কঞ্জ নয়নে বহে সুরধূনি ধারা। নাহি জানে দিবানিশি প্রেমে মাতোয়ারা।। নাচত পহুঁ মোর নিতাই রঙ্গিয়া। পূরব বিলসিত সঙ্গে সব রঙ্গিয়া।। বাজত দ্রিমি দ্রিমি মৃদঙ্গ সুনাদ। দ্রিমি দ্রিমি উনমত সঙ্গে উন্মাদ।। শিরপর পাগড়ী বান্ধয়ে নট পটিয়া । কটি আঁটি পরিপাটি পরে নীল ধটিয়া।। আবেশে অবশ অঙ্গ চলন ধীরে ধীরে। ভাইয়ার ভাবে গদগদ আঁখি নাহি মেলে।। আজানুলম্বিত […]
keyboard_arrow_right