• এইত মাধবী-তলে আমার লাগিয়া পিয়া
    এইত মাধবী-তলে আমার লাগিয়া পিয়া যোগী যেন সদাই ধেয়ায়।। সো পিয়া বিন হিয়া ফাটিয়া না যায় গো নিলজ পরাণ নাহি যায়।। সখি হে বড় দুখ রহল মরমে। আমারে ছড়িয়া পিয়া মথুরা রহল গিয়া এই বিধি লিখিল করমে।। আমারে লইয়া সঙ্গে কেলি-কৌতুক-রঙ্গে ফুল তুলি বিহরই বনে। নব কিশলয় তুলি শেওজ বিছায়ই রস-পরিপাটীর কারণে।। আমারে লইয়া কোরে […] keyboard_arrow_right
  • এতহুঁ বচন শুনি গদ গদ মাধব
    এতহুঁ বচন শুনি গদ গদ মাধব চলইতে মন আগুসার। রাই বিপাক শুনি অতিশয় কাতর নয়নে গলয়ে জল-ধার।। সহচরি-করে ধরি শ্যাম। তুহুঁ মোর প্রেয়সি মরম ভালে জানসি বিধির অধিক ভেল কাম।।ধ্রু।। মধুপুর তেজি হাম তুরিতহিঁ যায়ব ইথে তুহুঁ না বাসবি আন। ব্রজ-পুর-দুখ শুনি সুখ সব নিরসল কে জানে কেমন করে প্রাণ।। পুনহি কহত দুতি ধনি বড় […] keyboard_arrow_right
  • ওপারে বঁধুর ঘর বৈসে গুণনিধি
    ওপারে বঁধুর ঘর বৈসে গুণনিধি। পাখী হঞা উড়ি যাও পাখা না দেয় বিধি।। যমুনাতে দিব ঝাঁপ না জানি সাঁতার। কলসে কলসে সিঁচ না ঘুচে পাথার।। মথুরার নাম শুনি প্রাণ কেমন করে। সাধ লাগে বড়াই গো কানু দেখিবারে।। আর কি গোকুলচাঁদ না করিব কোলে। হাতের পরশমণি হারাইনু হেলে।। আগুনেতে দিই ঝাঁপ আগুন নিভায়। পাষাণেতে দিই কোল […] keyboard_arrow_right
  • ওহে আমরা এসেছি না জানিয়ে
    ওহে আমরা এসেছি না জানিয়ে। কথায় বুঝিলাম মোরা তরণী করিয়া ভারা আইলা নবীন নেয়া হোয়ে।। কড়ি দিয়া পার হব ভাঙ্গা নায়ে না চড়িব নৌতুন আনগা গড়াইয়া। তরণী নৌতুন নয় নানা ছলে কথা কয় হাসি হাসি মুখানি ঝাঁপিয়া।। কালিন্দীর কাল জল মুখ পদ্ম শত দল মেঘের আড়েতে যেন শশী। হাসিতে বিজুরী খেলে বচন কহিবার কালে অমিয়া […] keyboard_arrow_right
  • ওহে কানাই তিলেক নাহিক তোমার লাজ
    ওহে কানাই তিলেক নাহিক তোমার লাজ। বিষয় কে দিল পথে ঠেকেছ রাধার হাতে অলপে সে না আসিবে কাজ।। দ্বিভুজে মুরলী ধর বাঁশীতে সন্ধান পূর বুকে হান মনমথ বাণ। রমণী মণ্ডলী করি আভরণ লব কাড়ি ভাল মতে সাধাইব দান।। কুবোল বলহ যদি মাথায় ঢালিব দধি বসিতে না দিব তরুতলে। কাড়ি লব পীতধড়া আউলায়ে ফেলিব চূড়া বাঁশীটি […] keyboard_arrow_right
  • করতলে বদন-চাঁদ রহু থীর
    করতলে বদন-চাঁদ রহু থীর। অহনিশি লোচনে ঝরতহি নীর।। বিগলিত নিন্দ বহ ঘন শ্বাস। দিনে দিনে খিন তনু জীবন নৈরাশ। এ হরি অবহুঁ অবধি বহি যাই। বিঘটনে শপতি মরতি জনি রাই।। কমলিনি-কিশলয় শেজ বিছাই। সহচরি মেলি শুতায়লি তাই।। শতগুণ মদন-দহন তহিঁ ভেল। সো তনু-পরশে ভসম ভই গেল।। চন্দন পরশে চমকি ধনি উঠই । হিমকর-কিরণে মুরছি মহি […] keyboard_arrow_right
  • করে তুলি ফেলি বারি ডুবিল ডুবিল তরী
    করে তুলি ফেলি বারি ডুবিল ডুবিল তরী কেরোয়াল খসি পৈল জলে। পবনে পাতিল ঝড় তরঙ্গ হইল বড় বুঝি আজ কি আছে কপালে। এ কূল এ কূল ভুল দুই কুল নিরাকুল তরঙ্গে তরণী স্থির নয়। কি আর করিব বল উথলে যমুনা জল কাণ্ডার করেতে নাহি রয়।। এতদিন নাহি জানি লোকমুখে নাহি শুনি যুবতিযৌবন এত ভারি। নিজ […] keyboard_arrow_right
  • কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা
    কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা ভেটিবারে নীলাচল-রায়। যতেক ভকতগণ হৈয়া সকরুণ মন পদ-চিহ্ন-অনুসারে ধায়।। নিতাই বিরহ-অনলে ভেল ধন্দ। সে আঠারনালা হৈতে কান্দিতে কান্দিতে পথে যায় নিতাই অবধৌত চন্দ।। সিংহ দুয়ারে গিয়া মরমে বেদনা পাইয়া দাঁড়াইল নিত্যানন্দ রায়। হরে কৃষ্ণ হরি বলে দেখিয়াছ সন্ন্যাসিরে নীলাচল বাসীরে সোধায়।। জাম্বুনদ-হেম জিনি গৌর বরণ-খানি অরুণ বসন শোভে […] keyboard_arrow_right
  • কাল কুসুম করে পরশ না করি ডরে
    কাল কুসুম করে পরশ না করি ডরে এ বড় মনের মনোব্যাথা। যেখানে সেখানে যাই সকল লোকের ঠাঁই কানাকানি শুনি এই কথা।। (সই) লোকে বলে কালা পরিবাদ। কালার ভরমে হাম জলদে না হেরি গো তেজিয়াছি কাজরের সাধ।। যমুনা সিনানে যাই আঁখি মেলি নাহি চাই তরুয়া কদম্ব তলা পানে। যথা তথা বসে থাকি বাঁশীটি শুনিয়ে যদি দুটি […] keyboard_arrow_right
  • কাহে কমলমুখী ঝামরি ভেলি
    কাহে কমলমুখী ঝামরি ভেলি। পালটি আওলি যমুনা নাহি গেলি।। পুরুখ কহল ধনী থোর। রোধল কণ্ঠ থকিত রহু বোল।। আজু সতি মাধব শুভদিন তোরি। হেরলু তোহে অনুরাগিণি গোরি।। পুন পুন পুছই কাহে তুহুঁ ভোরি। কোন পুরুখ রহু পন্থ আগোরি।। সো নাহি শকতি কহত পুন বাত। মরকত রতন দেখায়লি হাত।। গোপতহুঁ অম্বরে মেটই লোর। তবহুঁ ঢরকি পড়ু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ