• কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে
    কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কাণে। অমৃত ছিনিয়া ফেলি কি মাধুর্য্য পদাবলী কি জানি কেমন করে মনে।। সখি রে, নিশ্চয় কহিয়া কহি তোরে। হাহা কুলাঙ্গনাগণ গ্রহিবারে ধৈর্য্যগণ যাহে হেন দশা হৈল মোরে।। শুনিয়া ললিতা কহে অন্য কোন শব্দ নহে মোহন মুরলীধ্বনি এহ। সে শব্দ শুনিয়া কেনে হৈলে তুমি বিমোহনে রহ নিজে […] keyboard_arrow_right
  • কদম্বের বন হৈতে কিবা শব্দ আচম্বিতে
    কদম্বের বন হৈতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কাণে। অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য্য পদাবলী কি জানি কেমন করে প্রাণে ।। সখি হে, নিশ্চয় করিয়া কহি তোরে। হাহা কুলাঙ্গনা-মন গ্রহিবারে ধৈর্য্যগণ যাহে হেন দশা হৈল মোরে।।ধ্রু।। শুনিয়া ললিতা কহে— “অন্য কোন শব্দ নহে মোহন মুরলী-ধ্বনি এহ। সে শব্দ শুনিয়া কেনে হৈলা তুমি বিমোহনে রহ […] keyboard_arrow_right
  • কপট দানের ছলে দান সিরজিয়া
    কপট দানের ছলে দান সিরজিয়া। ঘট পাতি বসিয়া রৈয়াছে বিনোদিয়া।। বড়াই দেখিয়া কহে বচন চাতুরী। কার ঘরের বধূ লৈয়া যাও সঙ্গে করি।। এ রূপ যৌবনে কোথা লৈয়া যাও বধূ। না জানি অন্তরে উহার কত আছে মধু।। সুকোমল চরণ ভঙ্গিমা শোভা অতি। এ বেশে বাহির করে কেমন বা পতি।। বড়াই কহে এত কথা কিবা প্রয়োজন। যেখানে […] keyboard_arrow_right
  • কপটকো কন্দ সো যদুনন্দন
    কপটকো কন্দ সো যদুনন্দন হামারি গুপত রতিকান্ত। অবইতে যামিনী কো গজগামিনী আগে আগোরল পন্থ।। সজনি! কাহে বনায়লুঁ বেশ। কুসুমকো শেজ সাজি নিশি জাগরি অরুণ উদয় অবশেষ।। কত কত মরম বেয়াধি সমাধব ধরণী-শয়ন করি সেবা। চঢ়ল মনোরথ ঐছে না ছোড়ত নিকরুণ মনমথ-দেবা।। ফুল-শরে জীব রহত কি যাওত পড়ি রহু প্রেমকো পঙ্কা। গোবিন্দদাস কহ কানুকো পিরীতি নহ […] keyboard_arrow_right
  • করহি মুরলি না দেখিয়া
    করহি মুরলি না দেখিয়া। কহে কানু গরগর হিয়া।। কে নিল মুরলি প্রিয় মোর। তুহুঁ সব সখীগণ চোর।। কহে সভে কে নিল মুরলি। কি বা লৈয়া করিবা খুরলি।। কাননে ফেলিয়া হৈয়া ভোর। আমা সভাকারে কহ চোর।। ইঙ্গিত নয়ান চালিলা। বুঝি শ্যাম রাইকে ধরিলা।। কক্ষ বক্ষ সব উকটিলা। তমু সে মুরলি না পাইলা।। তবহুঁ মিনতি করু কান। […] keyboard_arrow_right
  • করি বৃন্দাবন ভান নিত্যানন্দ রায়
    করি বৃন্দাবন ভান নিত্যানন্দ রায়। পহুঁকে লইয়া আচার্য্যের গৃহে যায়।। অদ্বৈত অচৈতন্য ছিল প্রভুর বিরহে। চাঁদমুখ হেরি প্রাণ পাইল মৃতদেহে।। কাঁদিয়া কাঁদিয়া পহুঁ কহে সীতাপতি। কি জানি নিদয় হৈলা মোসবার প্রতি।। কহ প্রভু কি দোষে ছাড়িয়া সবে গেলে। তোমার সুখের হাট কেন বা ভাঙ্গিলে।। প্রভু কহে মোরে নাড়া অনুযোগ দেহ। তুমি ত নাটের গুরু নহে […] keyboard_arrow_right
  • কলহ করিয়া ছলা আগে পহু চলি গেলা
    কলহ করিয়া ছলা আগে পহু চলি গেলা ভেটিবারে নীলাচল রায়। বিচ্ছেদে ভকতগণ হইয়া বিষণ্ণ মন পদচিহ্ন অনুসারে ধায়।। নিতাই বিরহে নয়ান ভেল অন্ধ। আঠারনালাতে কাঁদি কাঁদি যান পথে নিত্যানন্দ অবধুতচন্দ্র ।। সিংহদ্বারেতে গিয়া মরম বেদন পাইয়া দাঁড়াইল নিত্যানন্দ রায়। সভে অতি অনুরাগী উদ্দেশ পাবার লাগি নীলাচলবাসীরে শুধায়।। জম্বুনদ স্বর্ণ জিনি গৌর বরণ খানি অরুণ চরণ […] keyboard_arrow_right
  • কলি জীব দেখি দীন সর্ব্ব ধর্ম্ম ক্রিয়াহীন
    কলি জীব দেখি দীন সর্ব্ব ধর্ম্ম ক্রিয়াহীন হরি নামে হইল বিমুখ। সংসার অসার রস হইয়া তাহার বশ না ঘুচিল ভবভয়দুখ।। যুগে যুগে অবতরি ধর্ম্ম সংস্থাপক হরি কলিযুগে গোরা অবতার। জীবিরে করিয়া দয়া হরি নাম লওয়াইয়া ভব ভয় দুঃখ কৈলা পার।। নাহি শুদ্ধি কালাকাল পাত্রাপাত্র সুবিচার সর্ব্ব বর্ণে সমান করুণা। পরশ পরশ মাত্র লৌহ আদি তাম্র […] keyboard_arrow_right
  • কষিল কনয়া কমল কিয়ে
    কষিল কনয়া কমল কিয়ে। থীর বিজুরি নিছনি দিয়ে।। কিয়ে সে শোণ চম্পক ফুল। রাই-বরণে না হয় তুল’।। তাহি কিরণ ঝলকে ছটা। বদনে শরদ-বিধুর ঘটা।। চাঁচর চিকুর সিঁথায়ে মণি। দশন কুন্দ-কলিকা জিনি।। অরুণ অধর বচন মধু। অমিয়া উগারে বিমল বিধু।। চিবুকে শোভয়ে কস্তুরী বিন্দু। কনক-কমলে ভ্রমর নিন্দু।। গলায় মুকুতা দোসুতি ঝুরি। সুরধুনী বেঢ়ি কনক-গিরি।। শঙ্খ ঝলমলি […] keyboard_arrow_right
  • কংস নরপতি করিল আরতি
    কংস নরপতি করিল আরতি যজ্ঞ আরম্ভণ-কাজে। বহু নরপতি নিমন্ত্রণ তথি ভেজল সমাজ মাঝে।। “গোকুল-নগরে ভেজব কাহারে কৃষ্ণ বলরাম কাছে ?” লাগিল মনেতে নৃপতি ভাবিতে মথুরাতে জিসে আসে।। মনেতে পড়িল অক্রূর বলিয়া ডাকিয়া আনিল তথি। কহে নরপতি — “যাহ শীঘ্রগতি কৃষ্ণ বলরাম প্রতি।। ধনুর্ম্ময় যজ্ঞ করি আরম্ভণ তুমি সে গোকুলে গিয়া। কৃষ্ণ বলরামে আনহ স্বজনে ত্বরায় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ