• এ ধনি এ ধনি করু অবধান
    এ ধনি এ ধনি করু অবধান। কহ পুন কি করব অনুচর কান।। পহিলহি তোহারি বচন পরমাণে। কিশলয় সাজলুঁ মদন শয়ানে।। চন্দ্রক পবন সঘন তনু দেল। যতিখণে শ্রমজল সব দুরে গেল।। বিগলিত চিকুর যতনে পুন সঁবরী। বকুলমাল সঞে বান্ধলুঁ কবরী।। অঞ্জনে রঞ্জলুঁ এ দুই নয়না। তাম্বূলে পূরলুঁ পঙ্কজ বয়না।। মৃগমদে লিখইতে উচ কুচজোর। কাঁপে চপল করপল্লব […] keyboard_arrow_right
  • এ ধনি এ ধনি বচন শুন
    এ ধনি এ ধনি বচন শুন। নিদান দেখিয়া আইলুঁ পুন।। দেখিতে দেখিতে বাঢ়ল ব্যাধি। যত তত করি না হয়ে সুধি।। না বান্ধে চিকুর না পরে চীর। না খায়ে আহার না পিয়ে নীর।। সোনার বরণ হইল শ্যাম। সোঙরি সোঙরি তাহার না।। না চিহ্নে মানুষ নিমিখ নাই। কাঠের পুতলী রৈয়াছে চাই।। তুলাখানি দিলুঁ নাসিকা মাঝে। তবে সে […] keyboard_arrow_right
  • এ ধনি এ ধনি বচন শুন
    এ ধনি এ ধনি বচন শুন। মাধব মিলয়ে বহুত পুণ।। এত পরিহার করয়ে যে। তাহারে সুন্দরি বঞ্চয়ে কে।। দোষ নাহি কছু নয়ানে চাহ। আপন সরস পরশ দেহ।। হাসিয়া সুন্দরী চাহল ফিরি। ও কর কমল ধয়ল হরি।। দুহুঁক পূরল মনের আশ। বিজন বিজই চৈতন্যদাস।। keyboard_arrow_right
  • এ ধনি হঠিনি কঠিনি তুয়া চীত
    এ ধনি হঠিনি কঠিনি তুয়া চীত। ইহ সব না হয় নাগরী রীত।। কর যড়ি সুন্দরি মাগোঁ পরিহার। মদনবেদনদুখ সহই না পার।। একবেরি রাখহ দেহ জীউ দান। আজনম তুয়া গুণ করবহু গান।। হঠ ছোড়ি বাহু ভিড়ি দেহ ধনি কোর। তুয়া পায়ে সোঁপলু ইহ তনু মোর।। ইঙ্গিতে অনুমতি দেঅলি রাই। কুটিল দৃগঞ্চলে মদন জাগাই।। নাগর নাগরী রস […] keyboard_arrow_right
  • এক তিল তিল আধ যো ধনী তুয়া বিনে
    এক তিল তিল আধ যো ধনী তুয়া বিনে জীবন রাখিতে সন্দেহ। সো চির পরিহরি তুহুঁ আয়লি হরি পুরে রহলি করি গেহ।। বিরহিনী তুহারি অবধি গণি অনুখণ নখর লিখব ক্ষিতি খোই। ঝামরি পাণি হানি উর পরি পুন পুন পামরী পাঁতরে রোই।। ধনী বহু কঠিনী অবহু জীউ রাখএ হামারি গমন প্রতিআশ। ভবন যাই ভণব যব ইহ সব […] keyboard_arrow_right
  • এক সে নাগরী কুলেরি কুমারী
    এক সে নাগরী কুলেরি কুমারী দেখিলাম যমুনার ঘাটে।। বুকের বসনে নয়ান মুছিছে তা দেখি পরান ফাটে।। কিসের লাগিয়া বয়ান মুছিছে বল দেখি সে কে। তাহার লাগিয়া কান্দে মোর হিয়া প্রাণ যে হরেছে সে।। সে হেন সুন্দরী রসের নাগরী এসেছে যমুনার জলে। জলের ছলা করি এসেছে কিশোরী দেখসিয়া সভে মিলে।। যদি হয় প্যারী সে হেন সুন্দরী […] keyboard_arrow_right
  • একতরুবর দেখ উপজল
    একতরুবর দেখ উপজল চারু সাখা ভেল তায়। দুটি চান্দ তাহে ফলল সুন্দর দুই ফল দেখ প্রায়।। ফলের উপরে পাঁচ সসোধর আচম্বিতে আসি রয়। ফলে ফলে ফুলে ফিরি ফিরি ফেরি খগে চান্দে আসি রয়।। ফণিতে মউর দেখয়ে রুপুর মেঘে মেঘে আচ্ছাদিয়া। করিন্যা করিনি ডাকিছে বেকত উঠহ প্রাণের পিয়া।। দারুন ননদি সাসুড়ি অবোধি অবোধ পাড়ার লোকে। নানা […] keyboard_arrow_right
  • একদিন ধনী নিকুঞ্জে বসিয়া
    একদিন ধনী নিকুঞ্জে বসিয়া গাঁথয়ে ফুলের হার। মল্লিকা মালতী পুষ্প নানা জাতি নাম লব কত তার।। শ্যামে না দেখিয়া মনেতে ভাবিয়া দূতীরে কহিছে বাণী। শ্যামচান্দ বিনে মিছাই সকল বন্ধুরে আন গা তুমি।। মদনে পীড়িত তনু জর জর সে শ্যাম নাগর বিনে। মাথে হাত দিয়ে দূতীরে কহয়ে মিলাও শ্যামের সনে। মধুর বচনে রাইকে তুষিয়ে গমন করিলা […] keyboard_arrow_right
  • একদিন মনে রভস কাজ
    একদিন মনে রভস কাজ। মালিনী হইলা রসিকরাজ।। ফুলমালা গাঁথি ঝুলাই হাতে। কে নিবে কে নিবে ফুকরে পথে।। তুরিতে আইলা ভানুর বাড়ী। রাই কহে কত লইবে কড়ি।। মালিনী লইয়া নিভৃতে বসি। মালা মূল করে ঈষৎ হাসি।। মালিনী কহয়ে সাজাই আগে। পাছে দিবা কড়ি যতেক লাগে।। এত কহি মালা পরায় গলে। বদন চুম্বন করয়ে ছলে।। বুঝিয়া নাগরী […] keyboard_arrow_right
  • একদেহ হয়া জীবেরে ভুলাও
    একদেহ হয়া জীবেরে ভুলাও এ কেমন তোমার কাজ। দ্বাপর যুগেতে গোপীর সহিতে সাধিলে হে নিজ কাজ।। গোপকুলে নাশি নদেপুরে আসি জনমিলা মিশ্র ঘরে। গউর বরণ শুন নবঘন ভেট দিল প্যারী তোরে।। তেঁই নদেপুরে গউর গউর বলে গউর নদীয়া চান্দ। যবে নাহি দেখি ঝুরে দুটী আঁখি কেন্দে কেন্দে যায় প্রাণ।। মাণিকচান্দের মনে আন নাই জানে গৌর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ