• যাহে লাগি গুরু গঞ্জনে মন রঞ্জলুঁ
    যাহে লাগি গুরু গঞ্জনে মন রঞ্জলুঁ দুরজন কি কি নাহি কেল। যাহে লাগি কুলবতি বরত সমাপলুঁ লাজে তিলাঞ্জলি দেল।। সজনি জানলুঁ ঠিন পরাণ। ব্রজপুর পরিহরি যাওব সো হরি শুনইতে নাহি বাহিরাণ।। যো মঝু সরস সমাগম-লালসে মণিময় মন্দির ছোড়ি। কণ্টক-কুঞ্জে জাগি নিশি বাদর পন্থ নেহার মোরি।। যাহে লাগি চলই চরণ বেঢ়ল ফণি মণি-মঞ্জির করি মানি। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • শুন শুন কহি পরাণ সজনি
    শুন শুন কহি পরাণ সজনি আজুক স্বপনরীত। পিয়া আসি মোরে আলিঙ্গন করে আনন্দে আকুল চীত।। বদনে বদন করয়ে চুম্বন অধরে অধর দিয়া। ভুজে ভুজে বান্ধি উরে উরে ছান্দি হিয়ার উপরে হিয়া।। হেনই সময়ে চেতন হইল বুঝিতে নারিলুঁ কাজ। কিয়ে হয়ে নহে এমত করয়ে নিচয়ে নাগররাজ।। বিধির বিধান কি জানি কেমন সেহ কি এমন হবে। এ […] keyboard_arrow_right
  • শুন শুন নিঠুর কানাই
    শুন শুন নিঠুর কানাই। ব্রজে যাই পেখহ রাই।। কিশলয় রচিত কুটীরে। শয়নে না বান্ধই থীরে।। সো অবলা কুলবালা। কত সহ বিরহক জ্বালা।। ঘামে ঘরমাইত দেহ। গলি গলি যায়ত সেহ।। নুনিক পুতলি তনু তায়। আতপতাপে মিলায়।। হেরি সখি হরল গেয়ান। কণ্ঠহিঁ আওত প্রাণ।। দীঘল দিবস না যায়। কান্দিয়া রজনি পোহায়।। কবহুঁ ঐছে মুরছান। যামিনি দিবস না […] keyboard_arrow_right
  • শ্রীপ্রভু করুণস্বরে ভকত প্রবোধ করে
    শ্রীপ্রভু করুণস্বরে ভকত প্রবোধ করে কহে কথা কান্দিতে কান্দিতে। দুটি হাত জোড় করি নিবেদয়ে গৌরহরি সবে দয়া না ছাড়িহ চিতে।। ছাড়ি নবদ্বীপ বাস পরিলু অরুণ বাস শচী বিষ্ণুপ্রিয়ারে ছাড়িয়া। মনে মোর এই আশ করি নীলাচলে বাস তোমা সবার অনুমতি লৈয়া।। নীলাচল নদীয়াতে লোক করে যাতায়াতে তাহাতে পাইবা তত্ত্ব মোর। এত বলি গৌরহরি নমো নারায়ণ স্মরি […] keyboard_arrow_right
  • সই, কি আজু দেখিল রঙ্গ
    সই, কি আজু দেখিল রঙ্গ। আজু গিয়াছিনু যমুনার কূলে দুই চারি জন সঙ্গ।। এক কালা দেহ, বসন ভূষণ চূড়াটি টলিয়া বামে। হেরম্ব অনুজ তাহে আরোপিত বেড়িয়া কুসুমদামে।। তার মাঝ দিয়া ময়ূরের পাখা হেলিছে দুলিছে বায়। যেমন রবির সুতার তরঙ্গ লহরী তেমতি প্রায়।। তাহে শশধর মলয় চন্দন তার মাঝে গোরোচনা। তাহার সৌরভ পেয়ে অলিকুল করে আসি […] keyboard_arrow_right
  • সজনি কি কহব তোহারি সোহাগ
    সজনি কি কহব তোহারি সোহাগ। সো প্রিয়তম তন বয়ন নয়ন মন এক তোহারি অনুরাগ।।ধ্রু।। কত কত নাগরী সব গুণে আগরি করু কত নয়নতরঙ্গ। সো যব আওল কছু ও না জানল তুয়া রস গমনতরঙ্গ।। তুয়া গুণ গুণিগুণি কুঞ্জসদনে পুনি জর জর বিরহ হুতাশ। প্রেমতরঙ্গিণী তুহু রসরঙ্গিণী অব চলু সো পিয়াপাশ।। বহু মণিভূষণ জানহু দূষণ যো রহে […] keyboard_arrow_right
  • সুন্দরি আর কত সাধসি মান
    সুন্দরি আর কত সাধসি মান। তোহারি অবধি করি নিশি দিশি ঝুরি ঝুরি কানু ভেল বহুত নিদান।।ধ্রু।। কি রসে ভুলায়লি ও নব নাগর নিরবধি তোহারি কান।। পুরুখ বধের হেতু তুহুঁ অভিমানলি কোন শিখায়ল রীতে। লেহ বিচ্ছেদ পুন সহই না পারিয়ে গোবিন্দদাসিয়া কহ নীতে।। keyboard_arrow_right
  • সূর্জের নন্দিনী ধনী করপুটে কহে বাণী
    সূর্জের নন্দিনী ধনী করপুটে কহে বাণী “শুন, প্রভু জগত-ইশ্বর। মুই হয় কন ছার কিবা জানি সুবেভার জাহ তুমি গোকুল-নগর।। হাম সত্য ভাগ্যবতী সংসারে নাহিক কতি, জার পদ ধিআনে না পায়ে। সে জন আমার মাঝে গোকুল-নগরে সাজে মোরে কৃপা করিতে জুয়ায়ে।। তুমি দীনবন্ধু নাম অশেষ সুখের ধান পতিতপাবন নাম ধর। মোরো নীরে করি স্নান, জদি কর […] keyboard_arrow_right
  • হরি যব হরিখে বরিখে রসবাদর
    হরি যব হরিখে বরিখে রসবাদর সাদরে পূছয়ে বাত। নিরখি বদন তোরি আকুল সো হরি নিজ শিরে ধরু তুয়া হাত।। মানিনি কীয়ে কঠিন তুয়া মান। ছলে কত দিঠিজলে নাহ তোহে সাধল পালটি না হেরলি কান।।ধ্রু।। যছু গুণে গুণিগণ ঝুরয়ে রাতি দিন তুয়া গুণে উনমত সোই। বিনী অপরাধে তাহে উপেখলি জনম গোঙায়বি রোই।। তাকর বচন শ্রবণে নাহি […] keyboard_arrow_right
  • হামারি নিঠুরপনা শুনই ইন্দুমুখি
    হামারি নিঠুরপনা শুনই ইন্দুমুখি ভাঙ্গই প্রেম-অঙ্কুর। দুখিত হৃদয় মাহা ধৈরজ করি পুন ও রস করে জানি দূর।। কিয়ে জানি পাপহি মদন-কদন-শরে তেজ নিরুপম দেহ। হাহা মনোরথ সব কৈল আনমত কি করব অব হাম থেহ।। অব মঝু অন্তর জ্বলত তুষানলে সহই না পারই অঙ্গে। বিরহ সমীরণে বাঢ়ই পুন পুন দারুণ মদন-তরঙ্গে।। ধিক যৌবন ঘন জীবন আভরণ […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ