• মোর অপরাধ ক্ষেম
    মোর অপরাধ ক্ষেম। এ দেহ ধরিয়া হেন না করিব হেনক না হয় যেন।। প্রভু ভগবান্‌ আকার কারণ করণ প্রবণ ধাতা। নিশা তর তম চন্দ্র দিবাকর ব্রহ্মাণ্ডেতে গতায়াতা।। তুমি চরাচর তুমি সে সত্যর ভৈবর আগম সার। যার নাহি পায় গমন বিচার যাহাতে না পায় পার।। ক্ষেম ক্ষেমতম অন্ধকার ভূম অথির নিবিড় গতা। তুমি সে পুরুষ ভূষণ […] keyboard_arrow_right
  • শুন গো মরমসখি তোরা
    “শুন গো মরমসখি তোরা । নিশি অবশেষে কালে ঘুমে অচেতন ভালে সপনে দেখিল চিতচোরা।। একে নবঘনস্যাম পিতবাস অনুপাম বান্ধা চূড়া নানা ফুল দিয়া। হাসিয়া নাগর রায় আসিয়া বৈঠল ঠায় দুটি করে কর আরোপিয়া।। একে হাম বিরহিনি কহিল কঠিন বানি কোপে দিল কর ছাড়াইয়া। পুনরপি করে ধরি সেই না রসিক হরি বসাইলা জতন করিয়া।। সুতল চতুর […] keyboard_arrow_right
  • শুন গো সজনি পরমাদ শুনি
    শুন গো সজনি পরমাদ শুনি রাধার ঐছন দশা। বিরহে আকুল রসময় কান সঘনে নিশ্বাস নাসা।। করেতে আছিল মোহন মুরলী তাহা না পড়িল কতি। কমল-নয়নে লোর বহি ঘনে ভাসিয়া চলল তথি।। অঙ্গের সৌরভ এ চুয়া চন্দন ভূষণ কৌস্তূভ-মণি। এ সব তিতিয়া চলল ভাসিয়া বিরহে চতুরমণি।। সে মোর প্রেয়সী প্রেমময় রাধা শুধুই সুধার রাশি। দাঁড়ায়ে দেখই ও […] keyboard_arrow_right
  • শুনগো সজনি পরমাদ শুনি
    “শুনগো সজনি পরমাদ শুনি রাধার ঐছন দশা।” বিরহে আকুল রসময় কান সঘনে নিশ্বাস নাসা।। করেতে আছিল মোহন মুরলী তাহা না পড়িল কতি। কমলনয়নে লোর বহি ঘনে ভাসিয়া চলিল তথি।। অঙ্গের সৌরভ এ চূয়া চন্দন ভূষণ কৌস্তূভমণি। এ সব তিতিয়া চলল ভাসিয়া বিরহে চতুরমণি।। “সে মোর প্রেয়সী প্রেমময়ী রাধা শুধুই সুধার বাশি। দাঁড়ায়ে দেখই ও মুখমণ্ডল […] keyboard_arrow_right
  • শ্যাম-মুখ হেরি আকাশের বিধু
    শ্যাম-মুখ হেরি আকাশের বিধু মলিন হইয়াছিল। এখন পূর্ণকলা হয়ে উদয় হউক এখন সে চাঁদ গেল।। কানুর সে দুটি নয়ান হেরিয়া খঞ্জন আছিল কতি। এখন আসিয়া ফিরুক নাচিয়া মাথুর পরাণপতি।। পিয়ার নাসার গঠন দেখিয়া খগেন্দ্র গেছিল দূর। এখন আনন্দে পরণ সানন্দে দেখা দেও অনুকূল।। কানুর অধর সুরঙ্গ দেখিয়া বান্ধুলি মলিন ছিল । আপনার রঙ্গ করুক সুন্দর […] keyboard_arrow_right
  • শ্যাম-মুখ হেরি আকাশের বিধূ
    শ্যাম-মুখ হেরি আকাশের বিধূ মলিন হইয়াছিল। এখন পূর্ণ কলা হয়ে উদয় হউক এখন সে চাঁদ গেল।। কানুর সে দুটি নয়ান হেরিয়া খঞ্জন আছিল কতি। এখন আসিয়া ফিরুক নাচিয়া মাথুর পরাণপতি।। পিয়ার নাসার গঠন দেখিয়া খগেন্দ্র গেছিল দূর। এখন আনন্দে পরম সানন্দে দেখা দেও অনুকূল।। কানুর অধর সুরঙ্গ দেখিয়া বান্ধুলি মলিন ছিল। আপনার রঙ্গ করুক সুন্দর […] keyboard_arrow_right
  • সোণার পুথলি অবনী-উপরে
    সোণার পুথলি অবনী-উপরে যেন ঘন পড়ি যায়। নিশ্বাস-হুতাশে নাসার মুকুতা হেলিছে দুলিছে বায়।। তা দেখি গোপিনী মনে অনুমানি রাধা মনে আছে জিয়া। হেন মনে ছিল রাধা কি বাঁচিব এহেন বিরহ পেয়া।। “উঠ উঠ, ধনী, রাধা বিনোদিনি, এত অগেয়ান কেনে। যে দেখি তোমার চরিত বেভার পরাণ হারাবে মেনে।।” এত বলি এক মর্ম্মসখী ছিল ধরিয়া তুলিল রাধা। […] keyboard_arrow_right
  • সোনার পুথলি অবনী উপরে
    সোনার পুথলি অবনী উপরে যেন ঘন পড়ি যায়। নিশ্বাস হুতাশে নাসার মুকুতা হেলিছে দুলিছে যায়।। তা দেখি গোপিনী মনে অনুমানি রাধা মেনে আছে জিয়া। হেন মনে ছিল রাধা কি বাঁচিব এহেন বিরহ পেয়া।। উঠ উঠ ধনি রাধা বিনোদিনি এত অগেয়ান কেনে। যে দেখি তোমার চরিত বেভার পরাণ হারাবে মেনে।। এত বলি এক মর্ম্মসখী ছিল ধরিয়া […] keyboard_arrow_right
  • হেন বেলে প্রবেশিল পুরে
    হেন বেলে প্রবেশিল পুরে। শুনি শকটের রোল করে সবে উতরোল চলে সবে শ্যাম দেখিবারে।। যশোদা রোহিণী ধায় মৃত তরু যেন প্রায়- “কোথা কৃষ্ণ হলধর মোর। দেখিয়ে নয়ন ভরি বদন চুম্বন করি সুখের নাহিক কিছু ওর।।” গোপগোপী পুরবাসী চলে সবে প্রেমে ভাসি কৃষ্ণ-হলধর পূরে। গিয়ে যমুনার ধারে দেখিল শকট ‘পরে তাথে নাই কৃষ্ণ-হলধরে।। বিস্মিত হইয়া চিতে […] keyboard_arrow_right
  • হেন বেলে প্রবেশিল পুরে
    হেন বেলে প্রবেশিল পুরে। শুনি শকটের রোল করে সবে উতরোল চলে সবে শ্যাম দেখিবারে।। যশোদা রোহিণী ধায় মৃত তরু যেন প্রায় কোথা কৃষ্ণ হলধর মোর। দেখিয়ে নয়ন ভরি বদন চুম্বন করি সুখের নাহিক কিছু ওর।। গোপ গোপী পুরবাসী চলে সবে প্রেমে ভাসি কৃষ্ণ হলধর আইল পুরে। গিয়ে যমুনার ধারে দেখিল শকটপরে তাথে নাই কৃষ্ণ হলধরে।। […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ