• গৌরাঙ্গ নহিত কি মেনে হইত
    গৌরাঙ্গ নহিত কি মেনে হইত কেমনে ধরিত দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে।। মধুর বৃন্দা বিপিন-মাধুরি প্রবেশ চাতুরি সার। বরজ যুবতী, ভাবের ভকতি শকতি হইত কার।। গাও পুনঃ পুনঃ গৌরঙ্গের গুণ সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়াল না দেখি যে একজন।। গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া কেমনে ধরিনু দে। নরহরি […] keyboard_arrow_right
  • গৌরাঙ্গ নাচে মন মোহনিয়া
    গৌরাঙ্গ নাচে মন মোহনিয়া। খোল করতাল বাজে গৌরাঙ্গে বেড়িয়া। চৌদিগে ভকতগণ গোরা নাচে মাঝে। পতিত হেরিয়া গোরা হরি নাম যাচে।। হরি হরি বলি গোরা পড়ে মূরছিয়া।। সোনার বরণ তনু ভূমিতে লোটায়্যা।। গৌরাঙ্গ নাচনে নাচে ভকত সমাজ। তারাগণ মাঝে যৈছে শোভে দ্বিজরাজ।। দাস হরেকৃষ্ণ ভণে হরষিত মনে। মন রহু নিরবধি গৌরাঙ্গ চরণে।। keyboard_arrow_right
  • গৌরাঙ্গ বিচ্ছেদ কথা বিষ্ণুপ্রিয়া শুনি
    গৌরাঙ্গ বিচ্ছেদ কথা বিষ্ণুপ্রিয়া শুনি। বজর পড়িল মাথে লোটারে ধরণী।। সন্ন্যাসী হইয়াছিল শুনিতাম বারতা। তাহাও বঞ্চিত কৈলে দারুণ বিধাতা।। বিলাপ শুনিয়া পশুপাখি নহে স্থির। নরনারীগণ কান্দে বৃক মেলে চির।। দাস হরেকৃষ্ণ কান্দে কঠিন হৃদয়। কিবা জল কিবা স্থল দেখি গোরাময়।। keyboard_arrow_right
  • গৌরি আরাধন ছল করি সুন্দরি
    গৌরি আরাধন ছল করি সুন্দরি মীললি নাগর সঙ্গে। আগুসরি নাহ রাই-কর ধরি তহিঁ আনল কৌতুক-রঙ্গে।। কুণ্ডক তীরে কুঞ্জ অতি শীতল বহতহি মলয়-সমীর। কোকিল কুহরত কপোত ফুকারত চৌদিশে শিখিকুল ফীর।। রাধা-মাধব কোলি-বিলাস। দোহেঁ দোহাঁ বদন নেহারি ঘন চুম্বয়ে কতহুঁ হাস পরিহাস।।ধ্রু।। চন্দন কুসুম-হার সব সখিগণ দেয়ত কানুক অঙ্গে। ঐছন সময়ে কবহু রাধামোহন হেরব সহচরি সঙ্গে।। keyboard_arrow_right
  • ঘামিয়াছে চান্দ মুখখানি
    ঘামিয়াছে চান্দ মুখখানি। দে দে পশরা আনি যার লাগি বিকিকিনি সেই খাউক ক্ষীর সর নবনী।। এত কহি কৃষ্ণমুখে ননী দিল মহাসুখে সখী দিলা রাধার বদনে। ভোজন হইল সায় আচমন কৈল তায় প্রসাদ লইল জনে জনে।। আর আমি ফিরিয়া ঘরে যাব না গো একেবারে (যাদের) কুলের ভয় তারা যাউক ঘরে। প্রাণ যদি ছাড়ি যাবে ঘর লয়ে […] keyboard_arrow_right
  • চরণের ধুলা দিঞা বালকের মাথে
    চরণের ধুলা দিঞা বালকের মাথে। বিনয় করিঞা রাণী কহে জোড়হাথে।। আশীর্ব্বাদ কর সভে হইঞা সদয়। কল্যাণ কুশলে রহু আমার তনয়।। তোমা সভাকার পদ ভরসার বলে। নীলমণি পাঞাছি আমি অনেক পুণ্যফলে।। সাত নাহি পাঁচ নাহি এই ধন সারা। পরাণ পুথলি দুটি নয়নের তারা।। চিরজীবী হইঞা গোকুলে করু বাস। বড় হল্যে হবে তোমা সভাকার দাস।। যশোদা মাএর […] keyboard_arrow_right
  • চলিলা বৃষ-ভানুসুতা গহনে
    চলিলা বৃষ-ভানুসুতা গহনে। ব্রজ-ভূপতি-নন্দন ভাবি মনে।। অভিসার সুখার্ণব মগ্ন মনে। মদমত্ত গজেন্দ্রবধুগমনে।। মুরলী-ধর-দর্শন-আশ-সুখে। নাহি জানত পন্থ-পয়ান দুখে।। কুলকণ্টক লাগত পদ্ম-পদে। গণয়ে নাহি যে সব প্রেম-মদে।। চলিতে চলিতে তুলিতে চরণে। মণি নূপুরনাদ করে সঘনে।। চুটুটুকি রুনু রুনু রুনু গরজে। চটকাবলি যা শুনি লাজ ভজে।। কটিতে রসনা শুনি নাদ করে। শুনি সে ধ্বনি সারস দর্প হরে।। ঘন […] keyboard_arrow_right
  • চান্দবদনি ধনি চলু অভিসার
    চান্দবদনি ধনি চলু অভিসার। নব নব রঙ্গিনি রসের পাথার।। কর্পূর চন্দন অঙ্গে বিরাজ। মালতিমাল হিয়ে বনি সাজ।। চান্দনি রজনি কিরণ বন মাহ। হাসিতে কুন্দকুসুম গলি যাহ।। মোতিমহার করে কঙ্কণ সাজ। ঐছনে আওল নিকুঞ্জক মাঝ।। বৈঠলি হৃদয়ে আরতি বলবন্ত। শ্যাম পাশে চলু দাস অনন্ত।। keyboard_arrow_right
  • চিত চোর গৌর অঙ্গ
    চিত চোর গৌর অঙ্গ রঙ্গে ফিরত ভকত সঙ্গ মদনমোহন ছন্দুয়া। হেমবরণ হরণ দেহ পুরল তরুণ করুণ মেহ তপত জগত বন্ধুয়া।। ভাবে অবশ দিবস রাতি নীপ কুসুম পুলক পাঁতি বদন শরদ ইন্দুয়া। সঘনে রোদন সঘনে হাস সঘনে সরস বিরস ভাষ নিবিড় প্রেম সিন্ধুয়া।। অমিয়া জিতল মধুর বোল অরুণ চরণে মঞ্জির রোল চলত মন্দ মন্দুয়া। অখিল ভুলন […] keyboard_arrow_right
  • চিরদিনে গোরাচাঁদের আনন্দ অপার
    চিরদিনে গোরাচাঁদের আনন্দ অপার। কহয়ে ভকতগণে পূরব বিহার।। পুলকে পূরল তনু আপাদ মস্তক। সোণার কেশর জনু কদম্বকোরক।। ভাবে ভরল মন গদগদ ভাষ। অনেক যতনে বিহি পূরায়ল আশ।। শচীর নন্দন গোরা জাতি প্রাণ ধন। শুনি চাঁদমুখের কথা জুড়াইল মন।। গোরাচাঁদেরে লীলায় যার হইল বিশ্বাস। দুখী কৃষ্ণদাস তর দাস অনুদাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ