• এ কথা কহিবে সই এ কথা কহিবে
    এ কথা কহিবে সই এ কথা কহিবে। অবলা এতেক তপ করিয়াছে কবে।। পুরুষ পরশ হৈয়া নন্দের কুমার। কি ধন লাগিয়া ধরে চরণে আমার।। কাহারে কহিব সখি মরমের কথা। নাগর পরায়ে মোর চরণে আলতা।। আপন চূড়ার বেশ বনায় আমারে। রমণী হইয়া যেন রহে মোর কোরে।। কহিতে সরম সই কহিতে সরম। আমারে আচরে সই পুরুষ ধরম।। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • এ কথা যখন শুনিল যশোদা
    এ কথা যখন শুনিল যশোদা কহিতে লাগল তায়। কি বোল কি বোল আর আর বল ঘন ঘন পুছে তায়।। কাঁদি কহে নন্দ ঘুচিল আনন্দ অক্রূর আইল নিতে। কৃষ্ণ বলরাম লইতে দুজন এই সে কংসের চিতে।। এ কথা শুনিয়া নন্দ পানে চেয়ে পড়িল ধরণীতলে। কি হল কি হল গোকুল নগরে কাঁদিয়া কাঁদিয়া বলে।। যেমন কুলিশ ভাঙ্গিয়া […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া সহচরী-আগে
    এ কথা শুনিয়া সহচরী-আগে কহে বাজিকর-রায়। “আমি কিছু জানি তন্ত্র মন্ত্র যত দেবঘাত আছে গায়।।” সহচরী দাসী কহিতে লাগিল “শুন বাজিকর তোরা। যদি বা পারহ ভাল করিবারে পাবে খাসা জামাজোড়া ।। বহু রত্ন পাবে রাজার গোচরে কতেক রজত দান।” কহে বাজিকর — “অনেক জানিয়ে সন্ধান বিধান আন।।” “ভাল ভাল”, বলি দাসী গেলা চলি কহিতে রাজার […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া গদ গদ হৈয়া
    এ কথা শুনিয়া গদ গদ হৈয়া পড়ল ধরণী ধরি। নিদান করিয়া হিয়া ব্যথা দিয়া যাবে সবে পরিহরি।। বোলহ বচন সচল সঘন নিশ্চয় মথুরা যাবে। গোকুল আকুল করিয়া সকল সবার পরাণ লবে।। কহ কহ ভাই সুবল সাঙ্গাতি বিদায় করহ মোরে। পড়ল অবনী মূরছা খাইয়া সব জন হিয়া ঝুরে।। কাঁদত করুণে সব সখাগণে শ্রীমুখ বদন চেয়ে। ধরণী […] keyboard_arrow_right
  • এ ঘোর রজনী মেঘগরজনি
    এ ঘোর রজনী মেঘগরজনি কেমনে আওব পিয়া। শেজ বিছাইয়া রহিলুঁ বসিয়া পথ পানে নিরখিয়া।। সই কি করব কহ মোরে। এতহুঁ বিপদ তরিয়া আইলুঁ নব অনুরাগভরে।। এ হেন রজনী কেমনে গোঙাব বন্ধুর দরশ বিনে। বিফল হইল সব মনোরথ প্রাণ করে উচাটনে।। দহয়ে দামিনী ঘন ঝন ঝনি পরাণ মাঝারে হানে। জ্ঞানদাস কহে শুনহ সুন্দরি মিলবি বন্ধুর সনে।। keyboard_arrow_right
  • এ ধন যৌবন লঞা গোরস পসার বঞা
    এ ধন যৌবন লঞা গোরস পসার বঞা যাহ নানা আভরণ গায়। আভরণ দিব তল উচিত করিব ফল কেবা রাখে রাখুক তোমায়।। দশন মুকুতাপাঁতি কিনা সে কেশের ভাতি টানিয়া কানড়া বান্ধ খোঁপা। নাসিকা জিনিয়া বাঁশী মুখানি পূর্ণিমা শশি সৌরভ সে নাগেশ্বর চাঁপা।। সিন্দুর সে মনোহর নয়ানে শোভে কাজর অবতংসে বিরাজতি সোনা। মন্দ গমনে চল তোমারে সে […] keyboard_arrow_right
  • এ ধনি এ ধনি বচন শুন
    এ ধনি এ ধনি বচন শুন। নিদান দেখিয়া আইহু পুন।। দেখিতে দেখিতে বাড়ল ব্যাধি। যত তত করি নাহি ঔষধী।। না বান্ধে চিকুর না পরে চির । না করে আহার না হয় থির।। সোনার বরণ হইল শ্যাম। সোঙরি সোঙরি তোহারি নাম।। সুতল ভূতল সোঙরি রাধা। কহই বচন না বুঝি আধা।। তুলাখানি দিনু নাকের কাছে। দেখিনু কেবল […] keyboard_arrow_right
  • এ ধনি তোহে কহু চিরদিন দূখ
    এ ধনি তোহে কহু চিরদিন দূখ। তুয়া বিরহানল অন্তর দগধল সোঙরিতে বিদরয়ে বুক।।ধ্রু।। তুয়া মুখভরমে চাঁদ হেরি মুরছলুঁ বিজুরি দেখি তনুজোতি। কনকদণ্ড হেরি ভুজ অনুমানলুঁ কমলকোরক কুচভাঁতি।। মোতিম পাঁতি দশন ছবি উনমত কোকিল ধনি শুনি বাণী। মত্ত মাতঙ্গ গমন অনুমানলুঁ দরদর আকুল পরাণী।। আর যত সোঙরি কতহিঁ দুখ কহবহি সো অতি মরমক শেল। কানুক ঐছন […] keyboard_arrow_right
  • এ ধনি পদুমিনী শুন মঝু বাত
    এ ধনি পদুমিনী শুন মঝু বাত। ঐছন মীলবি নায়র সাথ।। যতনে বসন অঙ্গে রাখবি গোই। রহবি লাজাই জনু রাত না হোই।। অবনত বয়ানে রহবি ক্ষিতি হেরি। খেনে আধ নয়নে চাহবি বেরিবেরি।। খেনে কুচযুগ চীর করবি উদাস। খেনে খেনে ছোড়বি দীঘ নিশ্বাস।। খেনে খেনে নিবিবন্ধ বান্ধবি ঝাড়ি। নিরখি লুবধ জনু হোয়ত মুরারি।। যবহু যতন তোহে করবহু […] keyboard_arrow_right
  • এ ধনি মানিনি কি বোলব তোয়
    এ ধনি মানিনি কি বোলব তোয়। তুয়ার পিরীতি মোর জীবন হোয়।। বিবিধি কেলি তুয়া তনু পরকাশ। তথি লাগি কেলিকদম্ব করি বাস।। রজনিদিবস করি তুয়া গুণ গান। তুয়া বিনে মনে মোর নাহি লয়ে আন।। শয়ন করিয়ে যদি তোমা না পাইয়া। স্বপনে থাকিয়ে তোমা তনু আলিঙ্গিয়া।। তোমার অধররস পানে মোর আশ। কবজ লিখিয়া লেহ মুঞি তুয়া দাস।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ