• অপরূপ ভোজন রঙ্গ
    অপরূপ ভোজন রঙ্গ। ক্ষির সর ছেনা নবনি ঘৃত মোদক খাওত সহচর সঙ্গ।। দাম শ্রীদাম সুবল মধুমঙ্গল অংশুমান অর্জ্জুন নাম। কিংকিণি ভদ্র- সেন বল উজ্জ্বল তোককৃষ্ণ বসুদাম।। কবলিত আধ আধ পুন রাখত অতিশয় সুমধুর জানি। ধর ধর লেহ লেহ বলি বালক বদনে যোগাওত আনি।। শ্যামর অধরে দেই পুন সহচর অধরামৃত করু পান। শ্যামর সঙ্গ রঙ্গরস কৌতুক […] keyboard_arrow_right
  • অপরূপ রাধা মাধব সঙ্গে
    অপরূপ রাধা মাধব সঙ্গে। বৃন্দারচিত বিপিনে দুহুঁ বিলসয়ে করে কর ধরি কত রঙ্গে।। ললিতানন্দদা কুঞ্জে যাই দুহুঁ বৈঠল সহচরি মেলি। ক্ষণ এক রহি পুন মদন-সুখদা নামে কুঞ্জহি সখি সহ মেলি।। চিত্রাসুখদা কুঞ্জে পুন ভ্রমি ভ্রমি চলু চম্পকলতাকুঞ্জে। সুদেবি রঙ্গদেবিকুঞ্জে যাই দুহুঁ করু কত আনন্দ পুঞ্জে।। পূর্ণইন্দুসুখদা নামে কুঞ্জহি তহিঁ কত কৌতুক কেল। তুঙ্গবিদ্যা সখিকুঞ্জক হেরইতে […] keyboard_arrow_right
  • অব নাচত রে নব নন্দ দুলাল
    অব নাচত রে নব নন্দদুলাল। তহি মাই যশোমতি দেওত তাল।। লহুঁ হাসিনী রোহিণী বূলত সাথ। বড় আনন্দে নন্দ ঢুলাওত মাথ।। কত যন্ত্র বাজাওত পঞ্চম তান। পিকু-নিন্দিত গাওত মঙ্গল গান।। মুখচন্দ্র নেহারত দেওত চুম্ব। ক্ষির-পূরিত ভূরি পয়োধর-কুম্ভ।। দিঠি পঙ্কজ ভাসল প্রেমজলে। যমুনা জনু মীলল লোর ছলে।। পুলকাকুল অঙ্গ আনন্দভরে। দীনবন্ধু লোটাওত ভূমিতলে।। keyboard_arrow_right
  • অবতার কৈল বড় বড়
    অবতার কৈল বড় বড়। এমন করুণা কোন যুগে নাহি আর।। প্রতি ঘরে ঘরে শুনি প্রেমের কাঁদনা। কলিযুগে হরি নাম রহিল ঘোষণা।। সুখ সায়রের ঘাটে দিয়া প্রেমের ভরা। ভাল হাট পাতিয়াছ প্রেমের পসরা।। জগাই মাধাই তারা ছিল দুই ভাই। হরিনামে উদ্ধারিলা চৈতন্য গোসাঞি।। বাসুদেব ঘোষে কহে না হবে এমন। কলি যুগে ধন্য নাম চৈতন্যরতন।। keyboard_arrow_right
  • অবহি তুঁহু সুমনি ফেরি কাহে পুছসি
    অবহি তুঁহু সুমনি ফেরি কাহে পুছসি কি বুঝি রিঝলি শুনি নাম। পুলকে পুষ্ঠ তনু নষ্ট ধৈর্য্য ধন স্পষ্ট বুঝাওল কাম।। সহচরী বোলে দোলে সব তনু মন ভাব গোপত করি রাই। কহে কাহে ঝুটমুট মোহে দোষসি সখি পুছ না অতনুক ঠাঁই।। নিজ জন হোই কাম তুয়া ঐছন অলপে উঠায়সি বাদ। নীলকণ্ঠ কহে কি তুঁহু ছাপায়বি সতি […] keyboard_arrow_right
  • অভাগীরে না কহিঞা ঘরের বাহির হঞা
    অভাগীরে না কহিঞা ঘরের বাহির হঞা কি লগিঞা গিছিলে বাজারে। আই গোয়ালিনী যত রভস কর‍্যাছে কত ভয় পাঞা আসিঞাছ ঘরে।। পরিসর আঙ্গিনাতে বলাই দাদার সাথে বাছুরি লইঞা কর খেলা। করতালি দিএ আমি নাচ্যা নাচ্যা আস্য তুমি পরম সুখের এই বেলা।। নবীন কোকিল জিনি মধুর মধুর ধ্বনি মা বলিঞা ডাক চান্দমুখে। আরে বাছা নীলমণি নাচ্যা নাচ্যা […] keyboard_arrow_right
  • অভিনব-কুট্ণল-গুচছ সমুজ্জ্বল
    অভিনব-কুট্ণ‌ল- গুচছ সমুজ্জ্বল- কুঞ্চিত-কুন্তল-ভার। প্রণয়ি-জনেরিত- বন্দন-সহকৃত- চূর্ণিত-বর-ঘন-সার।। জয় জয় সুন্দর নন্দ-কুমার। সৌরভ-সঙ্কট- বৃন্দাবন-তট- বিহিত-বসন্ত বিহার।।ধ্রু।। অধর-বিরাজিত- মন্দতর-স্মিত- রোচিত-নিজ-পরিবার। চটুল-দৃগঞ্চল- রচিত-রসোচ্ছল- রাধা-মদন-বিকার।। নিজ বল্লব-জন- সুহৃৎ সনাতন গতি-বল্গিত-মণিহার। ভুবন-বিমোহন মঞ্জুল-নর্ত্তন- চিত্ত-বিহরদবতার।। keyboard_arrow_right
  • অলপ বয়স মোর শ্যামরসে জর জর
    অলপ বয়স মোর শ্যামরসে জর জর না জানি কি হয় পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যামে।। যদি চলি যাই পথে শ্যাম যায় সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়ে। ভ্রমতে ফিরাই আঁখি সঙ্গে কেহ নাহি দেখি মরে থাকি মন মুরছিয়ে।। কহি গো তোমাদের আগে বড় দাগা শ্যাম দাগে এ ছার জীবনে […] keyboard_arrow_right
  • অস্যোচিত নর্ত্তক মায়ূর
    অস্যোচিত নর্ত্তক মায়ূর নওল নওলী নব রঙ্গমে। সুখ শোহানি সব সঙ্গমে ।। রসমাধুরি ধরু অঙ্গমে। দউ নৃত্যত প্রেম তরঙ্গমে।। উহ সঙ্গে ভামিনি দমকে দামিনি মধুর যামিনি অতি বনি। সুভগ শাঙন বরিখে ভাঙন বুন্দ সুন্দর ননি ননি।। বদত মৌর চাতক চকোর কীর কোয়িল অগননি। রটত দরদর তোয়ে দাদুর অম্বুদাম্বরে গবজনি।। গাওয়ে সখি রি জোরে জোরি। রস […] keyboard_arrow_right
  • অহে নাথ আর মোর না দেখি উপায়
    অহে নাথ আর মোর না দেখি উপায়। যাউক জঞ্জাল মরি তোমার বালাই লইয়া মনে সাধ আর নাহি ভায়।।ধ্রু।। যে তুমি পরাণধন মলিন নয়ন মন এ বড়ই বিষম বিষাদ। পরাণ ঝুরিয়া কান্দে হিয়া থির নাহি বান্ধে কারে ঘটে হেন পরমাদ।। গৃহে গুরুগঞ্জন কত নিন্দে বন্ধুজন তাহা মনে পরশ না হোয়। কে আপন কেবা ভিন না বুঝিয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ