• কত নাস-বেশ করি পরায় পাটের শাড়ী
    কত নাস-বেশ করি পরায় পাটের শাড়ী সাধে সাধে সমুখে হাটায়। দেখিয়া হাটন মোর হইয়া আনন্দে ভোর দুই বাহু পসারিয়া ধায়।। সই তেঞি সে হিয়ার মাঝে জাগে। কত কুলবতী যারে হেরিয়া ঝুরিয়া মরে সেহ যোড় হাথে মোর আগে।। অতিরসে গরগরি কাঁপে পহু থরথরি আরতি করিয়া কোলে করে। ঘন ঘন চুম্বনে নিবিড় আলিঙ্গনে ডুবাইল রসের সাগরে।। চন্দন […] keyboard_arrow_right
  • কলধৌত কলেবর গৌর তনু
    কলধৌত কলেবর গৌর তনু। তছু সঙ্গ ও রঙ্গ নিতাই জনু।। কোটি কাম জিনে কিয়ে অঙ্গছটা। অবধৌত নিরাজিত চন্দ্রঘটা।। শচীনন্দন কণ্ঠে সুরঙ্গমালা। তাহে রোহিণীনন্দন দীগ আলা।। গজরাজ জিনি দোন ভাই চলে। মকরাকৃতিকুণ্ডল কর্ণে দোলে।। মুনি ধ্যান ভুলে সতীধর্ম টলে। জ্ঞানদাস আশ তছু পাদতলে।। keyboard_arrow_right
  • কাঁদে সব ভক্তগণ হইয়া অচেতন
    কাঁদে সব ভক্তগণ হইয়া অচেতন হরি হরি বলি উচ্চৈঃস্বরে। কিবা মোর ধন জন কিবা মোর জীবন প্রভু ছাড়ি গেলা সবাকারে।। মাথায় দিয়া হাত বুকে মারে নির্ঘাত হরি হরি প্রভু বিশ্বম্ভর। সন্ন্যাস করিতে গেলা আমা সবে না বলিলা কাঁদে ভক্ত ধূলায় ধূসর।। প্রভুর অঙ্গনে পড়ি কাঁদে মুকুন্দ মুরারি শ্রীধর গদাধর গঙ্গাদাস। শ্রীবাসের গণ যত তারা কাঁদে […] keyboard_arrow_right
  • কাননে কাতর কুলবতী রাই
    কাননে কাতর কুলবতী রাই। চকিত নয়নে ঘন দশদিশ চাই।। কোকিল কলরবে বিকল পরাণ। গুণি গুণি ভামিনি ভেলি নিদান।। উশসি উশসি খসি খসি পড়ু লোর। গদগদ কণ্ঠশবদ ঘনঘোর।। ঐছনে আয়লি তপনক গেহ।। পূজা-উপহার তহিঁ রাখলি কেহ।। তহিঁ পরণাম করি বৈঠলি ধন্দ। সখিগণ কৌতুক করু নানাছন্দ।। উতপত তেজত দীঘলি শাস। খেণে রোদন করু খেণে করু হাসে।। কহঁ […] keyboard_arrow_right
  • কি লাগিয়া দণ্ড ধরে অরুণ বসন পরে
    কি লাগিয়া দণ্ড ধরে অরুণ বসন পরে কি লাগিয়া মুড়াইল কেশ। কি লাগিয়া মুখচাঁদে রাধা রাধা বলি কাঁদে কি লাগি ছাড়িল নিজ দেশ।। শ্রীবাসের উচ্চ রায় পাষাণ মিলঞা যায় গদাধর না জীবে পরাণে। বহিছে তপত ধারা যেন মন্দাকিনী পারা মুকুন্দের ও দুই নয়ানে।। সকল মোহান্ত ঘরে বিধাতা বুঝাঞা ফিরে তবু স্থির নাহি হয় কেহ। জ্বলন্ত […] keyboard_arrow_right
  • কীরক মুখে শুনি জরতি-আগমন
    কীরক মুখে শুনি জরতি-আগমন চলু সভে রবিক মন্দিরে। গন্ধ মাল্যবর ষোড়শ উপচার আর কত কত উপহারে।। দেখ বিপ্র-বেশধর শ্যাম। জরতিক আগে যাই কহই শুন। বিশ্বশর্ম্ম মঝু নাম।। সো শ্যাম বচন মুরতি হেরি তৈখন পরণাম করি কহে সোয়। ধৈরজ-প্রকৃতি দেখি চিতে লাগল অতয়ে বরণ কৈলুঁ তোয়।। নিতি নিতি আসি পূজায়বি সুরদেব দেয়বি শুভ-বর জোই। গোধন রতন […] keyboard_arrow_right
  • কীরক মুখে শুনি জরতি আগমন
    কীরক মুখে শুনি জরতি আগমন চলু সভে রাধিকা মন্দিরে। গন্ধ মাল্যবর ষোড়শ উপচার আর কত কত উপহারে।। দেখ বিপ্রবেশধর শ্যাম। জরতিক আগে যাই কহই শুন বিশ্বশর্ম্মা মঝু নাম।। সো শ্যাম বচন মুরতি হেরি তৈখন পরণাম করি কহে সোয়। ধৈরজ প্রকৃতি দেখি চিতে লাগল অতয়ে বরণ কৈলুঁ তোয়।। নিতি নিতি আসি পূজায়বি সুরদেব দেয়বি শুভবর জোই। […] keyboard_arrow_right
  • কীর্ত্তন মাঝে কীর্ত্তন নটরাজ
    কীর্ত্তন মাঝে কীর্ত্তন নটরাজ। কীর্ত্তন কৌতুক সব নাগরালি সাজ।। গলায় দোলয়ে মালা মধুকর গান। কপালে চন্দনচাঁদ ভুরু ফুলবাণ।। দেখ ভাই অতি অপরূপ। এই বিশ্বম্ভর নাচে কৃষ্ণের স্বরূপ।।ধ্রু।। অন্তরে পরম রস কৃষ্ণ সে আপনা। বাহিরে রাধার রূপ নিরুপম সোনা।। প্রকৃতি পুরুষ সুখ রসে রসে এক। প্রেমঅবতার এই দেখ পরতেক।। প্রেম লখিমিনী কোলে কৈল গদাধর। প্রেমানন্দে নিত্যানন্দ […] keyboard_arrow_right
  • কুসুমিত কুঞ্জ কলপতরু কানন
    কুসুমিত কুঞ্জ কলপতরু কানন মণিময় মণ্ডপ মাঝ। আইলা কলাবতি সবজন সঙ্গতি করে লই পূজনসাজ।। কুঙ্কুম চন্দন কেশর অনুপম চম্পকমালতিমাল। বহুবিধ বনফুল নীর সুশীতল বহু উপহার রসাল।। ভানুভবনে ধরি রাখল সারি সারি দধি-ঘৃত রতন প্রদীপ। সহচরি মেলি কেলি কলাবতি বৈঠলি দেব-সমীপ।। নিজ রসে ভাসি হাসি ধনি বোলই শুনহ কাননদেবি। দেবপূজন বিধি যেজন জানয়ে তাহিক আনহ সেবি।। […] keyboard_arrow_right
  • গোঠে আমি যাব মা গো গোঠে আমি যাব
    গোঠে আমি যাব মা গো গোঠে আমি যাব। শ্রীদাম সুদাম সঙ্গে বাছুরি চরাব।। চূড়া বান্ধি দে গো মা মুরলী দে মোর হাতে। আমার লাগিয়া শ্রীদাম দাঁড়াইয়া রাজপথে।। পীতধড়া দে গো মা গলায় দেহ মালা। মনে পড়ি গেল মোর কদম্বের তলা।। শুনিয়া গোপালের কথা মাতা যশোমতী। সাজায় বিবিধ বেশে মনের আরতি।। অঙ্গে বিভূষিত কৈল রতন-ভূষণ। কটিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ