• সুবলে নাগর কহিছে কথা
    সুবলে নাগর কহিছে কথা। বিশাখা সুন্দরী আইল তথা।। কি কথা কহিছ সুবল সনে। কহিতে কহিতে কাঁদিছ কেনে ।। বলি শুন ওহে নাগররাজ। আমারে কহ না মনের কাজ।। মনের মরম কহিবে যবে । বেদন বাঁটিয়া লইব তবে।। দূতীমুখে শুনি হরষ প্রাণ। দাস গোবিন্দ কহিছে জান।। keyboard_arrow_right
  • সুবলে নাগরে কহয়ে কথা
    সুবলে নাগরে কহয়ে কথা। বিশাখা সুন্দরী আইলা তথা।। কি কথা কহিছ সুবল সনে। কহিতে কহিতে কাঁদিছ কেনে।। বলি শুন ওহে নাগর রাজ। আমারে কহ না মনের কাজ।। মনের মরম কহিবে যবে। বেদনা বাঁটিয়া লইব তবে।। দূতীমুখে শুনি হরষ প্রাণ। গোবিন্দদাসিয়া কহিছে জান। keyboard_arrow_right
  • সুবলে পাইয়া হরষিত বিনোদিনি
    সুবলে পাইয়া হরষিত বিনোদিনি। জিজ্ঞাসিলা যত কথা মধুরসবাণী।। ধনী কহে ওরে সুবল মোর নিবেদন। কি রূপে যাইব আমি কৈরাছি রন্ধন।। সুবল বোলয়ে ধনি মোর নিবেদন। মোর বেশ লৈয়া তুমি করহ গমন।। আপনার চূড়া সুবল দিল খসাইয়া। রাধার শিরেতে বান্ধে যতন করিয়া।। আভরণ রাখে সুবল করিয়া যতনে। গুঞ্জাহার মকরকুণ্ডল দিলা কানে।। সুবলের ধড়া রাই কটিতে পরিলা। […] keyboard_arrow_right
  • সুবলের কথা শুনি উলসিত নন্দরাণী
    সুবলের কথা শুনি উলসিত নন্দরাণী চান্দমুখে চুম্ব দিঞা বলে। ধেনুর শপথ করি বনে পাঠাইব হরি একবার নয়নে দেখিলে।। বাছা নিছনি লইঞা মরি তোর। তিলে তিলে না দেখিলে হিয়া বিদরিঞা মরি দেখাইঞা প্রাণ রাখ মোর।। যাও যাও আন দেখি দেখিঞা জুড়াউ আঁখি কত দূরে গেল নীলমণি। কোমল চরণে পাছে কুশের অঙ্কুর বাজে অই ভএ কান্দিছে পরাণি।। […] keyboard_arrow_right
  • সুবলের ধরা রাই আঁটিল
    সুবলের ধরা রাই কটিতে আঁটিল। কনক কিঙ্কিণী লয়ে তাহাতে বাঁধিল।। মাথায় বাঁধিল চূড়া শিখিপুচ্ছ তায়। উচ্চতায় পয়োধর ঢাকা নাহি যায়।। হাসিয়া সুবল বলে শুনগো কিশোরী। কোলেতে করিয়া লেহ নবীন বাছুরি।। বৎস রূপ ধরিয়া আইলা যোগমায়া। শ্রীরাধিকা বনে চলে তারে কোলে লয়া।। শিঙ্গা বেণু করে নিল চরণে নূপর। পিয়ারে ভেটিতে যায় রঙ্গরস পূর।। যেখানে বসিয়া আছে […] keyboard_arrow_right
  • সুভ দিন করি পাঞ্জি-পুথি ধরি
    সুভ দিন করি পাঞ্জি-পুথি ধরি আইল এ গর্গমুনি। দেখি নন্দ * * হইল সন্তোস বাহির হইলা রাণি।। মুনিরে দেখিয়া করিলা প্রণাম ভূমেতে অষ্টাঙ্গ হয়্যা। মধু * * * * কহে পুনঃ পুনঃ দিলা কুসাসন লঞা।। বসি গর্গমুনি– “সুন নন্দরাণি, দেখিয়ে নন্দন তোর । * * * * * কি দেখিএ কেমত চিত সুখি হউ মোর।।” […] keyboard_arrow_right
  • সুমধুর মধুকর কোকিল কলরব
    সুমধুর মধুকর কোকিল কলরব সো ভেল ছরবন শেল। চন্দন গরল অনল ভেল সরসিজ চান্দ সূরজ ভৈ গেল।। মাধব ধনী কি সাতাওব চিত। পাপিনী বিরহিণী কো বিহি সিরজিল হিতহি ভেল বিপরীত।। জনম দিবস ভরি জীউ অধিক করি যাহে বাঢ়াওলি রাই। নিজ হিয় হোই সোই উচ-কুচ যুগ অনুখণ দগধই তাই।। নব কিশলয় শয়ন রতনময় অভরণ পরশত সব […] keyboard_arrow_right
  • সুমুখী চরণে চিকণ কালার
    সুমুখী চরণে চিকণ কালার বরণ কেন বা দেখি । সখীর বচনে ঈষত হাসিয়া নেহারে কমলমুখী।। কনকমুকুর জিনিয়া চরণ দুখানি রসের কূপ। তাহার মাঝারে পশিয়া পেখলয়ে পরাণনাথের রূপ।। আপনা আপনি বয়ান হেরিয়া ধরিতে না পারে হিয়া। এ রস পাসরি রসিক নাগর কেমতে আছয়ে জিয়া।। কহিতে কহিতে রসের আবেশে নাগরী নাগর ভেল। বংশী কহয়ে বুঝিয়া বিশাখা নাগরে […] keyboard_arrow_right
  • সুমুখী সঙ্কেত জানি তুরিতে চলিলা রাণি
    সুমুখী সঙ্কেত জানি তুরিতে চলিলা রাণি আসিয়া পশিলা বেশঘরে। কানুরে আনিয়া তথি বেশ করে যশোমতী দুখে হিয়া দর দর করে।। নন্দরাণী কাচ কাচে নাটুয়ার ছাঁদে। শিরে গুঞ্জা দিয়া বেড়া টানিয়া বান্ধিল চূড়া তাহে দিলা শিখিপুচ্ছচাঁদে।।ধ্রু।। কিবা সে গ্রীবার শোভা মদনের মনলোভা গোরাচনা তিলক সুভালে। হিয়ে হারমণি জ্বলে বনমালা দোলে গলে অমল মুকুতা নাসাতলে।। অঙ্গদ বলয়া […] keyboard_arrow_right
  • সুরত সমাপি রাই ঘন-শ্যাম
    সুরত সমাপি রাই ঘন-শ্যাম। রসভরে দেখে দুহুঁ দুহুঁক বয়ান।। অলসে বিঘূর্ণিত লোচন তার। দুহু মুখ দুহু চুম্বই পুনবার।। প্রেমভরে আকূল দুহুঁক শরীর। নিন্দহু আলসে নহি রহু থীর।। উর পর নাগরি শুতায়ল নাহ। কো কহু দুহুঁ-জন-রস-নিরবাহ।। রতন-শেজ পর শূতলি রাই। শূতল নাগর ধনি-মূখ চাই।। পল-এক ঘূমল যূগলকিশোর। হেরি নরোত্তম আনন্দে ভোর।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ