হেথা সে অক্রূর রথ সাজাইয়া করজোড় করি কয় । “মধুপুর-দেশ চল হৃষীকেশ বিলম্ব নাহিক সয়।।” এ বোল শুনিয়া শ্রবণ পূরিয়া কৃষ্ণ বলরাম দুই। ‘ভাল, ভাল’-বলি তুরিত গমন মধুর মধুর কই।। “মোর সখাগণ তুষি তার মন তবে সে চড়িব রথে।” সবারে লইয়া আনল যতনে কহিতে লাগিল তাথে।। “অনেক খেলিল শ্রীদাম সুদাম সুবল সবার সনে। কিছু না […]
keyboard_arrow_right