• মাধব বুঝলুঁ মরমকি ভাব
    মাধব বুঝলুঁ মরমকি ভাব। পুর নব প্রেম ভূরি সুখ সম্পদ ছোড়ি বরজ নাহি যাব।। সংপ্রতি পুরপতি ভূপতি মহামতি তাঁহা কাহা পশুপতি ভান। তালদল শৃঙ্গ বংশী মুরলী রব ইহ কত রাজনিশান।। তাঁহা নব পল্লব বল্লব বীজই সুলভ বনফুল মাল। ইহ চামর কত দাস ঢুলায়ত ভূষিত মতি প্রবাল।। কালিন্দী তট বট ছাহ নিকট বসি নিজ তনু নিরখিতে […] keyboard_arrow_right
  • মাধব বোধ না মানয়ে রাই
    মাধব বোধ না মানয়ে রাই। নিভৃতে নিকুঞ্জ গৃহে ধনি নিবসই তুরিতে গমন করু তাই।। এত শুনি নাগর নাগরিবেশ ধরি সখি সঞে চলু বনমালী। যোই নিকুঞ্জে আছয়ে বর মানিনী তাঁহা যাই উপনীত ভেলি।। নাগরি বেশ দেখি হরষিত সখীগণ কহে সব বলিহারি যাই। কোপে সুধামুখি চরণে লিখয়ে মহী পীছে রহল তহি যাই।। কাতর নয়নে নেহারই নাগর ধনীমুখ […] keyboard_arrow_right
  • মানস সুরধুনি নিকট নীপতরু
    মানস সুরধুনি নিকট নীপতরু কুসুমিত কানন সাজ। মোদন পহুপহি প্রকট বল্লি অরু সুষমিত ভূধররাজ।। তাহিঁ বিরাজিত শ্যামরচন্দ। নাগরিগণ সঞে অবহু মীলুঁ ধনি নিভৃত রাস অনুবন্ধ।। ইহ রস লালসে অথির সুমানস মধুর বাজাওত বাঁশি। চঞ্চল দৃগঞ্চলে ঐছে নেহারনি কুলজাগণ কুল নাশি।। কত অনুভাবহি অন্তর বিভাবিত ততহিঁ মনোহর হাস। ঐছন রূপ লাগি কৈছে সুরঙ্গিণি ধাই না মিলু […] keyboard_arrow_right
  • মুকুলিত বকুল কুসুমাঞ্চিত কেশ
    মুকুলিত বকুল কুসুমাঞ্চিত কেশ। রুচির চন্দন চারু চর্চ্চিত বেশ।। অভিনব জলধর দেহ তমালে। শোভিত পরিমল মালতী মালে।। মণিময় মকর কুণ্ডল শ্রুতি দেশে। তড়িদিব নব পীত বসন বিশেষে।। প্রতাপনারায়ণভণিত মধুপ। পরমপুরুষ পুরুষোত্তম রূপ।। keyboard_arrow_right
  • মুখ দ্বিজরাজ অলক কুলবঞ্চিত
    মুখ দ্বিজরাজ অলক কুলবঞ্চিত শ্রুতি অবগাহক দীঠে। অবনত ভাঙ দশনগণ নিরমল শুকসম ভাখন মীঠে।। মাধব তোহে মুনিগণ অবিশেষ। নিকরুণ কাম জিতএ কৈছে কামিনী মোহে কহবি উপদেশ।। পহিলহি স্বামি- বুঝই নাহি পারিএ নয়ন বয়নে কহ বাণী।। মন্দির ছোড়ি অতএ বনে আওলুঁ তুহুঁ সহজই বনবাসী। রতিপতি জিতি যৈছে তুয়া কিরিতি গোবিন্দদাস পরকাশী।। keyboard_arrow_right
  • মুঞি জানহুঁ হরি রাইক পরিহরি
    মুঞি জানহুঁ হরি রাইক পরিহরি স্বপনহুঁ আন না জান। বিদগধ-বাদে কোই পরিবাদব তেঞি কিয়ে তেজবি কান।। সুন্দরি নাগর নাহ সুজান। কুন্তল-পিঞ্ছে চরণ নিরমঞ্ছল অব কিয়ে সাধসি মান।। যাকর মুরলি আলাপনে কত কত কুল-রমণীগণ ভোর। তোহারি-প্রেম-ভরে বাত না নিকসই অতয়ে কি মানসি থোর।। প্রেমক দহন প্রেমপয়ে শীতল আন হোত নাহি আন। কিশলয় মলয়জ চন্দনে দগধই গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • মুরছল সহচরি মুরছল গোরি
    মুরছল সহচরি মুরছল গোরি। কো পরবোধব সবহুঁ বিভোরি।। তুরিতে মিলল তাহাঁ নন্দকুমার। সবহুঁ গোপীগণ নয়নে নেহার।। চেতন পাই উঠয়ে সচকীত। পাওল জীবন ভেল সম্বীত।। পুন না দেখিয়া রাই আকুল ভেল। ইহ যদুনন্দন হৃদি মাহা শেল।। keyboard_arrow_right
  • মুরলি রে মিনতি করয়ে বারে বার
    মুরলি রে মিনতি করয়ে বারে বার। শ্যামের অধরে রৈয়া রাধা রাধা নাম লৈয়া তুমি মেনে না বাজিও আর।। খলের বদনে থাক নাম ধরি সদা ডাক গুরুজনা করে অপযশ। খল হয় যেই জনা সে কি ছাড়ে খলপনা তুমি কেনে হও তার বশ।। তোমার মধুর স্বরে রহিতে নারিলাম ঘরে নিঝরে ঝরয়ে দুনয়ান। পহিলে বাজিলা ঘরে কুল শীল […] keyboard_arrow_right
  • মৃগনয়নী কি আরে ধনী চাঁদবদনী
    মৃগনয়নী কি আরে ধনী চাঁদবদনী।।ধ্রু।। রাজহংসী জিনি চলে সখী আশে পাশে। কনকের লতা যেন দুলিছে বাতাসে।। চলিতে চরণে কত পদ্ম পড়ি যায়। লাখে লাখে অলিরাজ চুম্বয়ে তায়।। হাতে পদ্ম পায়ে পদ্ম পদ্মগন্ধ গায়। পাদপদ্মে চাঁদের উদয় চকোর ভ্রমর ধায়।। চকোর ভ্রমর এক ঠাঁই দুঁহে লাগল দ্বন্দ্ব। ভ্রমর কহে কমল ফুটেছে চকর কহে চন্দ।। তড়িৎবরণী খঞ্জননয়নী […] keyboard_arrow_right
  • মৃগমদ চন্দন হারিদ কুঙ্কুম
    মৃগমদ চন্দন হারিদ কুঙ্কুম দেই গোয়ালিনি অঙ্গে। সিন্দূর দেই বদন নিরমঞ্ছই কবরি বনাওই রঙ্গে।। রোহিণি মঙ্গল করত সুঠান। ক্ষির সর ছেনা নবনি নব মোদক আঁচর ভরি করু দান।। ব্রজবধূ রাম- কদলি সম ঊরুযুগ মঙ্গলঘট কুচভার। গোকুল অখিল কলাবতী সম্পদ মঙ্গল করল বিথার।। নিজ পর ভেদ কোই নাহি জানত বিছুরল ধন জন গেহ। দীনবন্ধু ভণ হরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ