• সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্করি
    সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্করি। প্রেমাবেশে বিদায় হইলা গৌরহরি।। তিন দিন রাঢ় দেশে করিলা ভ্রমণ। কৃষ্ণ নাম না শুনিয়া করয়ে রোদন।। গোপবালকের মুখে শুনি হরিনাম। প্রেমানন্দে তাহাঁ প্রভু করিলা বিশ্রাম।। শ্রীচন্দ্রশেখরে পাঠাইয়া নবদ্বীপে। নিত্যানন্দ আইলা সঙ্গে গঙ্গার সমীপে।। গঙ্গাস্নান করিয়া চলিলা শান্তিপুরে। শ্রীচন্দ্রশেখর আইলা নদীয়া নগরে।। সভাকারে কহিলেন প্রভুর সন্ন্যাস। কান্দয়ে নদীয়ার লোক কান্দে প্রেমদাস।। keyboard_arrow_right
  • সপন দেখিয়া রাধার বরণ
    সপন দেখিয়া রাধার বরণ ভাবয়ে রসিক রায়। অতি সদুখিত হইলা বেকত কিছুই নাহিক ভায়।। সে বর নাগর গুণের সাগর ভাবিতে রাধার রূপ । বিরহ উঠল তৈখন হইল বিসম লেঠার কুপ।। পুরুব পিরিতি মনে পড়ি গেল সম্বিত না লয়ে চিতে। মধুর মুরুলি বদনে লইয়া আকুল করল গিতে।। “রাধা রাধা রাধা তুমি অনুরাধা দিয়া সে দরশ আসা। […] keyboard_arrow_right
  • সব নব নাগরি বররসে আগরি
    সব নব নাগরি বররসে আগরি রসভরে চলই না পারি। গুরুয়া নিতম্বভরে অঙ্গ টলমল করে হেরইতে কত মনোহারী।। দুহুঁক দুলহ দুহুঁ দরশনে পহিলহি আধ নয়ন অরবিন্দ। দুহুঁ তনু পুলকিত ঈষদবলোকিত বাড়ল কতই আনন্দ।। পহিলহি হাস সম্ভাষ মধুর দিঠে পরশিতে প্রেমতরঙ্গ। কেলিকলা কত দুহুঁ রসে উনমত ভাবে ভরল দুহুঁ অঙ্গ।। নয়নে নয়ান ঢুলাঢুলি উরে উরে অধরে অমিয়ারস […] keyboard_arrow_right
  • সভার পরাণ ধন এই নীলমণি
    সভার পরাণ ধন এই নীলমণি। তিল আধ আঁখি আড় না করিহ রাণি।। দেখিলে গোপিনীগণ উলসিত মনে। অঞ্জন বলিঞা পাছে পরয়ে নয়নে।। আর এক ভয় মোর অহনিশি আছে। চান্দ বল্যে রাহু এস্যে গরাসএ পাছে।। নবনি জিনিঞা তনু রবির উদয়ে। অবনি মিলাবে জানি প্রাণ কাঁপে ভয়ে।। দীনবন্ধু দাস বলে শুন নন্দরাণি। গলাএ গাথিঞা রাখ্য এই নীলমণি।। keyboard_arrow_right
  • সভারে সকল কাজে নিয়োজিয়া
    সভারে সকল কাজে নিয়োজিয়া আনন্দে নন্দের রাণী। কানুর শয়ন- ভবনে আসিয়া কহয়ে মধুর বাণী।। উঠহ বাছনি মু যাঙ নিছনি আলস করহ দূর। আসিয়া ছাওয়াল আঙ্গিনা ভরল উদয় করিল সূর।। রামের বসন পরিলা কখন কে নিল বসন তোর। রাতা উতপল নয়ন যুগল কি লাগি দেখিয়ে ভোর।। নীল-নলিন আতপে মলিন কেন না এমন দেহ। উনমত হৈয়া বুলহ […] keyboard_arrow_right
  • সভে মিলি বৈঠল কালিন্দি-তীর
    সভে মিলি বৈঠল কালিন্দি-তীর। ঝর ঝর সবহুঁ নয়নে বহ নীর।। কাঁহা গেও নাহ দুখ-সাগরে ডারি। অবলা-মতি কৈছে তরইতে পারি।। বিরহ-বিয়াধি-বিরামক-লাগি। গাওত তছু গুণ যামিনি জাগি।। বিষ-জল ব্যাল বর্ষ ভয়ে রাখি। অব কাহে মারসি অকরূণ আঁখি।। যবহুঁ চলসি বন গোধন সাথ। নিমিখে মানিয়ে জনু যুগ-শত যাত।। অব কৈছে তুয়া বিনে ধরব পরাণ। তব বচনামৃত না করিয়া […] keyboard_arrow_right
  • সভে মেলি ভজ ভাই শ্রীনন্দ নন্দন
    সভে মেলি ভজ ভাই শ্রীনন্দ নন্দন। গোপ গোপীগণ হন যার প্রাণধন।। কায় মনে ভজ ভাই নন্দকুমার। গোপ গোপী সঙ্গে যার নিত্য বিহার।। সখাগণ সঙ্গে আর বৃন্দাবন ধাম। সভাকার প্রাণ ভজ কৃষ্ণ বলরাম।। পিরীতি করিয়া ভজ রাম নন্দলাল। ব্রজবালা সঙ্গে আর রঙ্গিয়া রাখাল।। একান্ত করিয়া ভজ নব ঘনশ্যাম। শ্রীদাম সুদাম সঙ্গে আর বসুদাম।। বৃষভানু নন্দিনী ভজ […] keyboard_arrow_right
  • সময় জানি সব সখিগণ আই
    সময় জানি সব সখিগণ আই। আনন্দে মগন ভেল দুহুঁ-মুখ চাই। দুহুঁজন-সেবন সখিগণ কেল। চৌদিগে চান্দ হেরি রহি গেল।। নীলগিরি বেঢ়ি কিয়ে কনকের মাল। গোরি-মুখ সুন্দর ঝলকে রসাল।। বানরি রব দেই কখ্‌খটি নাদ। গোবিন্দদাস কহ শুনি পরমাদ।। keyboard_arrow_right
  • সময় জানি তব কাননদেবি
    সময় জানি তব কাননদেবি। ইঙ্গিতে বনহুঁ বসন্তহিঁ সেবি।। গন্ধচূর্ণ বহু আনল তাই। সব সখিগণ দেখি লেওল ধাই।। মণিময় কতশত পিচকারি আনি সহচরীগণে কহে গদগদ বাণী।। এক এক করি সব সহচরী নেল। শত শত কুসুমগেন্দু পুন দেল।। কুসুমক বারি ঝারি ভরি আনি। তাহে মিশাওল মৃগমদপানি।। ভরি পিচকারি কানু তাহা নেল। হেরইতে মাধব হরষিত ভেল।। keyboard_arrow_right
  • সমর সমাধিয়া যুগল কিশোর
    সমর সমাধিয়া যুগল কিশোর। আওল দুহুঁ যাহাঁ কুসুমহিণ্ডোর।। বৃন্দা দেবীরচিত ফুলদোলা। ঝূলয়ে দুহুঁ জন আনন্দে বিভোলা।। কুসুম বরিখে সব সহচরি মেলি। গাওত বহুবিধ মনসিজকেলি।। সুমেল করিয়া কত কত যন্ত্র। নাচত গাওত তাল স্বতন্ত্র।। দোলত দুহুঁ জল কুসুমহিণ্ডোরে। দুইদিগে দুই সখী দেই ঝকোরে।। তড়িত জড়িত জনু জলধর-কাঁতি। পরিমলে ধাওল মধুকর-পাঁতি।। অপরূপ দোলত কেলি-নিকুঞ্জে। দুহুঁ পর কুসুম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ