতে মাথাটি বাহুতে রাখিয়া শুতল কাছে।। মুখে মুখ দিয়া সমান হইয়া বঁধুয়া করিল কোলে। চরণ উপরে চরণ পশারি পরাণ পাইনু বলে।। অঙ্গ-পরিমল সুগান্ধ চন্দন কুঙ্কুম কস্তূরী পারা। পরশ করিতে রস উপজিল জাগিয়া হইনু হারা।। কপোত […] keyboard_arrow_right
  • প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি
    প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি সব কথা কহিয়ে তোমারে। বসিয়া কদম্বতলে সে কানু করেছে কোলে চুম্ব দিয়া বদন-উপরে।। অঙ্গে দিয়া চন্দন বলে মধুর বচন আর বায় বাঁশী সুমধুরে। চাহিলেন সুরতি নাহি দিল পাপমতি দেখিল কৃষ্ণ দৌজি প্রহরে।। তৃতীয় প্রহর নিশি মুই কৃষ্ণ-কোলে বসি নেহারিনু সে চাঁদ-বদনে। ঈষৎ হাসন করি প্রাণ মোর নিল হরি বিয়াকুল […] keyboard_arrow_right
  • বৃন্দা-বচনহি উঠই ফুকারই
    বৃন্দা-বচনহি উঠই ফুকারই শুক পিক শারিক-পাঁতি। শুন তহিঁ জাগি পুনহু দুহুঁ ঘূমল নাগরি কোরহিঁ যাঁতি।। হরি হরি জাগহ নাগর কান। বর পামর বিহি কিয়ে দুখ দেয়ল রজনি হোয়ল অবসান।। আওলি বাউরি বরজ-মহেশ্বরি বোলত পুন দধিলোল। শুনইতে কাতর বিদগধ নাগর থোর নয়নযুগ খোল।। নাগরি হেরি পুনহি দিঠি মুদল পুলক-মুকুল ভরু অঙ্গ। বলরাম হেরি কবহুঁ সুখ-সায়রে নিমজব […] keyboard_arrow_right
  • বৃন্দাদেবী সময় জানিয়া
    বৃন্দাদেবী সময় জানিয়া। পাখীগণে কহে সম্বোধিয়া।। হোর দেখ নিশি বহি গেল। দশ দিশ অরুণিত ভেল।। নিজ নিজ সুমধুর স্বরে। জাগাওহ শ্রীরাধা শ্যামেরে।। বৃন্দাদেবীর আদেশ পাইয়া। রাই-শ্যামে কহে সম্বোধিয়া।। ওহে শ্যাম ব্রজেন্দ্র-নন্দন। মোরা কিছু করি নিবেদন।। সুবদনি কর অবধান। নিশি গেল হৈয়াছে বিহান।। জাগো জাগো যুগলকিশোর। অরুণ-কিরণ হেরি ঘোর।। কুমুদিনী তেজি অলি ধায়। আর তো রহিতে […] keyboard_arrow_right
  • মিটল চন্দন টুটল আভরণ
    মিটল চন্দন টুটল আভরণ ছুটল কুন্তল-বন্ধ। অম্বর খলিত গলিত কুসুমাবলি ধূসর দুহঁ মুখ-চন্দ।। হরি হরি অব দুহুঁ শ্যামর গোরি। দুহুঁক পরশ-রভসে দুহুঁ মুরছিত শুতল হিয়ে হিয়ে জোরি।। রাইক বাম জঘন পর নাগর ডাহিন চরণহি আপি। নওল কিশোরী অগোরি কোরে পহু ঘূমল মুখে মুখ ঝাপি।। কিয়ে মদন-শর-ভীতহি সুন্দরি বৈঠলি হিয়-হিয় মোহ। কব বলরাম নয়ন ভরি হেরব […] keyboard_arrow_right
  • যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে
    যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে। শাঙলী ধবলী বলি আনন্দিত অঙ্গে।। আসিয়া নিভৃত কুঞ্জে সবে দাঁড়াইল। রাখাল দেখিয়া শ্যাম চমকি উঠিল।। “কোন গ্রামে বসতি রে, কোন গ্রামে ঘর। আমার কুঞ্জেতে কেন হরিষ অন্তর।। কাহার নন্দন তোরা, সত্য করি বল।।” মুখে হেসে বাক্য কহে অন্তরে বিভোল।। রাধা-অঙ্গের গন্ধে কৃষ্ণের নাসিকা মাতায়। আপাদমস্তক কৃষ্ণ ঘন ঘন চায়।। […] keyboard_arrow_right
  • যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে
    যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে। শাঙলী ধবলী বলি আনন্দিত অঙ্গে।। আসিয়া নিভৃত কুঞ্জে সবে দাঁড়াইল। রাখাল দেখিয়া শ্যাম চমকি উঠিল।। “কোন্ গ্রামে বসতি রে কোন্‌ গ্রামে ঘর। আমার কুঞ্জেতে কেন হরিষ অন্তর।। কাহার নন্দন তোরা সত্য করি বল।” মুখে হেসে বাক্য কহে অন্তরে বিভোল।। রাধা-অঙ্গের গন্ধে কৃষ্ণের নাসিকা মাতায়। আপাদ মস্তক কৃষ্ণ ঘন ঘন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ