• প্রাণের মুকুন্দ হে আজি কি শুনিনু আচম্বিত
    প্রাণের মুকুন্দ হে আজি কি শুনিনু আচম্বিত। কহিতে পরাণ যায় মুখে নাহি বাহিরায় গৌরাঙ্গ ছাড়িবে নবদ্বীপ।।ধ্রু।। ইহা ত না জানি মোরা সকালে মিলিনু গোরা অবনত মাথে আছে বসি। নিঝরে নয়ন ঝুরে বুক বাহি ধারা পড়ে মলিন হইয়াছে মুখশশী।। তখন হইতে প্রাণ সদা করে আনচান সুধাইতে নাহি অবসর। ক্ষণেক সম্বিত হৈল তবে মুই নিবেদিল শুনিয়া দিলেন […] keyboard_arrow_right
  • প্রাণের মুকুন্দ হে তোমরা কি সুধাও আমায়
    প্রাণের মুকুন্দ হে তোমরা কি সুধাও আমায়। যে দুঃখ মরমে পাই কহিবার নাহি ঠাঁই ইহা কহি কাঁদে গোরা রায়।।ধ্রু।। দেখিয়া জীবের দুখ ছাড়িনু গোলোকসুখ লভিলাম মনুষ্য জনম। পাইলাম কষ্ট যত তোমারা পাইলা তত হইল সব পণ্ড পরিশ্রম।। পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মনে তারা মোর উপদেশ নাহি লয়। ভাবি হই বুদ্ধিহারা কিরূপে তরিবে তারা দূর […] keyboard_arrow_right
  • প্রিয় সহচরীর অঙ্গে অঙ্গ হেলাইঞা
    প্রিয় সহচরীর অঙ্গে অঙ্গ হেলাইঞা। হা নাথ বলিঞা কান্দে করুণা করিঞা।। অনেক পুণ্যের ফলে মিলাওল বিধি। কে মোর হরিঞা নিলে শ্যাম গুণনিধি।। যশোমতী নন্দ ঘোষ কি বলিব তারে। কেমনে বিদায় দিল বনের ভিতরে।। কি করিব কোথা যাব কহ না উপায়। পিয়া বিনু হিয়া মোর ধরণে না যায়।। দুরে রহুঁ কুলবতি ধৈরজ লাজ। দীনবন্ধু কহে পড়িল […] keyboard_arrow_right
  • বিরহিণী মন ব্যথা অতি গুরুতর
    বিরহিণী মন ব্যথা অতি গুরুতর। সৈতে নারি কোন মতে, পাঠাইমু কার হাতে, অই মধু রিপুর গোচর। ধু প্রেমতে জানল ভার, সহিতে শকতি কার, যার তেজে ত্রিভুবন পোড়ে। হেন ব্রজ ছেল ধরি, মরমে হানিলা হরি, জীয়তে বধিলা অবলারে। যার বাণ তেজ ঘায়, দেখি সরোবর ধায়, সুমেরু পলায় হই রেণু। যে বাণে কম্পিত ক্ষিতি, গগন ভ্রমর নিতি, […] keyboard_arrow_right
  • ব্রজজন ঐছে দশা হেরি এক সখি
    ব্রজজন ঐছে দশা হেরি এক সখি মথুরা কয়ল পয়ান। বিরহক তাপে তপত তনু ঝামর ঐছন ভেটল কান।। মাধব এতহুঁ নিঠুর কাহে ভেলি। সো কুলকামিনি বিরহ-বিয়াধিনি নবমি দশা বহি গেলি।। মন্দির তেজি তপন-তনয়া-তট কুঞ্জহি সখিগণ ঘেরি। কিশলয় শয়নে মূদল দুয় লোচনে বদন রহল সবে হেরি।। অব জানি দশমি দশা পরবেশল শ্বাস আশ দূরে গেল। কহ মধুসূদন […] keyboard_arrow_right
  • ব্রজবাসীগণ কান্দে ধেনু বৎস শিশু
    ব্রজবাসীগণ কান্দে ধেনু বৎস শিশু। কোকিল ময়ূর কান্দে যত মৃগ পশু।। যশোদা রোহিণী দেহ ধরণে না যায়। সবে মাত্র বলরাম প্রবোধে সভায়।। নন্দ উপানন্দ আদি যত গোপগণ। ধাইয়া চলয়ে বিষ করিতে ভক্ষণ।। শ্রীদাম সুদাম আদি যত সখাগণ। সবে বলে বিষ-জল করিব ভক্ষণ।। বলরাম রাখে সভায় প্রবোধ করিয়া। এখনি উঠিছে কালী-দমন করিয়া।। keyboard_arrow_right
  • শচীর আঙ্গিনা মাঝে ভুবনমোহন সাজে
    শচীর আঙ্গিনা মাঝে ভুবনমোহন সাজে গোরাচাঁদ দেয় হামাগুড়ি। মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুড়ি আছাড় খাইয়া যায় পড়ি।। বাঘনখ গলে দোলে বুক ভাসি যায় লালে চাঁদমুখে হাসির বিজুলি। ধূলামাখা সর্ব্ব গায় সহিতে কি পারে মায় বুকের উপরে লয় তুলি।। কাঁদিয়া আকুল তাতে নামে গোরা কোল হৈতে পুন ভূমে দেয় গড়াগড়ি। হাসিয়া মুরারি বোলে এ […] keyboard_arrow_right
  • শুনিয়া মায়ের বাণী কহে প্রভু গুণমণি
    শুনিয়া মায়ের বাণী কহে প্রভু গুণমণি শুন মাতা আমার বচন। জন্মে জন্মে মাতা তুমি তোমার বালক আমি এই সব বিধির লিখন।। ধ্রুবের জননী ছিল পুত্রকে বৈরাগ্য দিল ভজে তেঁই দেব চক্রপাণি। রঘুনাথ ছাড়ি ভোগে বনে বনে ফিরে দুঃখে ঝুরে সদা কৌশল্যা জননী।। তবে শেষে দ্বাপরে কৃষ্ণ গেলা মধুপুরে ঘরে নন্দরাণী নন্দ পিতা। সর্ব্ব পরে এই […] keyboard_arrow_right
  • শ্রীচৈতন্য শচীসূত নিত্যানন্দ অবধূত
    শ্রীচৈতন্য শচীসূত নিত্যানন্দ অবধূত অদ্বৈত আচার্য্য প্রভু জয়। পণ্ডিত শ্রীগদাধর স্বরূপ শ্রীদামোদর জগদানন্দ রসময়।। নরহরি ঠাকুর শ্রীবাস পণ্ডিত আর মুকুন্দ মুরারি হরিদাস। গৌরহরি করি দয়া পারিষগণ লৈয়া নবদ্বীপে করিলা বিলাস।। গোসাঞি সনাতন রূপ গৌর প্রেম রসভূপ অবনিতে করিলা বিস্তার। অনন্ত আচার্য্য যাইয়া গদিতে গোসাঞি হৈয়া গোবিন্দ সেবার অধিকার।। ভূগর্ভ গোসাঞি জীব ভট্ট রঘুনাথ যুগ আর […] keyboard_arrow_right
  • শ্রীদাম সুদাম সুবল অরে ভাই
    শ্রীদাম সুদাম সুবল অরে ভাই। বেলা অবসান হল্য চল ঘরে যাই।। পাল জড় করিঞা আনহ বসুদাম। অবিলম্বে নিজ ঘরে করহ পয়ান।। বিলম্ব হইলে ভাই এই দূর বনে। যশোমতী নন্দ ঘোষ মরিবে জীবনে।। বিহানে জননী মোরে বন পাঠাইঞা। সেই হত্যে আছে রাণী পথ পানে চাঞা।। ঘন ঘন শিঙ্গারব কর বলরাম। শুনিঞা মায়ের যেন জুড়াএ পরাণ।। শ্রীনন্দকিশোর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ