• হে হরে মাধুর্য্যগুণে হরিলে যে নেত্র মনে
    হে হরে মাধুর্য্যগুণে হরিলে যে নেত্র মনে মোহন মূরতি দরশাই। হে কৃষ্ণ আনন্দধাম মহাআকর্ষক ঠাম তুয়া বিনে দেখিতে না পাই।। হে হরে ধৈরজ হরি গুরুভয় আদি করি কুলের ধরম কৈলা চূর। হে কৃষ্ণ বংশীর স্বনে আকর্ষিয়া আনি বনে দেহ গেহ স্মৃতি কৈলা দূর।। হে কৃষ্ণ বিবিধ ছলে উরোজ কর্ষহ বলে থির নহ অতি অনুরাগে।। হে […] keyboard_arrow_right
  • হে হে কিতব কি গোপসি আর
    হে হে কিতব কি গোপসি আর। তুয়া হিয়া-গত পদ-যাবক কার।। নীল মুকুর উর অরুণিম ভেল। অনুরাগ বাহিরে বেকত কেল।। প্রাতরে ঐছন নিরখিতে তোয়। লাজক জাল বেঢ়ল অব মোয়।। কৈছনে তুহুঁ চলি আওলি পন্থ। চন্দ্রশেখর কহে নিলজ নিতান্ত।। keyboard_arrow_right
  • হেথা কুটিলা কুচক্রি ব্রজে আসি নিকেতনে
    হেথা কুটিলা কুচক্রি ব্রজে আসি নিকেতনে কহিল সকল কথা নির্জ্জনে আয়ানে।। দেখাতে না পারি মুখ লোকের কাছেতে। কালার সঙ্গেত রাই বসিয়া নিকুঞ্জে।। অগ্নি হেন জ্বলি উঠে শুনিয়ে আয়ান। করেতে লইল এক খড়্গ মন দেয় পাক। দুই চক্ষু ঘুরে যেন কুমারের চাক।। পবন গমনে বীর গমন করিল। গোবিন্দদাস কহে কুঞ্জে প্রবেশিল।। keyboard_arrow_right
  • হেথা কানু যত পার করি গোপী
    হেথা কানু যত পার করি গোপী গোঠেতে পড়িল মন। কেমনে তা সবা কিরূপ কহিব চলিতে বচন কন।। চতুর মুরারি মনেতে ভাবিলা ইহার উপায় এই। করিল সৃজন কমল লোচন চোরা বলি দুটি গাই।। সেই গাই সনে চলিলা সঘনে কানাই চতুরমণি। গাভীর পুচ্ছেতে বাম কর দিয়া। করিলা একটি ধ্বনি।। হৈ হৈ রব শুনি ব্রজ শিশু তুরিতে আইলা […] keyboard_arrow_right
  • হেথা কানু যত পার করি গোপী
    হেথা কানু যত পার করি গোপী গোঠেতে পড়িল মন। “কেমনে তা সবা কিরূপ কহিব” চলিতে বচন কন।। চতুর মুরারি মনেতে ভাবিলা ইহার উপায় এই । করিল সৃজন কমল-লোচন চোরা বলি দুটি গাই।। সেই গাই সনে চলিলা সঘনে কানাই চতুর-মণি। গাভীর পুচ্ছেতে বাস কর দিয়া করিলা একটি ধ্বনি।। হৈ হৈ রব শুনি ব্রজশিশু তুরিতে আইলা ধেয়ে। […] keyboard_arrow_right
  • হেথা দূতি রাই সনে ছিলা
    হেথা দূতি রাই সনে ছিলা। শ্যাম চান্দে দেখিতে পাইলা।। রাইয়েরে দেখায় শ্যাম চান্দে। হেরি রাই ফুকরিয়া কান্দে।। দূতি যাই নয়ান মুছায়। না কান্দিহ বলি নিবারয়।। আমি ছলে মিলাইব শ্যাম। তুমি হেথা করহ বিশ্রাম।। এত বলি চলে দূতি রঙ্গে। মিলল শ্যাম ত্রিভঙ্গে।। বলরাম দাস সঙ্গে যায়। শ্যাম মুখ ঘন ঘন চায়।। keyboard_arrow_right
  • হেথা ধনি বিনোদিনি বিরলে বসিয়া
    হেথা ধনি বিনোদিনি বিরলে বসিয়া। দক্ষিণ নয়ন নাচে থাকিয়া থাকিয়া।। ময়ূর না করে কেলী অমঙ্গল দেখি। সাত পাঁচ মনেতে ভাবয়ে বিধুমুখী।। মুখানি মলিন দূতী আইল হেনকালে। শ্যামের বারতা দূতী ধীরে ধীরে বলে।। তোমার নাগর বলি জানে সব সখী। চন্দ্রাবলীর কুঞ্জে শ্যাম শুন চন্দ্রামুখী।। বদনে বদন দিয়া আছয়ে শয়নে। সুখের অবধি নাই বলরাম ভণে।। keyboard_arrow_right
  • হেথা বসি থাক তুমি
    হেথা বসি থাক তুমি। রাই আনিতে যাই আমি।। রাধাকুণ্ডে কেবা আছে। রেখে যাব কার কাছে।। দেখ ওরে শুক সারী। একা রৈল বংশীধারী।। মাধবী এক কার্য্য কর। বংশীধরে তুমি ধর।। আপন লতায় করি ডুরী। বেঁধে রাখ বংশীধারী।। রাই বিরহে কাতর প্রাণ। জপরে শ্রীরাধার নাম।। রাধা রাধা রাধা বলে। ধীরে ধীরে সুবল চলে।। রাধার মন্দির পাশে। গেল […] keyboard_arrow_right
  • হেথা রাধা বিনোদিনী রমণীর শিরোমণি
    হেথা রাধা বিনোদিনী রমণীর শিরোমণি কাঁদিতে কাঁদিতে সেই পথে। প্রিয় সহচরী সনে চলে সখী অন্বেষণে বড়ই হইল অনুরথে।। বিরহে আকুল ধনী আর যত গোপিনী সেই বনে প্রবেশিল গিয়া। দেখিল চরণচিহ্ন বিহি পদ আছে শূন্য তার কাছে কাছে আরসিয়া।। “রমণীর পদ আছে সে পদের কাছে কাছে ঐ দেখ নয়ন চাহিয়া। এই দেখ গুণমণি আনিয়া বা কোন […] keyboard_arrow_right
  • হেথা রাধা বিনোদিনী রমণীর শিরোমণি
    হেথা রাধা বিনোদিনী রমণীর শিরোমণি কাঁদিতে কাঁদিতে সেই পথে। প্রিয় সহচরী সনে চলে সখী অন্বেষণে বড়ই হইল অনুরথে।। বিরহে আকুল ধনী আর যত গোপিনী সেই বনে প্রবেশিল গিয়া। দেখিল চরণচিহ্ন বিহি পদ আছে শূন তার কাছে কাছে আরসিয়া।। রমণীর পদ আছে সে পদের কাছে কাছে ঐ দেখ নয়ন চাহিয়া। এই দেখ গুণমণি আনিয়া বা কোন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ