• কানুর আদর পীরিতি ভাবিতে
    “কানুর আদর পীরিতি ভাবিতে পাঁজর হইল শেষ। করম বিফল সেই সে ফলব সুখের নাহিক লেশ।। জনম গোয়ানু বিরহ-বেদনে তিলেক নাহিক সুখ। পরিণামে সারা এই হল পারা দিলা বিরহের দুখ।। কে জানে নিঠুর কইব সবারে মথুরা রহল গিয়ে । কখন না জানি স্বপনে না শুনি ছাড়িয়া যাইব প্রিয়ে।। আলাপ ইঙ্গিতে যদি বা জানিথু পরবাস হবে কাম। […] keyboard_arrow_right
  • কানুর আদর পীরিতি ভাবিতে
    কানুর আদর পীরিতি ভাবিতে পাঁজর হইল শেষ। করম বিফল সেই সে ফলব সুখের নাহিক লেশ।। জনম গোয়ানু বিরহ-বেদনে তিলেক নাহিক সুখ। পরিণামে সারা এই হল পারা দিলা বিরহের দুখ।। কে জানে নিঠুর হইব সবারে মথুরা রহল গিয়ে। কখন না জানি স্বপনে না শুনি ছাড়িয়া যাইব প্রিয়ে।। আলাপ ইঙ্গিতে যদি বা জানিথু পরবাস হবে কান। নিজ […] keyboard_arrow_right
  • কানুর লাগিয়া জাগি পোহাইলুঁ
    কানুর লাগিয়া জাগি পোহাইলুঁ এ ঘোর আন্ধার রাতি। এত দিনে সই নিচয়ে জানিলুঁ নিঠুর পুরুখ জাতি।। মেঘ দুর দুর দাদুরীর রোল ঝিঝাঁ ঝিনি ঝিনি বোলে। ঘোর আন্ধিয়ারে বিজুরীর ছটা হিয়ার পুতলি দোলে।। যতনে সাজালুঁ ফুলের শেজ গন্ধে মহু মহু করে। অঙ্গ ছটফটি সহনে না যায় দারুণ বিরহজ্বরে।। মনের আগুনি মনে নিভাইতে যেমন করয়ে প্রাণে। কানুর […] keyboard_arrow_right
  • কায়মন বাক্য শুন হে সখ্য
    কায়মন বাক্য শুন হে সখ্য আমি কেবল তোমার। তুমি নহ কার কেবল আমার এই জানি চিতে সার।। বন্ধু ইথে জানি হয় মান। আপনার জন ফিরাইলে বদন সে হয় মরণ সমান।। হত কুবুধিনী হইয়ে মানিনী বলেছি কয়েছি কত। সে সকল নাহ মনে না করিহ পরাধিনী পদে নত। পদে পদে দুষী অবলা এ দাসী হয়ে থাকি শ্রীচরণে। […] keyboard_arrow_right
  • কাল জল ঢালিতে কালিয়া পড়ে মনে
    কাল জল ঢালিতে কালিয়া পড়ে মনে। নিরবধি দেখি কালা শয়নে স্বপনে।। কাল কেশ এলাইয়া বেশ নাহি করি। করে কর জুড়িয়া কাজল নাহি পরি।। আলো সই,মুই শুনিনু নিদান। বিনোদ বঁধুয়া বিনে না রহে পরাণ।। মনের মরম-কথা মনে সে রহিল। ফুটিয়া সে শ্যাম-শেল বাহির না ভেল।। চণ্ডীদাস কহে রূপ শেলের সমান। নাহি বাহিরায় শেল দগধে পরাণ।। keyboard_arrow_right
  • কাল-জল চালিতে সই কালা পড়ে মনে
    কাল-জল চালিতে সই কালা পড়ে মনে। নিরবধি দেখি কালা শয়নে স্বপনে।। কাল কেশ এলাইয়া বেশ নাহি করি। কাল অঞ্জন আমি নয়ানে না পরি।। আলো আলো সই মুঞি গণিলুঁ নিদান। বিনোদ বঁধুয়া বিনে না রহে পরাণ।। মনের দুঃখের কথা মনে সে রহিল। ফুটিল সে শ্যাম শেল বাহির নহিল।। চণ্ডীদাস কহে রূপ শেলের সমান। নাহি বাহিরায় শেল […] keyboard_arrow_right
  • কালার জ্বালাটি বড় উপজল
    কালার জ্বালাটি বড় উপজল বেশ কথা কিছু কয়া। তাহে কেন রাধা সেই সুখ বাধা চলহ বিমুখ চেয়া।। পরশ রতনে তেজহ সঘনে রসকথা কিছু কয়। দের দেখা দিয়া লহ না আসিয়া এতন তাম্বুল লয়।। মুক-রস-মধু কত শত বিধু উলটা কহত বোল। উত্তর না দেহ পরমাদ এহ শ্যামে কর গিয়া কোড়।। মুখ তুলি বল মানে আছ চল […] keyboard_arrow_right
  • কি করবি দশ দিন দুঃখ ললাটে ছিল
    কি করবি দশ দিন দুঃখ ললাটে ছিল চির-দিনে যে লিখল ধাতা। তাকর লাগি নিজ দেহ খোয়ায়বি খায়বি সহচরি-মাথা।। ধৈরজ বান্ধবি চীতে। সবহুঁ দিবস তোর দুখে নহি যায়ব বিহি পুন মিলায়ব মীতে।।ধ্রু।। পথিকিনি-হাতে পাতি লিখি ভেজলুঁ আজু রজনি-পরভাতে। সো অব এতখণ মধুপুর পহুঁছল প্রাতে দেয়ব হরি-হাতে।। পুনহুঁ কালি হম সহচরি ভেজব সখী মথুরাপুরী প্রান্তে। কহে শশিশেখরে […] keyboard_arrow_right
  • কি করিব কোথা ধাব কি হবে উপায়
    কি করিব কোথা ধাব কি হবে উপায়। যারে না দেখিলে মরি তারে না দেখায়।। যার লাগি সদা প্রাণ আনছান করে। মোরে উপদেশ কর পাসরিতে তারে।। এতদিনে ধরি মুঞি হেন নাহি জানি। যে মোরে দুখের দুখী তার হেন বাণী।। আন ছলে রহি কত করে কানাকানি। প্রেমদাস বলে তুমি বড় অভিমানী।। keyboard_arrow_right
  • কি করিলে গোরাচাঁদ নদীয়া ছাড়িয়া
    কি করিলে গোরাচাঁদ নদীয়া ছাড়িয়া। মরয়ে ভকতগণ তোমা না দেখিয়া।। কীর্ত্তন বিলাস আদি যে করিলা সুখ।। সোঙরি সোঙরি সভার বিদরয়ে বুক।। না বাঁচিবে মুরারি মুকুন্দ শ্রীবাস। আচার্য্য অদ্বৈত ভেল জীবনে নৈরাশ ।। নদীয়ার লোক সব কাতর হইয়া। ছট ফট করে প্রাণ তোমা না দেখিয়া।। কহয়ে পরমানন্দ দন্তে তৃণ ধরি। একবার নদীয়া চল প্রভু গৌরহরি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ