• সোনাবন্ধু রে আমার প্রাণবন্ধু
    সোনাবন্ধু রে আমার প্রাণবন্ধু, আইস যাও তুমি, নিদ্রারে না দিও মন হে। ধু মন্দ মন্দ করি, উত্তর দক্ষিণে, বহএ শীতল বাও। বন্ধুআ বলিআ, হাত বাড়াইলুম্‌, প্রেম রসে বাঝি গেল গাও।। প্রেমের সাগরে, হিল্লোল উঠিল, কাম্পএ মুই নারীর হিয়া। অধরে অধরে যুগল দিআ রে নিবাও প্রেমরস দিআ।। হেন সাধলয়, মুই নারীর হৃদেত, তোমারে রাখিতুম ভরি আ। […] keyboard_arrow_right
  • স্বপনে কালিয়া নয়নে কালিয়া
    স্বপনে কালিয়া নয়নে কালিয়া চেতনে কালিয়া মোর। শুইতে কালিয়া বসিতে কালিয়া কালিয়া কলঙ্ক কোর।। ভোজনে কালিয়া গমনে কালিয়া কালিয়া কালিয়া বলি। কালা হাই বাসে(?) কালিয়া মূরতি ভূষণ করিয়া পরি।। গগনে চাহিতে কালিয়া বরণ দেখিয়ে মেঘের রূপ। তরে সে জুড়ায়ে এ পাপ পরাণ উঠয়ে রসের কূপ।। নীলঘন শ্যাম যে দেখি সম্মুখে তাহাই দেখিয়া রই। * * […] keyboard_arrow_right
  • হায় রে দারুণ বিধি
    হায় রে দারুণ বিধি। ছাড়াইলে গুণনিধি।। যে এত দিল তাপ। তারে ধরু বহু পাপ।। এত কি সহিতে পারি। বিরহে এ তনু মরি।। তিলেক দিবার সাধ। এ সুখে দিলে কি বাদ।। কবে পাব তার মেলি। পুন সে করব রস কেলি।। আর কি হেরব মুখচন্দ্র। ভাঙ্গব সকল দ্বন্দ্ব।। পুন হরি মিলব মোর। পিয়ারে করব নিজ কোড়।। পুন […] keyboard_arrow_right
  • হায় রে দারুণ বিধি
    হায় রে দারুণ বিধি। ছাড়াইলে গুণনিধি।। যে এত দিল তাপ। তারে ধরু বহু পাপ।। এত কি সহিতে পারি। বিরহে এ তনু মরি।। তিলেক দিবার সাধ। এ সুখে দিলে কি বাদ।। কবে পাপ তার মেলি। পুন সে কবর রস-কেলি।। আর কি হেরব মুখচন্দ্র। ভাঙ্গব সকল দন্দ।। পুন হরি মিলব মোর। পিয়ারে করব নিজ কোড়।। পুন কি […] keyboard_arrow_right
  • হাসিয়া নাগর চতুর শেখর
    হাসিয়া নাগর চতুর শেখর যতনে আনল তরি। চাপায়ে রাধারে সবারে সুধায় খেয়া দেয়া আছে ভারি।। একে একে করি সবে পার করি আমার এ না’ টি ভাঙ্গা। পাছে দরিয়াতে ডুবহ বেকতে মোটা আছে কার গা।। ক্ষীণ যার গায় চড়সিয়া নায় সবারে করিব পার। মোর কাছে থোহ বচন শুনহ যত আভরণ ভার।। রাধা বলে ভালু দানের বিচার […] keyboard_arrow_right
  • হাসিয়া নাগর চতুর-শেখর
    হাসিয়া নাগর চতুর-শেখর যতনে আনল তরি। চাপায়ে রাধারে সবারে সুধায়- “খেয়া দেয়া আছে ভারি।। একে একে করি সবে পার করি আমার এ না’টি ভাঙ্গা। পাছে দরিয়াতে ডুবহ বেকতে মোটা আছে কার গা।। ক্ষীণ যার গায় চড়’সিয়া নায় সবারে করিব পার। মোর কাছে থোহ বচন শুনহ যত আভরণ ভার।।” রাধা বলে- “ভাল দানের বিচার বিষম দানীর […] keyboard_arrow_right
  • হেথা কানু যত পার করি গোপী
    হেথা কানু যত পার করি গোপী গোঠেতে পড়িল মন। কেমনে তা সবা কিরূপ কহিব চলিতে বচন কন।। চতুর মুরারি মনেতে ভাবিলা ইহার উপায় এই। করিল সৃজন কমল লোচন চোরা বলি দুটি গাই।। সেই গাই সনে চলিলা সঘনে কানাই চতুরমণি। গাভীর পুচ্ছেতে বাম কর দিয়া। করিলা একটি ধ্বনি।। হৈ হৈ রব শুনি ব্রজ শিশু তুরিতে আইলা […] keyboard_arrow_right
  • হেথা কানু যত পার করি গোপী
    হেথা কানু যত পার করি গোপী গোঠেতে পড়িল মন। “কেমনে তা সবা কিরূপ কহিব” চলিতে বচন কন।। চতুর মুরারি মনেতে ভাবিলা ইহার উপায় এই । করিল সৃজন কমল-লোচন চোরা বলি দুটি গাই।। সেই গাই সনে চলিলা সঘনে কানাই চতুর-মণি। গাভীর পুচ্ছেতে বাস কর দিয়া করিলা একটি ধ্বনি।। হৈ হৈ রব শুনি ব্রজশিশু তুরিতে আইলা ধেয়ে। […] keyboard_arrow_right
  • হেনক সময় অক্রূর দেখল
    হেনক সময় অক্রূর দেখল আয়ল অক্রূর পতি। চরণ-কমলে পড়ল তৈখনে করেন আরতি-রীতি।। কৃষ্ণ বলরাম ধরি দুই জন করিল তাহরে কোড়। আলিঙ্গন দিয়া বচন মধুর সুখের নাহিক ওর।। “কহ কহ দেখি কিসের কারণে আইলে গোকুল-পুরে।” “তোমা লইবারে আমার গমন শুনহ বচন ধীরে।। ‘বলরাম আর দেব দামোদর’ কহিল নৃপতি মোরে। ধনুর্ম্ময় যজ্ঞ করে নরপতি আয়ল গোকুল-পুরে।। ‘কৃষ্ণ […] keyboard_arrow_right
  • হেনক সময় অক্রূর দেখল
    হেনক সময় অক্রূর দেখল আয়ল অক্রূরপতি। চরণ-কমলে পড়ল তৈখনে করেন আরতি রীতি।। কৃষ্ণ বলরাম ধরি দুই জন করিল তাহারে কোড়। আলিঙ্গন দিয়া বচন মধুর সুখের নাহিক ওর।। কহ কহ দেখি কিসের কারণে আইলে গোকুল পুরে। তোমা লইবারে আমার গমন শুনহ বচন ধীরে।। বলরাম আর দেব দামোদর কহিল নৃপতি মোরে। ধনুর্ম্ময় যজ্ঞ করে নরপতি আয়ল গোকুল […] keyboard_arrow_right
  • 1
  • 10
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ