• চল দেখএ জাউ রিতু বসন্ত
    চল দেখএ জাউ রিতু বসন্ত। জহাঁ কুন্দ-কুসুম কেতকি হসন্ত।। জহাঁ চন্দা নিরমল ভমর কার। রয়নি উজাগর দিন অন্ধার।। মুগুধলি মানিনি করএ মান। পরিপন্তিহি পেখএ পঞ্চবান।। ভনই সরস কবি-কণ্ঠ-হার। মধুসূদন রাধা বন বিহার।। keyboard_arrow_right
  • চল দেখিগিয়া রূপ বন্ধু চল দেখিগিয়া
    চল দেখিগিয়া রূপ, বন্ধু চল দেখিগিয়া । কিরূপে ধরাইমু হিয়া শ্যামে না দেখিয়া।। ধু মালতীরমালা গলে শোভিআছে ভালা। মু’খানি পূর্ণিমাশশী বরণ চিকণ কালা।। সাক্ষীহৈও সাক্ষীহৈও এ পাড়াপড়শী। শাশুড়ী ননদীর বাদে হৈলাম দেশান্তরী।। কদম্বের ডালে বসি বাজাএ মুররি । আবরিছে কদম্বের পত্র সারি সারি।। মীর ফয়জুল্লা কহে মনেতে ভাবিয়া। দেখ দেখি শ্যাম রূপ জল ছলে গিয়া।। keyboard_arrow_right
  • চল বৃন্দাবনে ধনি চল বৃন্দাবনে
    চল বৃন্দাবনে ধনি চল বৃন্দাবনে। সে শ্যাম নাগর ছাড়ি রয়েছ কেমনে।। মন্দ মন্দ সুশীতল পবন না বহ। স্থকিত যমুনা দুখিতা মনে রহ।। না ফুটয়ে তরুলতা পীড়িত ভ্রমরি। পিকু সহ করি গান না নাচয়ে মউরি।। সব সুখের সুখ তুমি বুঝিলাম বিশেষ।। তোমা বিনে বৃন্দাবনে নাহি সুখের লেশ গোবিন্দদাস কহে কর অবধান। তুমি গেলে তোমার শ্যাম পাইবে […] keyboard_arrow_right
  • চল বৃন্দাবনে রাই চল বৃন্দাবনে
    চল বৃন্দাবনে রাই চল বৃন্দাবনে। নয়ান জুড়াবে রাই শ্যাম দরশনে।। শ্যাম-ভাবে বিনোদিনী গমন সুধীর। ভরমে ভরমে ঘরের হইলা বাহির।। পথে যাইতে বিনোদিনী অভরণ পরে। ললিতারে জিজ্ঞাসেন শ্যাম কত দূরে।। অঙ্গে অঙ্গ হেলি যায় বাহু পসারিয়া। চলিতে না পারে পথ পড়ে আউলাইয়া।। প্রবেশিলা বৃন্দাবনে রসের মঞ্জরী। জ্ঞানদাসে মাগে রাঙা চরণ মাধুরী।। keyboard_arrow_right
  • চল মোরা জল ভরিতে যাই প্রাণ সখি গো
    চল মোরা জল ভরিতে যাই প্রাণ সখি গো।। জলের ঘাটে নদীর তটে বাজায় বাঁশী প্রাণ কানাই।। যাইব যমুনার জলে প্রাণ বন্ধুরে দেখবো বলে গো। দেখে কালা কদম তলে জন্মের মত প্রাণ জুড়াই ।। ঐ শুন গো বাজায় বাঁশী মন প্রাণ করিয়ে উদাসী গো। আমি তার লাগি হইয়াছি দোষী গকুলে কলঙ্কি রাই।। রিয়াছত বলে চল সকালে […] keyboard_arrow_right
  • চল যাই আনন্দের বাজারে
    চল যাই আনন্দের বাজারে চিত্ত মন্দ, তম-অন্ধ নিরাঙ্গ রবে না রে। সুজনার সুজনাতে সহজ-প্রেম হয় সাধিতে, যাবি নিত্যধামেতে প্রেম-পদের বাসনা, প্রেমের গতি বিপরীতি সকলে জানে না। সে ত কৃষ্ণ প্রেমের বেচাকেনা–অন্য বেচাকেনা নাই রে। সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলেন ধারণ হইলেন গৌর বরণ রাধার প্রেম-সাধনা আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে, সে নেহাত […] keyboard_arrow_right
  • চল সখি হিঁডোরে ঝুলন যাই রে
    চল সখি হিঁডোরে ঝুলন যাই রে। সরস হিঁডোর মুঞি ঝুলন ঝুলাই রে।। আষাঢ় শ্রাবণ সুরঙ্গ শ্রীবন গগনে গরজে ঘোর। ভর সরোবর রহু তরু পর সঘন বোলত মৌর।। চৌওর ঝারি ঘটাওল মে মন সে আপন জোর। যাঁহা সেঁ কামিনী মন আনন্দিনী পিয়া দেয়ত ঝকোর।। কোই পান বিড়া কর পর লেই আদরে পিয়া কর দেত। কোই সচন্দন […] keyboard_arrow_right
  • চলরে মুমিন ভাই রূপ দেখি গিয়া
    চলরে মুমিন ভাই রূপ দেখি গিয়া। ধু এক হাতে বাজুবন্দ আর হাতে বাঁশি সোন্দর ফকিরে কহে হামো পরবাসী। keyboard_arrow_right
  • চলরে রাখাল ভাই
    চলরে রাখাল ভাই ! সাজিয়া চল রাজপুরে যাই। সাজ সাজ করিয়ারে, বাঁশীয়ে দিল শান। শুনিয়া অভুলা রাধার উড়িল পরাণ।। সাজনের ধন্যি, আমি কি কহিমু আর। পায়েতে নূপুর বাঝে গলে শোভে হার।। সাজনের ধন্যি বাঝে, রাখালের সঙ্গে। হাসিয়া ঢালিয়া পড়ে এ রাঙ্গা চরণে।। এক হাতে পানের বাটা আর হাতে ঝারি। বাসুকি যে ধরলা ছাত্তি হইয়া সারি […] keyboard_arrow_right
  • চলিলা রসিক-রাজ ধনী ভেটিবারে
    চলিলা রসিক-রাজ ধনী ভেটিবারে। অথির চরণ যুগ আরতি অপারে।। সঙরিতে প্রেম অবশ ভেল অঙ্গ। অন্তরে উথলল মদন তরঙ্গ।। শীতল নিকুঞ্জবনে সুতি আছে রাধে। ধনী মুখ নিরখিতে পহু ভেল সাধে।। অধর কপোল আঁখি ভুরুযুগ মাঝ। ঘন ঘন চুম্বই বিদগধ-রাজ।। অচেতনী রাই সচেতন ভেল। মদন জনিত তাপ সব দূরে গেল।। নরোত্তম দাস-পহু আনন্দে বিভোর। দুহু দুহু মিলনে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ