• কেনে গেলাম জল ভরিবারে
    কেনে গেলাম জল ভরিবারে। যাইতে যমুনার ঘাটে সেখানে ভুলিলুঁ বাটে তিমিরে গরাসিল মোরে।।ধ্রু।। রসে তনু ঢর ঢর তাহে নব কৈশোর আর তাহে নটবর বেশ। চূড়ায় টালনি বামে মউর চন্দ্রিকা ঠামে ললিত লাবণ্য রূপশেষ।। ললাটে চন্দনপাঁতি নবগোরোচনা কাঁতি তার মাঝে পূণিমক চাঁদ। অলকাবলিত মুখ ত্রিভঙ্গভঙ্গিমা রূপ কামিনী জনের মনফান্দ।। লোকে তারে কাল কয় সহজে সে কাল […] keyboard_arrow_right
  • গোপাল যাবে কিনা যাবে আজি গোঠে
    গোপাল যাবে কিনা যাবে আজি গোঠে। এক বোল বলিলে আমরা চলিয়া যাই গোধন চলিয়া গেল মাঠে।। উছড় দেখিয়া বেলা ডাকিতে আইনু মোরা যতেক গোকুলের রাখয়াল। একেলা মন্দির মাঝে আছ তুমি কোন কাজে এ তোমার কোন্ ঠাকুরাল।। যদিবা এড়িয়া যাই মনে বড় বেথা পাই যাইব কেমতে প্রাণ ধরি। না জানি কি গুণ জান সদাই অন্তরে টান […] keyboard_arrow_right
  • গোপী-গণের দুঃখ মরমে জানিয়া
    গোপী-গণের দুঃখ মরমে জানিয়া শ্যাম সে আইল ত্বরা। মৃত-দেহে যেন জীবন পাইল তেমতি মানয়ে তারা।। সভাই আনন্দে ভাসি। চকোর যেমন বিধু-বরে মিলে তেমতি মিলিল আসি।।ধ্রু।। অম্বুজ জিনিয়া শ্যাম-মুখ খানি সভাই দেখিয়া ভোরা। আনন্দ-সাগরে সাঁতার না জানে দু-নয়নে প্রেম-ধারা।। বন-মালা গলে কিবা সে সাজিছে পীত পিন্ধন তায়। মন্মথের মন মথন করিছে নিমানন্দ দাসে গায়।। keyboard_arrow_right
  • গোপের রমণী গোবিন্দ পাইয়া
    গোপের রমণী গোবিন্দ পাইয়া আনন্দ হইল তায়। কেহ আসি ধরে শ্রীবাহু-যুগলে কেহ আসি ধরে পায়।। বড়ই আনন্দ মনে। কেহ ত বসন তুরিতে ধরল কেহ চাহে মুখ পানে।।ধ্রু।। শ্রীচরণ কেহ পয়োধরে রাখি অনিমিখে মুখ হেরে। তাম্বুল চর্ব্বিত কেহ সে খাইল আলিঙ্গন কেহ করে।। গোপী-গণ সব প্রেমেতে ভাসল পুলকে পূরিত হৈল। নিমানন্দ দাসে সে শ্যাম পাইল বিরহ […] keyboard_arrow_right
  • গোরা নাচে নব রঙ্গিয়া
    গোরা নাচে নব রঙ্গিয়া। হেম কিরণিয়া বরণ খানি গো প্রেম পড়িছে চুয়াইয়া।। গুণ শুনিয়া মন মানিয়া দেখিয়া নাটের ছটা। রূপ দেখিবারে হুড় পড়িয়াছে নদীয়া-নাগরীর ঘটা।। গৌর বরণ সরুয়া বসন সরুয়া কাঁকালি বেড়া। গৌরাঙ্গ নাচিছে দুই দিগে দুলিছে রঙ্গিয়া পাটের ডোরা।। keyboard_arrow_right
  • চলত রাম সুন্দর শ্যাম
    চলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম পাঁচনি কাচনি বেত্র বেণু মুরলি খুরলি গান রি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপনতনয়াতীরে কেলি ধবলি শাঙলি আওরি আওরি ফুকরি চলত কান রি।। বয়েস কিশোর মোহন ভাঁতি যৈছন ইন্দু জলদ-কাঁতি চারু-চন্দ্রিকা গুঞ্জাহার বদনে মদন-ভান রি। আগম নিগম বেদ সার লীলায় করত গোঠ-বিহার নসির মামুদ করত আশ চরণে শরণ […] keyboard_arrow_right
  • চলিতে না পারে যৌবন ভারে
    চলিতে না পারে যৌবন ভারে। ধাধসে ধরলি সখীর করে।। নবীনা কামিনী কনকলতা। এ তিন ভূবনে তুলনা কোথা।। সত্বরে সরণি সাধলি রাই। নিভৃত নিকুঞ্জে পশিলি যাই।। কনকচাঁপার কুঞ্জের মাঝ। বৃন্দা করল বিছানা সাজ।। বিনোদ বিছানা বিনোদ বন। দেখিতে শীতল হইল মন।। রাধিকা রমণী ফুলের মূলে। বিশাখা গাঁথিয়া দেওলি চুলে।। খলিত বসন পরিলা বালা। ললিতা দেয়লি গাঁথিয়া […] keyboard_arrow_right
  • চিকুর ফুরিছে বসন খসিছে
    চিকুর ফুরিছে বসন খসিছে পুলক যৌবনভার। বাম অঙ্গ আঁখি সঘনে নাচিছে নাচিছে হিয়ার হার।। সজনী মাধব মিলব মোয়। সব সুলক্ষণ পাইলুঁ এখন স্বরূপ কহিলুঁ তোয়।।ধ্রু।। দেখিলুঁ সপন চারু চন্দন- গিরির উপরে বসি। মালতীর মালা দধির যে ডালা মাধব মিলব আসি।। পরাত কালের কাক কলকলি আহার বাঁটিয়া খায়। বন্ধু আসিবার- নাম সুধাইতে উড়িয়া বৈসয়ে ঠায়।। হাতের […] keyboard_arrow_right
  • জয় জয় অদ্বৈত আচার্য্য দয়াময়
    জয় জয় অদ্বৈত আচার্য্য দয়াময়। যার হুহুঙ্কারে গৌর অবতার হয়।। প্রেমদাতা সীতানাথ করুণাসাগর। যার প্রেমরসে আইলা গৌরাঙ্গ নাগর।। যাহারে করুণা করি কৃপাদিঠে চায়। প্রেমাবেশে সে জন চৈতন্যগুণ গায়।। তাহার চরণে যেবা লইল শরণ। সে জন পাইলা গৌরপ্রেম মহাধন।। এমন দয়ার নিধি কেনে না ভজিলুঁ। লোচন বলে নিজ মাথে বজর পাড়িলুঁ।। keyboard_arrow_right
  • জয় জয় কলরব নদীয়া নগরে
    জয় জয় কলরব নদীয়া নগরে। জনম লভিলা গোরা শচীর উদরে।। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফল্গুনী। শুভক্ষণে জনমিলা গোরা দ্বিজমণি।। পূর্ণিমার চন্দ্র জিনি কিরণ প্রকাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ।। দ্বাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। যশোদা উদরে জন্ম বিদিত সংসার।। শচীর উদরে এবে জন্ম নদীয়াতে। কলিযুগের জীব সব নিস্তার করিতে।। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ