• এ কথা সুনিঞা সুক-সনাতন
    এ কথা সুনিঞা সুক-সনাতন জত দেবগণ তারা।— “গোলক-সম্পদ মুখে করি লয়া তিলেকে করিলে হারা।। কোথা না পাইব সে হেন সম্বদ,” বেথিত দেবতা জত। ফলের লাগিয়া বিরষ বদন নয়ন ঝুরিলা কত।। “কহ সুক পাখি কি কাজ করিলা সে ফল পেলিলে কতি। অনেক রতন খুজিলে পাইয়ে তাহে নহে কোন গতি।।” সুক কহে তাথে– “আমি কি করিব উড়িয়া […] keyboard_arrow_right
  • এ কথা কহিতে সব সখিগণ
    এ কথা কহিতে সব সখিগণ কহিছে রাধার কাছে। স্বপন আপন না হয় কখন শয়ে এক সাঁচা আছে।। হেন বেলে মোর নিঁদ দূরে গেল হিয়ায়ে হইল দুখ। সেই সত্য মোর কিছু নাহি ভায়ে অঙ্গেতে নাহিক সুখ।। কোন সখী বলে অনুভবে দেখি ঐছন করিয়া হিয়া। কি জানি স্বপন কি না হয় পুন গণাহ গণক লয়া।। ভাল না […] keyboard_arrow_right
  • এ কথা কহিবে সই এ কথা কহিবে
    এ কথা কহিবে সই এ কথা কহিবে। অবলা এতেক তপ করিয়াছে কবে।। পুরুষ পরশ হৈয়া নন্দের কুমার। কি ধন লাগিয়া ধরে চরণে আমার।। কাহারে কহিব সখি মরমের কথা। নাগর পরায়ে মোর চরণে আলতা।। আপন চূড়ার বেশ বনায় আমারে। রমণী হইয়া যেন রহে মোর কোরে।। কহিতে সরম সই কহিতে সরম। আমারে আচরে সই পুরুষ ধরম।। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • এ কথা জননী কিছুই না জানে
    এ কথা জননী কিছুই না জানে সঙ্গের সঙ্গতি গুণে। গোপত আখ্যান ইহা কে জানিব কেহ সে নাহিক জানে।। মূর্চ্ছিত কেশরী আপনা পাসরি পড়ল ধরণী মাঝে। যেমন সোণার প্রতিমা পড়ল অবনী মণ্ডল মাঝে।। কাঞ্চন বরণী সুবল মোহিনী দামিনী চমকে যেন। অগেয়ান হৈয়া সুধী নাহি রহে পড়ল কিশোরী তেন।। বিস্মিত হইলা ললিতা সুন্দরী অনঙ্গ মঞ্জরী কহে। ”আচম্বিতে […] keyboard_arrow_right
  • এ কথা পরোক্ষে যখন শুনল
    এ কথা পরোক্ষে যখন শুনল শ্রবণে পশিল আসি। নন্দের নন্দন পাইল বেদন শ্রীবুকে ঠেকিল বাঁশী।। চাঁদ-মুখ মহী- তলে নিরখিয়া ভাবিতে লাগিল মনে। কেমনে কহিব নন্দের বিদায় চাহি হলধর পানে।। অনেক করিল বিলাস বৈভব ধন্য সে যশোদা মাই। যার এক কলা গৃহের কথন খুজিয়া পাইতে নাই।। কত কত আছে এ মহীমণ্ডলে আছে অনেকের মাতা। এমন না […] keyboard_arrow_right
  • এ কথা পরোক্ষে যখন শুনল
    এ কথা পরোক্ষে যখন শুনল শ্রবণে পশিল আসি। নন্দের নন্দন পাইল বেদন শ্রীবুকে ঠেকিল বাঁশী।। চাঁদ-মুখ মহী- তলে নিরখিয়া ভাবিতে লাগিল মনে। ‘কেমনে কহিব নন্দের বিদায়’– চাহি হলধর পানে।। “অনেক করিল বিলাস বৈভব ধন্য সে যশোদা মাই। যার এক কলা গৃহের কথন খুঁজিয়া পাইতে নাই।। কত কত আছে এ মহীমণ্ডলে আছে অনেকের মাতা। এমন না […] keyboard_arrow_right
  • এ কথা যখন শুনিল যশোদা
    এ কথা যখন শুনিল যশোদা কহিতে লাগল তায়। কি বোল কি বোল আর আর বল ঘন ঘন পুছে তায়।। কাঁদি কহে নন্দ ঘুচিল আনন্দ অক্রূর আইল নিতে। কৃষ্ণ বলরাম লইতে দুজন এই সে কংসের চিতে।। এ কথা শুনিয়া নন্দ পানে চেয়ে পড়িল ধরণীতলে। কি হল কি হল গোকুল নগরে কাঁদিয়া কাঁদিয়া বলে।। যেমন কুলিশ ভাঙ্গিয়া […] keyboard_arrow_right
  • এ কথা শুনল শ্রবণ ভরিয়া
    এ কথা শুনল শ্রবণ ভরিয়া কৃষ্ণ না আইলা আর। মধুপুরে রহে সব জন কহে রহিলা যমুনা পার।। বরজ-রমণী কুলের কামিনী সবে গেলা রাধা পাশে। নন্দ ঘোষ আসি পুরেতে প্রবেশি গোবিন্দ মাথুর দেশে।। এ কথা শুনিয়া সবে এল ধেয়ে এ কি পরমাদ শুনি। ছাড়িল গোকুল রহে বহু দূর স্বপনে নাহিক জানি।। আছিল মনেতে আসিব গোকুলে তা […] keyboard_arrow_right
  • এ কথা শুনল শ্রবণ ভরিয়া
    এ কথা শুনল শ্রবণ ভরিয়া কৃষ্ণ না আইল আর। মধুপুরে রহে সব জন কহে রহিলা যমুনা পার।। বরজ-রমণী কুলের কামিনী সবে গেলা রাধা পাশে। “নন্দঘোষ আসি পুরেতে প্রবেশি, গোবিন্দ মাথুর দেশে।।” এ কথা শুনিয়া সবে এল ধেয়া– “এ কি পরমাদ শুনি। ছাড়িল গোকুল রহে বহুদূর স্বপনে নাহিক জানি।। আছিল মনেতে আসিব গোকুলে তা মেনে নৈরাশ […] keyboard_arrow_right
  • এ কথা শুনিআ বিরিঞ্চির দেবা
    এ কথা শুনিআ বিরিঞ্চির দেবা কহিতে লাগিল তাএ।– “পুরুব কাহিনী অবতার ভেদ সেই হল অভিপ্রায়ে।। তিন বর্ণ ভেদ সেই সে আমার দ্বাপরে লিখিল জেহ। তার শেষ ভেল জানহ সকল আসিআ মিলল এহ।। সত্য ত্রেতা পরে দ্বাপর ভিতরে কৃষ্ণ অবতার গণি। চতুর্ভুজ জম্ম লখিব জননি দ্বিভুজ হইব পুনি।। সেই সে লিখিল পুরাণ-কথন দশম-আখ্যান রাতে। দ্বিভুক্ত, মুরুলি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ