• ধনি অনুরাগিনী রহিতে না পারে
    ধনি অনুরাগিনী রহিতে না পারে। তুরিতে উঠিলা ধনি শ্যাম অভিসারে।। সখি সাথে চলে পথে বিনোদিনী রাধা। কানু অনুরাগে ধনি না মানয়ে বাধা।। হংস-গমনী ধনি আইলা কুঞ্জবনে। হরষিত হৈয়া রাই মিলল শ্যাম সনে।। আগুসরি যাই শ্যাম রাই কর ধরি। আহা মরি কত দুখ পেয়েছ কিশোরী।। করে ধরি রাই লইয়া বসাইল বামে। পীতবাসে মোছয়ে রাই মুখ ঘামে।। […] keyboard_arrow_right
  • ধনি ! মোর বোলে কর অবধান
    ধনি ! মোর বোলে কর অবধান । বুঝলু মনের সনে তুয়া বিনে ত্রিভুবনে জুড়াইতে নাহি মোর স্থান।। তোহারি সে নামগুণ জানি আমি পনপুন তুয়া রূপ সদাই ধেয়াই। প্রাণের অধিক তুমি তোমার অধীন আমি ইহাতে অন্যথা কিছু নাই।। চিরদিনে মুখ তোর নিরখিয়া চিত্ত মোর না জানি উপজে কত সুখ। পালটিতে নারি আঁখি যবে তোমা নাহি দেখি […] keyboard_arrow_right
  • ধনি ধনি রমনি জনম ধনি তোর
    ধনি ধনি রমনি জনম ধনি তোর। সব জন কানু কানু করি ঝূরএ সো তুআ ভাব-বিভোর।। চাতক চাহি তিয়াসল অম্বুদ চকোর চাহি রহু চন্দা। তরু লতিকা অবলম্বনকারি মঝু মন লাগল ধন্দা।। কেস পসারি জবহুঁ তুহুঁ আছলি উর পর অম্বর আধা। সোসব হেরি কানু ভেল আকুল কহ ধনি ইথে কি সমাধা।। হঁসইত কব তুহু দসন দেখাএলি করে […] keyboard_arrow_right
  • ধনি সিন্দুর-বিন্দু ললাট বনী
    ধনি সিন্দুর-বিন্দু ললাট বনী। অলকা ঝলকে তঁহি নীলমণী।। তহি শ্রীখণ্ড কুণ্ডল ভাঙু-পাতা। ভুরু-ভঙ্গিম চাপ ভুজঙ্গ-লতা।। নয়নাঞ্চল চঞ্চল খঞ্জরিটা। তহি কাজর শোভিত নীল-ছটা।। তিল-পুষ্প সমান নাসা ললিতা। কনকাতি ভাতি ঝলকে মুকুতা।। ধনি সুন্দর শারদ-ইন্দু-মুখী। মধুরাধর-পল্লব বিম্বুলখী।। গলে মোতিম-হার সুরঙ্গ মালা। কুচ-কাঞ্চন-শ্রীফল তাহে খেলা।। নব-যৌবন-ভার-ভরে গুরুয়া। তঁহি অঙ্গে সুলেপন গন্ধ চুয়া।। খিণ উদর পাশে শোভে ত্রিবলী। কটি […] keyboard_arrow_right
  • ধনি-কোরে বিনোদ নাগর ভুললা
    ধনি-কোরে বিনোদ নাগর ভুললা। রোয়ত নীর নয়ন ভরি গেলা।। কোরে আকুল ভৈ মূরছিত ভেল। সহচরিগণ কর বয়নহি দেল।। শাসহীন দেখি সবহু বিভোর।। রোয়ত সব ধনি হরি করি কোর।। এক সখি যুগতি করল অনুপাম। কানুক শ্রবণে কহল রাই নাম।। বহুক্ষণে শ্রবণে পৈঠল সোই বোল। রাই রাই করি উঠল তনু মোড়।। রোই রোই সুবদনি পরিচয় দেল। বিরহ […] keyboard_arrow_right
  • ধনী কহে প্রাণ-নাথ শুন মোর বাণী।
    ধনী কহে প্রাণ-নাথ শুন মোর বাণী। দাসীরে বিদায় দেহ গৃহে যাই আমি।। কানু-মনোরথ ধনী করিলা পূরণ। সুবল-বেশেতে ধনী করিলা গমন।। বিদায় হইয়া ধনী যায় ধীরে ধীরে। উপনীত হৈলা ধনী রন্ধনমন্দিরে।। রাই দেখি আনন্দিত সুবল হইলা। নিজ নিজ আভরণ তুরিতে পরিলা।। ধনীরে কহিয়া সুবল আনন্দে চলিলা। রাধা-কুণ্ড তীরে আসি উপনীত হৈলা।। রাধা-কুণ্ড তীরেতে বসিয়া শ্যাম রায়। […] keyboard_arrow_right
  • ধনী কুন্দলতা বিশাখা ললিতা
    ধনী কুন্দলতা বিশাখা ললিতা রাইরে আনিয়া ঘরে। রাধিকা রতন করিয়া যতন সোঁপিল জটিলা করে।। বিবিধ ভূষণ বিচিত্র বসন দেখিয়া বধূর অঙ্গে। সাদরে আদর করিয়া সভার বসাল আপন সঙ্গে।। শুন কুন্দলতা কহি সব কথা যশোদা আমার ঝি। এ ঘর সে ঘর সকলি তাহার নিশ্চয় করিয়াছি।। না দেখি নয়নে না শুনি শ্রবণে বসিলে উঠিতে নারি। শরীর অচল […] keyboard_arrow_right
  • ধনী বেয়াকুলি কোমল কন্ত
    ধনী বেয়াকুলি কোমল কন্ত। কোন পরবোধব সখি পরজন্ত।। সখী পরবোধি সেজ যব দেল। পিয়া হরসি উঠি কর ধএ লেল।। নহি নহি করয় নয়ন ঢরু নোর। সূতি রহলি ধনি সেজক ওর।। ভনই বিদ্যাপতি হে জুবরাজ। সভ সয়োঁ বড় থিক আঁখিক লাজ।। keyboard_arrow_right
  • ধনীর নিকুঞ্জে নয়ল কিশোর
    ধনীর নিকুঞ্জে নয়ল কিশোর। রাধা-বদন-সুধাকর চন্দ্রাবলী-মুখ-চন্দ্র-চকোর।। খেনে তিরিভঙ্গ, অঙ্গ নিজ হেরত, খেনে রমণীগণ অঙ্গহি অঙ্গ। খেনে চুম্বত, খেনে চলত মনোহর, উপজায়ত কত অনঙ্গ তরঙ্গ।। শ্যাম নটেন্দ্র, কোটি-ইন্দু-শীতল, ব্রজরমণীগণ সঙ্গে সঙ্গীত গায়। ঈষৎ হাস, সম্ভাষই ঘন ঘন, লীলা লহু লহু গীম দোলায়।। উহ রসময়ী, ইহ রসিক শিরোমণি, নয়ন নয়নে কত করু আনন্দ। জ্ঞানদাস কহে, দুহুঁ তনু […] keyboard_arrow_right
  • ধন্য মায়ের নিমাই ছেলে
    ধন্য মায়ের নিমাই ছেলে। এমন বয়সে নিমাই ঘর ছেড়ে ফকিরী নিলে।। ধন্য রে ভারতী যিনি সোনার অঙ্গে দেয় কোপিনী। শিখাইল হরির ধ্বনি করেতে করঙ্গ নিলে।। ধন্য পিতা বলি তারি ঠাকুর জগন্নাথ মিশ্রী। যার ঘরে গৌরাঙ্গ হরি মানুষ রূপে জন্মাইলে।। ধন্য রে নদীয়া বাসী হরিল গৌরাঙ্গ শশী। যে বলে সে জীব সন্ন্যাসী লালন কয় সে ফেরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ