* * * * চির পুণ্যফলে বিহি আনি মিলায়ল অম্বিকা নগরে পূর্ণ ইন্দু।। অদ্বৈত তপস্যা বলে আসিলেন ভূমণ্ডলে গোলোক হইতে রাধানাথ। রাধাভাব অঙ্গিকরী আপনে কৃষ্ণ অবতরি সাঙ্গোপাঙ্গ পারিষদ সাথ।। অনর্পিত প্রেমধন কৃষ্ণ নাম সংকীর্তন গোরীদাস ভাণ্ডারে ভরিল। গৌর নিতাই আজ্ঞাবলে উদ্ধারিল ভূমণ্ডলে দুই ভাই প্রকট রাখিল।। উচ্চনীচ যত ছিল প্রেম জলে ভাসাইল গৌরীদাস প্রেমের ভাণ্ডারী। […]
keyboard_arrow_right