• এত শুনি ধনি রাজার নন্দি[নী]
    এত শুনি ধনি রাজার নন্দি[নী] সজল নয়নে চায়। “এত কি নিদান নন্দের নন্দন মথুরাতে মন ভায়।। পাইঞা মথুরা নাগরী জতেক তাসনে রসের লেহা। বরজ-রমণি তেজল সঘনে তেজল গকুল-গেহা।। শুনিঞা শ্রবণে লোকের বদনে সেখানে কুবুজা সনে। আনন্দ লহরি বঞ্চিয়ে রজনি সে নব নাগর কানে।। তারে ভালে জানি হৃদয়ে হৃদয়ে করিল অনেক লেহা। তাহার সঙ্গেতে প্রেম বাঢ়াইয়া […] keyboard_arrow_right
  • এত সব রাইক কহলুঁ বিলাপ
    এত সব রাইক কহলুঁ বিলাপ। আর কত আছয়ে মানস তাপ।। জগতহিঁ কোঁ অছু সো করু গান। রসিক-শিরোমণি সব তুহুঁ জান।। ঝটিতে চলহ ব্রজ মধুপুর ছোড়ি। পরতেখ দেখবি যৈছন গোরি।। সখীগণ মরমে মরত সোই দুখে। কহবি এতেক সব মাধব সমুখে।। এত কহি আওল প্রিয় সখি ঠাম। উচ করি বোলল প্রাণনাথ-নাম।। তৈখনে পাওল রাই পরাণ। করু রাধামোহন-পহুঁ […] keyboard_arrow_right
  • এতএ কতএ অএল জতি
    এতএ কতএ অএল জতি গোরি অছ তপে। রাজরে কুমারি বেটি ডরব দেখি সাপে।। তোড়ব মোয়ঁ জটাজুট ফোড়ব বোকানে। হটল ন মান জতি হোএত অপমানে।। তীনি নঅন হর বীসম জর দহনু । উমা মোরি ননুমি হেরহ জনূ।। ভনই বিদ্যাপতি সুন জগমাতা। ও নহি উমত ত্রিভুবন দাতা।। keyboard_arrow_right
  • এতক্ষণে রাই ঘুমাওল
    এতক্ষণে রাই ঘুমাওল দুই বাহু রাহু যেন চাঁদে গরাসল। কনক লতিকা যেন তমালে বেঢ়িল ।। চাঁদ বদন বদন চাঁদ ইন্দু বদন শশী। দুই চাঁদে এক যেন চাঁদে মিশামিশি।। শ্যাম-নাসা নিশ্বাসে রাইয়ের মোতি দোলে। জাহ্নবীর জলে যেন কনক মালা খেলে।। দুরহু দূরে গেও যত সখিগণ । নরোত্তম দাস কহে শয়ন-মিলন।। keyboard_arrow_right
  • এতদিনে বুঝলুঁ তুয়া হৃদয় নিঠুর
    এতদিনে বুঝলুঁ তুয়া হৃদয় নিঠুর। রাই উপেখি আয়লি এত দূর।। অব তুহুঁ একলি রহসি বন মাঝ। তোহে নাহি সম্ভবে এমন অকাজ।। সময় উচিত করিয়ে যদি মান। আঁচরে ঝাঁপিয়ে আপন বয়ান।। একক্ষণ শুতিয়ে চিত সমাধি। সাধিয়ে বাদ তঁহি ঝাঁখয়ে উপাধি।। অনুগত তুয়া বিনু না বোলয়ে আন। করে ধরি বলে দূতী করহ পয়ান।। রতিপতি দাস করয়ে পরণাম। […] keyboard_arrow_right
  • এতদিনে রমণি রভস-রস জানল
    এতদিনে রমণি রভস-রস জানল উপজল নব অনুরাগ। প্রেমক অঙ্কুর তুহুঁ যদি ভাঙ্গবি লাগব তিরিবধ-ভাগ।। মাধব তুহুঁ বড় হৃদয় পাষাণ। নব নব লেহ ছোড়ি অব কৈছনে মধুপুর করবি পয়ান।। ঘরে ঘরে নগরে সবহুঁ জন ঘোষই তুহুঁ যাওবি দূরদেশ। শুনইতে সুন্দরি বিরহ-বেয়াকুল মরণ শরণ অবশেষ।। হা হরি করি করি বদন শুখাওল অবনি-পতন মুরছাই। দীনবন্ধু কহে তুরিতে চল […] keyboard_arrow_right
  • এতদিনে সদয় হইল মোরে বিধি
    এতদিনে সদয় হইল মোরে বিধি। আনি মিলায়ল গোরাগুণনিধি।। এতদিনে মিটল দারুণ দুখ। নয়ন সফল ভেল দেখি চাঁদমুখ।। চির উপবাসী ছিল লোচন মোর।। চাঁদ পাওল যেন তৃষিত চকোর।। বাসুদেব ঘোষে গায় গোরা পরবন্ধ। লোচন পাওল যেন জনমের অন্ধ।। keyboard_arrow_right
  • এতহি কহল যব কানু শুনই তব
    এতহি কহল যব কানু শুনই তব আয়ল দূতিক সাথ। যাঁহা ধনি বৈঠত দ্রুত চলি আওত করই কতহি প্রণিপাত।। বিমুখি-ভাব তব পরিহর সুমুখি গো বিনতি গদ-গদ নাথে। ইহ বেরি মোহে হেরি সব দোখ খেমহ হরি লাগি ধরি তুয়া হাথে।। তব ললিতা সা ত্বং ললিতায়া ইতি ব্রজ মহ কো নহি জান। আঁচর পাতি হম তুয় পাশে মাগিয়ে […] keyboard_arrow_right
  • এতহুঁ বচন শুনি গদ গদ মাধব
    এতহুঁ বচন শুনি গদ গদ মাধব চলইতে মন আগুসার। রাই বিপাক শুনি অতিশয় কাতর নয়নে গলয়ে জল-ধার।। সহচরি-করে ধরি শ্যাম। তুহুঁ মোর প্রেয়সি মরম ভালে জানসি বিধির অধিক ভেল কাম।।ধ্রু।। মধুপুর তেজি হাম তুরিতহিঁ যায়ব ইথে তুহুঁ না বাসবি আন। ব্রজ-পুর-দুখ শুনি সুখ সব নিরসল কে জানে কেমন করে প্রাণ।। পুনহি কহত দুতি ধনি বড় […] keyboard_arrow_right
  • এতহুঁ বিলাপ করল ললিতা সখি
    এতহুঁ বিলাপ করল ললিতা সখি ঊড়ি চলল বর হংস। কানুক পাশ চলল অনুমানিয়া তবহিঁ বহুত পরশংস।। আওল পুন যাহাঁ কিশলয় শেজহি শুতি আছয়ে ধনি রাই। চৌদিগে সহচরি-গণ তহিঁ বেড়িয়া রোয়ত আনন চাই।। হেরি ললিতা সবহুঁ পরবোধই কহতহিঁ মৃদু মৃদু ভাষ। এ দুখ কহিতে বর দূত পাঠায়লুঁ মধুপুর কানুক পাশ।। এত শুনি বিরহিণি চেতন পাওল হোয়ল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ