ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কি দিব কি দিব বধুঁ মনে করি আমি
    কি দিব কি দিব বধুঁ মনে করি আমি । যে ধন তোমারে দিব সেই ধন তুমি।। তুমি সে আমার নাথ আমি সে তোমার। তোমার তোমাকে দিব কি যাবে আমার। যতেক বাসনা মোর তুমি তার সিধি। তোমা হেন প্রাণনাথ মোকে দিল বিধি।। ধন জন দেহ গেল সকলি তোমার। জ্ঞানদাস কহে ধনি এই সব সার।। keyboard_arrow_right
  • কি দেখিলাম যমুনার ঘাঠে লো নগর কানাইরে
    কি দেখিলাম যমুনার ঘাঠে লো নগর কানাইরে, শ্যাম কি দেখিলাম যমুনার ঘাঠে ? ধু দক্ষিণে নাচএ ভুরু, সঘনে কম্পএ উরু, পাপিনী সাপিনী হৈল বাম। আভাবে পড়িল বাধা, মুই কলঙ্কিণী রাধা, না জানি কি হয় পরিণাম।। মুই যদি জানিতুম বাটে, কানাইয়া যমুনার ঘাঠে তবে কেনে ভরিতে আইলুম্‌ জল। কৈয়াছিল গুরুজনে, সে কথা না ছিল মনে, পাইলাম […] keyboard_arrow_right
  • কি দেখিলাম যমুনার জলে গো ননদী রাই
    কি দেখিলাম যমুনার জলে গো ননদী রাই, অপরূপে অলিরাজ বিরাজ করে কমলে। ধু ননদী গো! মুই গেলু যমুনার জলে কলসী ভরিবার ছলে কিরূপ দেখিনু জলে। জলে অলি কমলে বসে কখন হাসে কখন ভাসে কখন লুকি দেয় জলে গো ননদী রাই। কলসী না গেল ভরা সঙ্গের সঙ্গী গেল তারা মুই অভাগী পড়ি রহিলাম ভুলে। ধরিতে পারি […] keyboard_arrow_right
  • কি দোষ আমার রে বন্ধু কি দোষ আমার
    কি দোষ আমার রে বন্ধু কি দোষ আমার। মনের কপট ভাঙ্গিয়া বল ফিরিয়া চাও একবার। কুনু দেশে গেলায় বন্ধু ভুলিয়া রইলাম মোরে। নিরবধি ঝুরিয়া মরি বসিয়া একাসরে।। রাতদিন চাইয়া থাকি পন্থ নিরখিয়া। আইতা আইতা সোনা বন্ধু মুররী বাজাইয়া।। নিরবধি ডাকিরে বন্ধু উদ্দেশ নাই পাই। আমি অনাথী করমদোষী আমার করমে ছাই। চরণ বাড়াইয়া দেও ধরি একবার। […] keyboard_arrow_right
  • কি পুছসি মোহে নিদান
    কি পুছসি মোহে নিদান। কহইতে দহই পরান।। তেজলু গুরুকুল সঙ্গ। পূরল দুকুল কলঙ্ক।। বিহি মোরে দারুন ভেল। কানু নিঠুর ভই গেল। হম অবলা মতিবামা। ন গনলুঁ ইহ পরিনামা।। কি করব ইহ অনুজোগ। আপন করমক দোখ।। কবি বিদ্যাপতি ভান। তুরিতে মিলায়ব কান। keyboard_arrow_right
  • কি পুছসি রে সখি কানুক নেহ
    কি পুছসি রে সখি কানুক নেহ। একজিউ বিহি সে গঢ়ল ভিন দেহ।। কহিল যে কাহিনি পুছে কত বেরি। না জানি কি পায়ই মঝু মুখ হেরি।। বিনি মঝু দরশ পরশে নাহি জীব। মো বিনু পিয়াসে পানি নাহি পীব।। উর বিনু শেজ পরশ নাহি পাই। চীবহি বিনু তাম্বূল নাহি খাই।। ঘুমক আলসে যদি পালটিয়ে পাশ। মান ভয়ে […] keyboard_arrow_right
  • কি পেখলুঁ বরজ-রাজকুলনন্দন
    কি পেখলুঁ বরজ- রাজকুলনন্দন রূপে হরল পরাণ। নিরমিয়া রসনিধি, আমারে না দিল বিধি প্রতি অঙ্গে লাখ নয়ান।। একে সে চিকণ তনু, কাঞ্চন আভরণ কিরণহিঁ ভুবন উজোর। দরশনে লোরে অগোরল লোচন না চিনিলুঁ কাল কি গোর।। সহজে দৃগঞ্চল অরুণ কঞ্জদল তাহে কত ফুল-শর সাজে। দিঠি মোর পরশিতে ও হাসি অলখিতে শেল রহল হৃদি মাঝে।। সরস কপোল […] keyboard_arrow_right
  • কি পেখলুঁ যমুনার তীরে
    কি পেখলুঁ যমুনার তীরে। কালিয়া-বরণ এক মানুষ-আকার গো বিকাইলুঁ তার আঁখি-ঠারে।। নিতি নিতি আসি যাই এমন কভু দেখি নাই কি খেনে বাড়াইলাম পা ঘরে। গুরুয়া গরব কুল নাশাইতে কুলবতী কলঙ্ক আগে আগে ফিরে।। কামের কামান জিনি ভুরুর ভঙ্গিমা গো হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। কালিয়া নয়ান বাণ মরমে হানিল গো কালাময় আমি সব দেখি।। চিকণ কালার […] keyboard_arrow_right
  • কি বলিতে জানু মুঞি কি বলিতে পারি
    কি বলিতে জানু মুঞি কি বলিতে পারি। একে গুণহীনা আর পরবশ নারী।।ধ্রু।। তোমার লাগিয়া মোর যত গুরুজন। সকল হইল বৈরি কেহ নয় আপন।। বাঘের মাঝেতে যেন হরিণীর বাস। তার মাঝে দীঘল ছাড়িতে নারি শ্বাস।। উদয় আদিত্যে কহে মনে ভয় উঠে। তোমার পিরীতিখানি তিলে পাছে টুটে।। keyboard_arrow_right
  • কি বলিব আর বন্ধু কি বলিব আর
    কি বলিব আর বন্ধু কি বলিব আর। নয়ানের লাজে না ছাড়ি লোকাচার।। গোকুলে গোয়ালাকুলে কেবা কিনা বোলে। তমু মোর ঝুরে প্রাণ তোমা না দেখিলে।। মরি মনোদুখে আরে গুরুর গঞ্জনা। ডাকিয়া শোধায় হেন নাহি কোন জনা।। ডরে ডরাইয়া সে বঞ্চিব কত কাল। তুয়া প্রেম-রতন গাঁথিব কষ্ঠমাল।। নিশি দিশি অবিরত পোড়ে মোর হিয়া। বিরলে বসিয়া কান্দি তোমা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ