• সখিগণ সমুখহি কাতরে কানু যব
    সখিগণ সমুখহি কাতরে কানু যব সুবিনয় করলহিঁ দীঠে। তব তছু অভিমত করইতে কোই সখি গোপত অলখিতে হও তিরোধান। সুন্দরি অলখিতে হও তিরোধান। গিরিবর কুঞ্জ- কুটিরে অতি গোপতে যাই রাখহ নিজ মান।।ধ্রু।। ইহ অতি চপল- চরিত গিরিধর কিয়ে জানি করু বিপরীতে। শুনি উহ সুবচন ভীতহিঁ জনু জন রাই করল সোই নীতে।। বুঝি পুন নাগর সব গুণ […] keyboard_arrow_right
  • সখিগণ-বচন না শূনল মানিনি
    সখিগণ-বচন না শূনল মানিনি রোখে চলত নিজবাস। সো বরনাগর কাতর অন্তর ছোড়ল তছু আশায়াশ।। হরি হরি সবহুঁ আন-মত ভেল। মনমথ-অমিয়া সিনায়ব সহচরি কষায় দহনে দহি গেল।। কাতরে কুঞ্জ তেজি সব কলাবতি মন্দিরে করল পয়ান। পন্থ বিপথ কিছু লখই না পারয়ে মানিনি মলিন বয়ান।। তাপিনি তপত তৈলে জনু জারিত বৈঠল মন্দিরে যাই। জাগিয়া রজনি পোহায়ল সহচরি […] keyboard_arrow_right
  • সখিগণে লয়ে সঙ্গে, রাধিকা চলিলা রঙ্গে
    সখিগণে লয়ে সঙ্গে, রাধিকা চলিলা রঙ্গে, যায় রাধা যমুনার ঘাটে। কদম্বের তলে বসি, কানাই রাজায় বাঁশী, ধবলী শাঙলি চরে মাঠে।। কানাই বসিয়া বাটে, রূপ দেখি প্রাণ ফাটে, আজ মোর কি হয় না জানি। চল সখি ঘরে যাই, কদম্ব-তলে সে কানাই, প্রাণ ফাটে তার বাঁশী শুনি।। অধীন রাজার বাণী শুন রাধা সুবদনী, বন্ধুয়া না দিব তোমা […] keyboard_arrow_right
  • সখিগণে তোহে আপন হম জান
    সখিগণে তোহে আপন হম জান। অন্তর বাহির না করলুঁ আন।। যো রসিক সহিত মিলনে ভয় হোয়। তাকর আগে কাহে সোঁপলি মোয়।।ধ্রু।। পহিলহি আদর নয়ন বিভঙ্গ। করইতে কোরে আন হোয়ে রঙ্গ।। এহ সখি হামে সহা নাহি যায়। পিরীতি মুরুখ সঞে কো করু চায়।। তরণীরমণ ভণ আন নাহি জান। সো সুপুরুখ লাগি তেজব পরাণ।। keyboard_arrow_right
  • সখিগণে দুহুঁ লেই কুঞ্জহি গেল
    সখিগণে দুহুঁ লেই কুঞ্জহি গেল। কত রস কৌতুক তহি ভৈ গেল।। অতনু যাগ তব রচইতে কান। কুন্দলতায়ে করু পুরোহিত ভান।। যাগভূমি ভেল শশিমুখিদেহ। পুরোহিত করি তব মন্ত্র কথেহ।। রাইক উরজ পরশ করু কান। নমো গণেশায় কহ মন্ত্র বিধান।। গণ্ডহিঁ গণ্ড পরশ পুনবার। নমো দিনমণি করু মন্ত্র উচ্চার।। কুচ নীবিবন্ধ বদন তিন ঠাঞি। শিব শিব মহিষি […] keyboard_arrow_right
  • সখিগন কন্দরে থোই কলেবর
    সখিগন কন্দরে থোই কলেবর ঘর সঞে বাহির হোয়। বিনি অবলম্বনে উঠই ন পারই অতয়ে নিবেদলুঁ তোয়।। মাধব কত পরবোধব তোয়। দেহ দিপতি গেল হার ভার ভেল জনম গমাওল রোয়।। অঙ্গুরি বলয়া ভেল কামে পিন্ধায়ল দারুন তুয়া নব নেহা। সখিগন সাহসে ছোই ন পারই তন্তুক দোসর দেহা। নবমি দসা গেলি দেখি আওলু চলি কালি রজনি অবসানে। […] keyboard_arrow_right
  • সখিহে তোহে হামারি বহু সেবা
    সখিহে তোহে হামারি বহু সেবা। ঐছন বাণি কবহুঁ জনি বোলবি জাতিকুল কিয়ে নেবা।।ধ্রু।। গোকুল নগরে কানু রতি-লম্পট যৌবন সহজে হামারা। তুহুঁ সখি রভসে মোরে জনি বোলবি লোক করব পাতিয়ারা।। কেশর কুসুম হেরি হাম কৌতুকে ভুজযুগে মেটল তাই। দাড়িম ভরমে পয়োধর উপরে পড়লহুঁ কীর লোভাই।। উভয় চকিত ভুজে ইতি উতি পেখলুঁ তে বেশ ভৈগেল আন। ইথে […] keyboard_arrow_right
  • সখিহে বড়ই বিষম লেহ
    সখিহে বড়ই বিষম লেহ। আঁখি ঠার দিয়া নন্দের কানাই হরে নিল মোর দেহ।। ত্রিভঙ্গ হইয়া বাঁশিটী লইয়া সদা ডাকে রাধা রাধা। মোরা কুলনারী নয়ানে না হেরি দারুণ কুলেরই বাধা।। ঘরে গুরুভয় লোকে নানা কয় জ্বালাতে জ্বলিয়া মরি। লোক লাজ ডরে না রহিব ঘরে যার গৃহ পরিহরি।। রসিক মুরারি রসসিন্ধু প্যারী রসে বাড়ে আশোয়াস। কহে মাণিক […] keyboard_arrow_right
  • সখী সহ রাজিত এক জনি
    ‘সখী সহ রাজিত এক জনি জন সুতাকো সুত তা সুতকো সুত তা সুত ভক বদনী।। তমঃ রিপু সুত, ভ্রাতা পিতঃ বাহন তা অরি কটি যৌবনী।। মীন সুতা সুত, তা সুত নাসা, তা পর জড়িত মণি।। কনক খম্ব পর, লসত কঞ্চুকি, নাচত ঢরত ফণি। জ্ঞানদাস কহে, একল রাধিকা, গোকুল চন্দ্র ধনী।। keyboard_arrow_right
  • সখী অবলম্বনে চলবি নিতম্বিনী
    সখী অবলম্বনে চলবি নিতম্বিনী থম্ভবি নাথ সমীপে। যদি হরি করে ধরি কোরে বৈঠায়ই নিচোলে চালায়বি দীপে।। সুন্দরি মান না রহয়ে উদাসে। বদন আধ বিনু সাধ না পুরবি কুচ দরশায়বি পাশে।। বহু অনুরোধে পহুঁ কাতর দেখি বিমুখে বৈঠবি বামে। পাণি পরশে ঘন চমকিত চপলা শেজ তেজি আন ঠামে।। ভূজ যুগ জোড়ি মোড়ি করপল্লব অম্বর সম্বরবি পীঠে। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ