এত শুনি ধনি রাজার নন্দি[নী] সজল নয়নে চায়। “এত কি নিদান নন্দের নন্দন মথুরাতে মন ভায়।। পাইঞা মথুরা নাগরী জতেক তাসনে রসের লেহা। বরজ-রমণি তেজল সঘনে তেজল গকুল-গেহা।। শুনিঞা শ্রবণে লোকের বদনে সেখানে কুবুজা সনে। আনন্দ লহরি বঞ্চিয়ে রজনি সে নব নাগর কানে।। তারে ভালে জানি হৃদয়ে হৃদয়ে করিল অনেক লেহা। তাহার সঙ্গেতে প্রেম বাঢ়াইয়া […]
keyboard_arrow_right