• জেখানে আছিল কালকূট বিষ
    জেখানে আছিল কালকূট বিষ সেওহ মাঝার কাছে। সেই সিন্ধুসুতা বিষের সমূহে করিয়া আছিল বাসে।। ব্যাসের কায়াতে বিষ উপজল তাহার কায়ার কা। সেই সিন্ধুসুতা তাহারে পরসি তাহার অক্ষয় কা।। লাবণ্য-সায়রে নাহিল জখন তখন রঞ্জিত গা। কালের কাটিল লাবণ্যের বল তাহাতে অঙ্গের প্রভা।। এ দুই আখর শুন । ইহাতে কালিয়া বরণ হইল ইহাতে দুরিত হেন।। কখন কখন […] keyboard_arrow_right
  • তবে আর পট লিখিলা নিকট
    তবে আর পট লিখিলা নিকট নব ঘন শ্যামরূপ। দেখিতে কি দেখি পিছলিয়ে আঁখি আনন্দ রসের কূপ।। জলদ-বরণ যেন নব ঘন চরণে নপুর দিল। নখচন্দ্র দশ যেন শশধর অতি সে উজর ভেল।। রতন নপুর চরণ উপর সোনার বসন সাজে। কটি মাঝে কিবা ঘাঘর কিঙ্কিণি কলহংস পারা বাজে।। সুনাভি গভীর অতি সে মধুর কুন্দ কন্দর শোভা। কুঞ্জর […] keyboard_arrow_right
  • নব অনুরাগিণী নব অনুরাগ
    নব অনুরাগিণী নব অনুরাগ। মীলল তনু তনু গলে গলে লাগ।। তহিঁ এক সুন্দরি পরম রসাল। দুহুঁ গলে দেওল এক ফুল মাল।। টুটুব ভয়ে দুহুঁ পড়লহি বন্ধ। দৈব ঘটাওল প্রেমনিবন্ধ।। দুতিমুখ হেরইতে উলসিত ভেল। দোঁহে মালতীমালা দুতিগলে দেল।। বাহু পসারিঞা দোঁহে দোঁহা ধরু। দুহুঁ অধরামৃতে দুহুঁ মুখ ভরু।। দূরে গেও বেণু শিখণ্ড পীতবাস।। দুহুঁ গুণ গাওত […] keyboard_arrow_right
  • নব নব পল্লব তোড়ল কান
    নব নব পল্লব তোড়ল কান। কুঞ্জে কয়ল পহুঁ শেজ বিছান।। আদরে ধরি পহুঁ রঙ্গিণী হাথ। শূতল কুসুম-শয়নে একু সাথ।। শ্যামর বামে কলাবতি গোরি। আলসে অবশ সঘন তনু মোড়ি।। শ্যামর তনু জনু জলদ উজোর। চঞ্চল বিজুরি গোরি তছু কোর।। ধনিমুখ চুম্বই নাগর কান। রসবতি অধরসুধা করু পান।। অবিরল মীলল চান্দ চকোর। দুহুঁ গুণ গাওত নন্দকিশোর।। keyboard_arrow_right
  • নাহ জাগাই চমকি ধনী বৈঠল
    নাহ জাগাই চমকি ধনী বৈঠল জানি রজনি অবশেষ। চন্দন অলক তিলক শিখিচন্দ্রক দেই বনাওল বেশ।। দুহুঁ দরশনে দুহুঁ ভোর। সিন্দূর কাজরে সাজি রাই মুখে চুম্বই নন্দকিশোর।। আদর সাধ রভস রস কৌতুকে দুহুঁ তনু যৌতুক দেল। যত যত বিপদ বিরহ-দুখ চিরদিন চপল সপন সম ভেল।। অরুণ উদয় হেরি নাগর নাগরি থরহরি কাঁপই দেহ। দীনবন্ধু ভণ তুরিতহিঁ […] keyboard_arrow_right
  • পিরীতি আদরে নাগরের কোরে
    পিরীতি আদরে নাগরের কোরে বসিঞা মনের সাধে। ভুখিল চকোর নয়ন যুগল পড়িল বদন-চান্দে।। ধনী আউলাল্য আনন্দ ভরে। ভাবে গদ গদ আধ আধ পদ বচন কহিতে নারে।। নয়নের জল করে ছল ছল ঢাকিল আঁখির তারা। অধনের ধন ও চান্দ-বদন পাইঞা হইল হারা।। মুরুছা খাইঞা ধরণী পড়িঞা কান্দিঞা কান্দিঞা বলে। অনেক সাধের পরাণ পুতলী কে মোর হরিঞা […] keyboard_arrow_right
  • পূরবে আছিলা প্রিয়া রাধা গুণবতী
    পূরবে আছিলা প্রিয়া রাধা গুণবতী। এবে গদাধর সঙ্গে অধিক পিরীতি।। অন্তরেতে শ্যাম হেম-বরণ উপরে। অধিক উজর ভেল পুলক-নিকরে।। বড় অপরূপ গোরাচান্দ অবতার। জগতে উদিত কিয়ে করুণা আকার।।ধ্রু।। রায় রামানন্দ শ্রীনরহরি দাস। গোপীর স্বভাব ভাব সবে পরকাশ।। গৌর-প্রেমে ভাসল জগতের লোক। আনন্দে মোদিত সব নাহি দুখ শোক সংকীর্তন-রসে সব গৌর-গুণ গাই। পড়ল সুখের সিন্ধু অবধি না […] keyboard_arrow_right
  • বিপিনে ভরল অতি মনোহর
    বিপিনে ভরল অতি মনোহর রাইর অঙ্গের গন্ধ। চকিত নয়নে দশ দিশ পানে হেরই গোকুলচন্দ।। নাগরের অধিক বাঢ়ল সাধা। সুবলের সনে নিকুঞ্জ ভবনে অবহি মীলব রাধা।। ভাবিতে ভাবিতে জাবটের পথে রাইরে দেখিল একা। মনে অনুমানে রসবতী বিনে আইল সুবল সখা।। বরণ বয়স সুবলের বেশ কিছুই নাহিক ভেদ। সুবল ফিরিঞা আইল বলিঞা দ্বিগুণ বাঢ়িল খেদ।। নয়নের জল […] keyboard_arrow_right
  • ব্রজ-রমণীগণ তেজল লাজ
    ব্রজ-রমণীগণ তেজল লাজ। ধাওল নন্দমহল গৃহমাঝ।। বিগলিত কুন্তল অঞ্চল বাস। চকিত বিলোকন গদ গদ ভাষ।। হেরই নন্দতনয়-মুখচন্দ। দীঠি পাওল পুন চিরদিন অন্ধ।। আদরে সাধি রমণি কর পাতি। যদুমণি মাগি ধরত নিজ ছাতি।। চুম্বনে অধরসুধা করু পান। কর গহি দেই আলিঙ্গন দান।। দীনবন্ধু পহুঁ পূরল সাধ। ভুখিল চকোর যেন পাওল চান্দ।। keyboard_arrow_right
  • ভারতী গৌর নিকট যব ভেটঠ
    ভারতী গৌর নিকট যব ভেটঠ। পুরজন হেরি বয়ন করু হেঁঠ।। তবধরি দক্ষিণ পয়োধর কাঁপি। অবিরল লোরে নয়ন রহু ঝাঁপি।। সজনী লাখ বিপদ নাহিঁ মানি। রসময় গৌর বিমুখ-ভয় জানি।। মঝু মন ঐছন করত বিষাদ। ছোড়ব গৌর পড়ব পরমাদ।। দারুণ বিধি জনি সাধই বাদ। তনু ডারব সব গঙ্গ অগাধ।। কি এ অনুতাপে করব বিষপান। দীনবন্ধু শুনি হরল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ