ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কেনে রাধার বন্ধু ডাক মোর নাম ধরি
    কেনে রাধার বন্ধু ডাক মোর নাম ধরি। ধু ঘরথুন বাহির হইতে, সেই চাল ঠেকিল মাথে, বৈরী হৈল দুরন্ত ননদিনী। এইরূপ ছুরতি লইআ, দূর দেশে গেল বন্ধুআ, নারী হৈল পরের অধীনী।।* * * স্বামী মরিয়া গেলে, কেমনে রহিব ঘরে, কাল বুদ্ধি দিল কোন ছারে।। শ্বাশুড়ী হীরার ধার, ননদী দুর্জন আর, এই না বাঘের ঘরে আমার বসতি। […] keyboard_arrow_right
  • কেনে আইলুম যমুনার জলে
    কেনে আইলুম যমুনার জলে। ধু যাইতে যমুনার জলে, কি দেখিলুম কদমতলে, সে অবধি ঘরে না লয় মোর প্রাণি। হানিয়াছে কালা-বাণে জাগিয়াছে মোর মনে আমারে বধিবে হেন জানি। বিষ লাগে গৃহ-কাজ আর কিবা কুলে লাজ ঘরবাড়ি তেজিমু সকল। ননদীর নাহি ডর কি মোর আপন পর কালারূপে করিলা বিভোল। সব সখী আইল সঙ্গে তারা গেল রঙ্গে ঢঙ্গে […] keyboard_arrow_right
  • কেনে কৈনু পিরীতির সাধ
    কেনে কৈনু পিরীতির সাধ। পিরীতি অঙ্কুর হৈতে যত দুখ পাইনু চিতে শুনিলে গণিবে পরমাদ।। মুঞি যদি জানিতুঁ এত তবে কেন হব রত না করিতুঁ হেন সব কাজ। ভুলিনু পরের বোলে কুলটা হইলুঁ কুলে জগত ভরিয়া রৈল লাজ।। যখন পিরীতি কৈল আনি চাঁদ হাতে দিল পুনঃ তারে না পাই দেখিতে। কি করিতে কি না করি ঝুরিয়া […] keyboard_arrow_right
  • কেনে বা পোহাল্য নিশি দিশি কেনে আইল
    কেনে বা পোহাল্য নিশি দিশি কেনে আইল। ভাবিয়া মরিব কত বিপরীত হইল।। সখি হে কি কহব কহ। প্রবোধ না মানে চিত করে দহ দহ।। গুরু গরবিত কত কহে কুবচন। না করে আঁখির আড় নিজ পতি জন।। বিহানে যাইব বন্ধু আসিব যামিনী। কত না চাহিব পথ কুলের কামিনী।। বিদ্যাপতি কহে এই লয় মোর মনে। করহ যুগতি […] keyboard_arrow_right
  • কেনে মান কর গো রাই
    কেনে মান কর গো রাই। ধু আজ বুঝি রাধার সনে মিলিবা কানাই।। লং এলাচি জায়ফল যত্রি কর্পূরের গুড়ি। এগো সোনা মুখে তুলিয়া কেনে লওনা পানের বিড়ি।। আতর গুলাববাস কাশেতে ভরিয়া। এগো সোনা বন্ধের অঙ্গে দিও ছিটাইয়া ছিটাইয়া।। কিবা নারী কিবা সতী তোর এত বড়াই। তোমার মত রঙ্গে রূপে আর কি মানুষ নাই।। পাগল মিয়াধনে বলে […] keyboard_arrow_right
  • কেমন এক রীত এক পরাণ চিত
    কেমন এক রীত এক পরাণ চিত তনু তিলেক না ভিন। দোঁহে দূতী বিনু পিরিতি বাঢ়ায়লুঁ পর কৈছে পাএল চিন।। সজনি এ মোহে লাগল ধন্দ।। বিহিক চরিত চিতে অনুমানিয়ে কাহে কলঙ্কিত চন্দ।। যতয়ে পিরিতি গোপত করি মানিয়ে ততয়ে হোয়ে পরচার। ঝাঁপল আগি ধূম জনু নিকসই অইছন প্রেম বিচার ।। দরশনে যো জন কতয়ে আদর করু সো […] keyboard_arrow_right
  • কেমনে পাইমু তারে যার লাগিয়া ঝুরে মন
    কেমনে পাইমু তারে যার লাগিয়া ঝুরে মন ? সে বিনে সই বাঁচে না জীবন। কি যাদু করিল মোরে রহিতে না পারি ঘরে এগো চম্‌কে চম্‌কে উঠে মনে সদায় মন উচ্চাটন । চান্দরূপে দেখা দিল রূপ দেখাইয়া প্রাণে মারিল এগো এখন কোথায় লুকাই রইল পাইনা তার দরশন। মনের দুঃখ মনে রইল যে আমারে প্রাণে মাইল এগো […] keyboard_arrow_right
  • কেমনে বিনোদ নাগর আসিয়া
    কেমনে বিনোদ নাগর আসিয়া নিকুঞ্জে মিলল তোয়। অনেক দিবসে শুনিতে মানসে সাধ লাগে বড় মোয়।। তোহারি দুখেতে দুখিত এ হিয়া যেমত জরিয়া গেল।। সরস বচনে অমিয়া-সেচনে তেমতি করহ ভাল।। রাই তোহারি নিছনি লৈয়া মরি। সো পহুঁরতনে মিললি যতনে এ দুখসায়রে তরি।।ধ্রু।। কি কথা কহিল কি রস রচিল কহিয়া পূরাহ আশ। অতি চিরকালে করহ শীতলে কহয়ে […] keyboard_arrow_right
  • কেলি সমাধি উঠল দুহুঁ তীরহি
    কেলি সমাধি উঠল দুহুঁ তীরহি বসন ভূষণ পরি অঙ্গ। রতন মন্দির মাহা বৈঠল নাগর করু বন-ভোজন রঙ্গ।। আনন্দে কো করু ওর। বিবিধ মিঠাই খীর বহু বনফল ভুঞ্জই নন্দ কিশোর।। ধ্রু। নাগর-শেষ লেই সব রঙ্গিনি ভোজন করু রসপুঞ্জে। ভোজন সমাধি তাম্বুল সভে খাওল শুতলি নিজ নিজ কুঞ্জে।। ললিতানন্দ কুঞ্জ যমুনা তট শুতল যুগলকিশোর। দাস নরোত্তম করতহি […] keyboard_arrow_right
  • কেলি-রস-মাধুরী ততিভিরতিমেদুরী
    কেলি-রস-মাধুরী ততিভিরতিমেদুরী কৃত-নিখিল-বন্ধু-পশুপালং। হৃদি বিধৃত-চন্দনং স্ফুরদরুণ-বন্দনং দেহ-রুচি-নির্জ্জিত-তমালং।। সুন্দরি মাধবমবকলয়ালং। মিত্র-করলোলয়া রত্নময়-দোলয়া চলিত-বপুরতিচপলমালং ।।ধ্রু।। ব্রজ-হরিণ-লোচনা রচিত-গোরোচনা- তিলক-রুচি-রুচিরতর-ভালং। স্মিত-জনিত-লোভয়া বদন-শশি শোভয়া বিভ্রমিত-নবযুবতি-জালং।। নর্ম্মনয়-পণ্ডিতং পুষ্পচয়-মণ্ডিতং রমণমিহ বক্ষসি বিশালং। প্রণত-ভয়-শাতনং প্রিয়মধি সনাতনং গোষ্ঠ-জন-মানস-মরালং।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ