• পিরীত অমূল্য ধন কে জানে পিরীতের মরম
    পিরীত অমূল্য ধন কে জানে পিরীতের মরম। ধু। পিরীত অমূল্য ধন। না ধরে ফল ফুল, অন্তরে ভাবে বেআকূল, ভাব বুঝি বাড়াইলে পিরীতি, যত বাড়ে ততং রং। প্রেম ফল রসা, তারে খাইতে বড় খাসা, সে ফল ভাঙ্গলে হয় কষা, না ভাঙলে পিরীতির ফল, যত খায় তত গম। পিরীত ভাঙলে কেমন? যেমন জ্বলে হুতাশন, সেই আনল নিবে […] keyboard_arrow_right
  • প্রাণনাথ ব্রজে না আইল এইরূপ যৌবন রহিল
    প্রাণনাথ ব্রজে না আইল এইরূপ যৌবন রহিল।।ধু এই ভরা যৌবন কালে শ্যাম ব্রজে নাই, বিরহিনী একাকিনী কান্দিআ গোমাই। শ্যামের লাগ্যা ভাব্যা সদাএ তনু মোর শেষ হৈল।। শতদল কমল মোর হইল বিকাশ, হেনঞি সময়ে হরি নাই মোর পাশ। সোনার মন্দির শূন্য আমার বৃথাএ এই জনম গেল।। যত ব্রজবাসী নারী পতি করি সং, যার যেই মন বাঞ্ছা […] keyboard_arrow_right
  • বড় কঠিন তোর হিয়া
    বড় কঠিন তোর হিয়া, প্রাণের বন্ধু রে, তুই বড় বিনোদিয়া।। ধু তুই বড় বিনোদিয়া, নিত্য নিত্য আসিয়া, কি টোনা করিলি মোরে। ঘটে না রয় মন, সদা প্রাণি উচাটন, কেমনে পাসরিম্‌ তোর।। তুই বন্ধের প্রেম-জ্বালা, সদায় শরীর কালা, কৈমু মনের দুঃখ কারে। মুই অভাগিনী, এই তাপের তাপিনী, রহিতে না পারম্‌ ঘরে।। কলঙ্কিনী নারী, ঘোষে জগত ভরি, […] keyboard_arrow_right
  • বার মাসে ছয় রিত (ঋতু) জানিও নিশ্চয়
    বার মাসে ছয় রিত (ঋতু) জানিও নিশ্চয়। এক রাগে রিতে দুই মাস পাইআছ এ ।। কৈয় কৈয় প্রাণ রিত রাধার সম্বাদ। নিমায়া নিঠুর হৈয়া গেল প্রাণনাথ।। পুষ্পল মাসেতে রিত পড়য়ে শিশির। কৃষ্ণ বিনে চিত মোর হইল চৌচির।। হেমন্তের রিত বহে দীঘল যামিনী। কৃষ্ণ বিনে কি রূপে বঞ্চিমু অভাগিনী।। মাঘল মাসেতে রিত ন’গুণ পড়ে জাড়। ছাড়ি […] keyboard_arrow_right
  • বিরহের জ্বালাএ মরি
    বিরহের জ্বালাএ মরি। কোথাএ গেল প্রাণের হরি।। ধু বাক্য রূপ কালিন্দীর কূলে , দেখি না কদম্ব তলে, আর ও বাঁশী বৃন্দাবনে ডাকে না রাধাপ্যারী।। শয়নে স্বপনে দেখি, জাগে জাগনে কান্দিয়া থাকি, সব শূণ্য বৃন্দাবন আইসে না বংশীধারী।। হীন কমর আলী ভণে, ভাব্য না প্যারী তোর মনে, আসিব তোর প্রাণের হরি দেইখবা দুই নয়ান ভরি।। keyboard_arrow_right
  • লালসাদি যৌবন লুটিল বুঝিলামনা
    লালসাদি যৌবন লুটিল বুঝিলামনা কানুর ফাঁকি হায় গো নারীর উপায় কি। ধু প্রেমের ভরা লুঠ্যা চোরা মোরে দিয়া গেল ফাঁকি। হৃদে বৈয়া মধু খাইয়া শ্যামে কৈলা উদাসী, হাতে বাঁশি মুখে হাসি কদম্ব ডালে বসি বংশীর স্বরে কুল মজাইলুঁ জগতে হৈলুঁ কলঙ্কী। মাখন চোরা কি ক্ষেণে পোড়া পন্থে হি চৌকি দে লুটিল যৌবন ভাঙ্গিল কুম্ভ কুবোল […] keyboard_arrow_right
  • শ্যাম কি কৈর্বে তোর পিরীতে
    শ্যাম কি কৈর্বে তোর পিরীতে। পারলি না মোর মর্জি ধরাইতে।। ধু হাসি হাসি প্রেম করিলা আসি ব্রজেতে। লাল্‌ছি দি যৌবন লুটিআ রৈলা মধুপুরতে। পুরুষের কপট মায়া না পারি বুঝিতে। ফাঁকি দিআ গেল মোরে চন্দ্রাবলীর কুঞ্জেতে।। নারীর মরম তুমি না পার রাখিতে । প্রেম পসরা লুট্যা চোরা আর আইসে না ব্রজেতে।। রাখাল জাতির এমনি ধারা বুঝিলাম […] keyboard_arrow_right
  • শ্যাম বিনে বাঁচে না আর অবলার প্রাণ
    শ্যাম বিনে বাঁচে না আর অবলার প্রাণ। আর আইসে না কালাচান্দ।। ধু নিত্য নিত্য বাজাই বাঁশী হর‍্যাছে অবলার প্রাণ। পিরীত করি ছাড়্যা গেল সে বড় নিঠুর শ্যাম।। বংশীবদন মদনমোহন কোথাএ রৈল মোর কালাচান্দ। কুলের বধুএ আকুল কৈল ধৈরয ন মানে প্রাণ।। শ্রীকমরআলী কহে প্যারী না করিয় অভিমান। আসিব তোর কালাচান্দ পূরাবে তোর মনস্কাম।। keyboard_arrow_right
  • শ্যাম এই আছিল তোর মনেতে
    শ্যাম এই আছিল তোর মনেতে। ত’কেনে প্রেম কৈলা গোপতে।। ধু জাতি কুল মান গেল শ্যামের পিরীতে। তোর পিরীতে কলঙ্কিনী হৈলুম জগতে।। যে খণে গেলা বৃন্দাবনে ধেনু চরাইতে। বংশীর স্বরে প্রেম বাণ হান্যাছ মোর বুকেতে।। বিরহিণী একাকিনী থাকি ব্রজেতে। কারে ভাবে ভুল্যাছ মোরে নাই গো তোমার মনেতে। কাঙ্গালিনী কৈলা মোরে ব্রজ কুলেতে । গোপাল জাতির এমনি […] keyboard_arrow_right
  • শ্যাম বিনে আঁধার আমার হৈয়াছে বৃন্দাবন
    শ্যাম বিনে আঁধার আমার হৈয়াছে বৃন্দাবন। দূতী গো কোথায় গেল মদন-মোহন ।।ধু মথুরাতে রৈল হরি পাইয়া গোপিনীগণ। ছাড়ি গেল প্রাণনাথ আর আইসেনা বৃন্দাবন।। বৃন্দাবনে বাঁশীর রব শুনি না শ্রবণে। বাক্যরূপ শ্যামের আর দেখিনা চান্দবদন ।। শ্রীকমর আলী কহে প্যারী ভাব না এখন । তরুমূলে নদীর কূলে ঐ দেখ বংশীবদন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ