• শারদ পূর্ণিমা হিমকর বয়নে
    শারদ পূর্ণিমা হিমকর বয়নে। চঞ্চল নীল নলিনীদল নয়নে।। প্রাতরুদিত রবি সিন্দূর কাঁতি। দশন সাজল মুকুতা ফল ভাতি।। বঙ্ক বিলোকনী কাজর রঙ্গি। কাম কামান কুটিল ভ্রুভঙ্গী।। শ্রীফল সুফলিত কৃত কুচ কলসে। মত্ত ময়ূরী গতি জিনিয়া অলসে।। মৃগমদ চন্দন চর্চ্চিতা দেহা। তরল ঘনাতট দামিনী রেহা।। প্রতাপনারায়ণ সঙ্গীত ভণিত। রমণী শিরোমণি রাধার চরিত।। keyboard_arrow_right
  • শারদ সুধাকর কিয়ে মুখশোভা
    শারদ সুধাকর কিয়ে মুখশোভা। কুঙ্কুম কাঞ্চন বিজুরি গোরোচন চম্পকহরণ বরণ মনলোভা।। দেখ দেখ রাধারূপ অপারা। মদনমোহন মোহিতে অনুখণ লাবনি প্রেমঅমিয়া রসধারা।। শির পর কুসুম খচিত বরবেণী। লম্বিত হৃদি পর মোতি মাল্যবর সুমেরু ভেদিয়া জনু বহত ত্রিবেণী।। কনককরভকর ভুজবর সাজে। কেশরি খীণ কটী মণি কিঙ্কিণি তটী গতি গজরাজ মনোহর রাজে। থলপঙ্কজ পদশোভা। নখরমুকুরমণি মঞ্জির রনরনি মাধবনয়ন […] keyboard_arrow_right
  • শারী পঢ়ত অতি অনূপ
    শারী পঢ়ত অতি অনূপ যৈছনে রসঅমৃত কূপ রাধা রূপ বর্ণনা। তপতকাঞ্চন চম্পার ফুল তাহে কি করিব বরণ তূল ভূষিতাগুরু চন্দনা।। চাঁচরচিকুরে বেণি সাজ হেরিতে কালসাপিনী লাজ সীঁথে রতন কাঞ্চনে। ততহিঁ রচিত সিন্দূররেখ অলকাবলিত চিত্রলেখ কাম যন্ত্র রঞ্জনে।। কামদনুক ভাঙ বাণ নয়নপলকে মোহিত কান চিবুকে কস্তুরিবিন্দুয়া। বদন জিতল শরতচাঁদ মদনমোহনমোহন ফাঁদ দশন কুন্দনিন্দুয়া।। কনককরভ করক ছন্দ […] keyboard_arrow_right
  • শাশুড়ী সরসে হরষ হইয়া
    শাশুড়ী সরসে হরষ হইয়া ভবনে বসিয়া বালা। সুরস পক্বান্ন করল রচনা পূরল সোনার থালা।। ঢাকিয়া বসনে রাখিয়া গোপনে সিনান করিতে যায়। দাসীগণ সঙ্গে নানা রসরঙ্গে সিনান করল তায়।। বেশের মন্দিরে পশিলা সত্বরে করিলা মোহন বেশ। উঠিয়া অট্টালী চৌদিকে নেহারি দিবস হইল শেষ।। তুলসী ডাকিয়া গোপন করিয়া দেওল লাডুর থালা। অগুরু চন্দন আর গুয়া পাণ সুগন্ধি […] keyboard_arrow_right
  • শাস ঘুমায়ত কোরে আগোরি
    শাস ঘুমায়ত কোরে আগোরি। তহিঁ রতি-ঢীঠ পীঠ রহুঁ চোরি।। কিয়ে হম আখরে কহলুঁ বুঝাই। আজুক চাতুরী রহব কি জাই।। না করহ আরতি এ অবধু নাহ। অব নহি হোএত বচন নিরবাহ।। পীঠ আলিঙ্গনে কত সুখ পাব। পানিক পিয়াস দুধে কিএ জাব।। কত মুখ মোরি অধর রস লেল। কত নিসবদ করি কুচে কর দেল।। সমুখে না জায় […] keyboard_arrow_right
  • শিঙ্গা বেণু বেত্র বাধা কটিতে আঁটিয়া
    শিঙ্গা বেণু বেত্র বাধা কটিতে আঁটিয়া। সাজল রাখালরাজ সঙ্গে শিশু লৈয়া। শ্রীদাম ডাকিয়া বলে ভাইরে কানাই। এ সব রাখাল মাঝে বলাই দাদা নাই।। তুমি যদি বেণু পুরি ডাক এক বার। বড় মনে সাধ আছে ভাঙ্গি খাব তাল।। শ্রীদামের কথা শুনি হরষিত হৈয়া। হাসি পূরে বেণু দাদা বলাই বলিয়া।। ঘনরাম দাসের মন করে উচাটন। দাদারে বলাই […] keyboard_arrow_right
  • শিঙ্গা বেণু শুনি যশোদা রোহিণী
    শিঙ্গা বেণু শুনি যশোদা রোহিণী নাহিক সুখের ওর।– “ঐ শুন শুন মধুর মুরলী- মাধুরী কানুর জোর।। সোনার পুতলি বনে পাঠাইয়া আছিল চেতন হরি। মরা তরু যেন বরিষ পাইলে যে যেন মঞ্জরী সরি।। কতক্ষণ হেরি সে চাঁদ-বদন তবে সে জুড়াই -প্রাণ। আঁখির তারাটি খসিয়া গেছিল পুন বৈঠল ঠাম।।” এই সে আশ্বাস যশোদা রোহিণী কহয়ে মধুর বাণী। […] keyboard_arrow_right
  • শিঙ্গাটী লইয়া হাতে বলরাম বেশে
    শিঙ্গাটী লইয়া হাতে বলরাম বেশে। চন্দ্রাবলীর কুঞ্জে রাই আপনি প্রবেশে।। বলরাম দেখি চন্দ্রাবলী লুকাইল। শ্যাম করে ধরি রাই বাহিরে আনিল।। মনে মনে ভাবে শ্যাম বলরাম দেখি। অঙ্গ গন্ধে জানিলেন রাধাচন্দ্রমুখী।। মুখেতে বসন দিয়া সখীগণ হাসে। এ হেন মিলন রসে বলরাম ভাষে।। keyboard_arrow_right
  • শিতল তছু অঙ্গ দেখি সঙ্গ-সুখ লালসে
    শিতল তছু অঙ্গ দেখি সঙ্গ-সুখ লালসে খোয়লুঁ কুল ধরম-গুণ নাশে। সোই যদি তেজল কি কাজ ইহ জীবনে আনহ সখি গরল করি গ্রাসে।। প্রাণ সঞে অধিক তুহুঁ রোয়সি রে কাহে সখি মরিলে হম করিহ ইহ কাজে। অনলে নহি দাহবি রে নীরে নহী ডারসি এ তনু ধরি রাখবি ব্রজ-মাঝে।। হমারি দোন বাহু ধরি সুদৃঢ় করি বাঁধবি শ্যাম-রুচি-তরু […] keyboard_arrow_right
  • শিব বিরিঞ্চি যারে ধ্যানে নাহি পায়
    শিব বিরিঞ্চি যারে ধ্যানে নাহি পায়। সহস্র আননে শেষ যার গুণ গায়।। যার পাদপদ্ম লক্ষ্মী করয়ে সেবন। দেবেন্দ্র মুনীন্দ্র যারে করয়ে চিন্তন।। ত্রেতায় জনম যার দশরথ ঘরে। যাহার বিলাস সদা গোকুল নগরে।। গোপীগণ ঠেকিল যাহার প্রেম ফাঁদে। পতিতের গলা ধরি সে বা কেন কাঁদে।। অপরূপ এবে নবদ্বীপের বিলাস। হেরিয়া মুগধ ভেল বৃন্দাবন দাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ