• জননী বিদায় করি গোষ্ঠেতে চলিলা হরি
    জননী বিদায় করি গোষ্ঠেতে চলিলা হরি কহয়ে শুনহ আরে ভাই। না যাইব কোন মাঠে চল সভে গিরিতটে হাঁকাইয়া দেহ সব গাই।। গোবিন্দকুণ্ডের জল মনোহর সুশীতল তৃণ সব আছে সুকোমল। তাহে ধেনু নিয়োজিয়া খেলিব বুলিব যাঞা দেখিব কেমন গিরিতল।। শুনিয়া বলাই সুখে শিঙ্গা দিয়া চাঁদমুখে ধবলী শাঙলী বলি ডাকে। পিশঙ্গী মাণিকস্তনী বলি ডাকে গুণমণি ধেনু সব […] keyboard_arrow_right
  • তেজ মন হরি-বিমুখনকে সঙ্গ
    তেজ মন হরি-বিমুখনকে সঙ্গ। যাকো সঙ্গহি কুমতি উপজতহিঁ ভজনহি পড়ত বিভঙ্গ।। সতত অসত-পথ লেই যো যায়ত উপজত কামিনি-সঙ্গ। শমন-দূত পরমায়ু পরীখত দূরহিঁ নেহারত রঙ্গ।। অতয়ে সে হরিনাম সার পরম মধু পান করহ ছোড়ি ঢঙ্গ। কহ মাধো হরি-চরণ-সরোরুহে মাতি রহু জনু ভৃঙ্গ।। keyboard_arrow_right
  • নন্দ-দুলাল নাচত ভাল
    নন্দ-দুলাল নাচত ভাল যশোদা তাহে ধরত তাল সবহুঁ বোলত ভাল ভাল হেরি মোহিত ব্রজকি নারি। জলদ-নিন্দি সুন্দর শ্যাম কণ্ঠ হি মণি মোতিম-দাম বিন্দু বিন্দু চুয়ত ঘাম তাহে অধিক হোয়ে মাধুরি।। যশোদা রচিত সুন্দর সাজ মোহন নাচত আঙ্গিনা মাঝ সবহুঁ ভুলত নিজহি কাজ হেরি নয়ন-ভঙ্গি-চাতুরি। হিলত অঙ্গ বিবিধ রঙ্গ হেরি সবহুঁ পুলক অঙ্গ তাহে কতহি মদন […] keyboard_arrow_right
  • নন্দের ঘরণী শুনহ কাহিনী
    নন্দের ঘরণী শুনহ কাহিনী তুরিতে চলহ ঘরে। রাইয়ের বিলম্ব হইলে জটিলা বিষম জানি সে করে।। সাজায়া কাছায়া রাধারে লইয়া যাউক তোমার লোকে। জটিলা তোমার দেখিয়া বেভার ভরসা বান্ধুক বুকে।। কুটিলা কুমতি সদাই কুরীতি ছিদ্র চাহিয়া বুলে। বড় সে বাউড়ি কথার বাগুড়ি কোণেতে বসিয়া তোলে।। শুনিয়া বচন চলিলা ভবন কানুরে বিদার দিয়া। শেখর হাসিয়া নাগরে ঠারিয়া […] keyboard_arrow_right
  • বট ভাণ্ডিরে যাবি কানাই আয় রে আয়
    বট ভাণ্ডিরে যাবি কানাই আয় রে আয়। বরজ-বালক সব তোর মুখ চায়।। ধেনু তৃণ নাহি খায় তোহারি ধেয়ানে। উচ্চ-পুচ্ছে ধায় সব ব্রজপুর পানে।। যমুনার তীরে যত রাখালের মেলা। নাহিক নটন গীত নাহি কারু খেলা।। তো বিনু নাহিক মুখ গহন কাননে। যাদবেন্দ্র ডাকে ঝাট দেও দরশনে।। keyboard_arrow_right
  • বলরাম আগে কহিছে কানাই
    বলরাম আগে কহিছে কানাই– “বড় দিল মনে দুখ। চোরা ধেনু হেদে বনেতে হইতে গেছিল মথুরা-মুখ।। তাহা ফিরাইতে তেঁইসে বিলম্ব শুন বলরাম দাদা। তোমা ছাড়া হয়ে তবে কিবা থাকি পরাণ এখানে বাঁধা।।” “ভাল হৈল ভাই আসিয়া মিলিলে বলকি খেলাবে খেল। তুরিত করিয়া খেলিয়া দুলিয়া ঘরে রে যাইব চল।। আজি যবে আসি গোঠেতে সাজিয়া দেখেছি বনেতে ভয়। […] keyboard_arrow_right
  • বলাই দাদা এই বার আমার
    বলাই দাদা এই বার আমার আঁখি বান্ধি ধররে। লুকাগ রে রাখালগণে করি আমি অন্বেষণে ধরে এনে দিব তোমার করে রে।। আমি একবার যারে ছোঁব তার সঙ্গে পোস লিব একে একে চড়িব সব কান্ধে রে। শুনরে কানাই ভাই রাখালে ধরতে পারিবে নাই ভুলিয়া যাই বা কোন খানে রে।। পথ ভুলিবরে যখন বাঁশিতে গাইব তখন এইবার দাদা […] keyboard_arrow_right
  • বিলাস সম্বরি নাগর নাগরী
    বিলাস সম্বরি নাগর নাগরী বসিলা কুসুম শেজে। শ্রমেতে আকুল খসল দুকূল কিশোরী বিকল লাজে।। বিলাস মন্দিরে গবাক্ষদুয়ারে রহিয়া সকল সখী। মনের উল্লাসে দেখিয়া বিলাসে শীতল হইল আঁখি।। দেখি অবসরে সখিনী সত্বরে পশিলা বিলাসঘরে। দোঁহারে লইয়া যতন করিয়া ছরম করল দূরে।। সুশীলা সুন্দরী নীরে পূরি ঝারি দেঅল দোঁহার করে। উঠিয়া দুজন পাখালি বদন বসন ভূষণ পরে।। […] keyboard_arrow_right
  • ভাগ্যবতী যমুনা মাঈ
    ভাগ্যবতী যমুনা মাঈ। যার এ কূলে ওকুলে ধাওয়া ধাই।। শ্বেত শাঙল দোন ভাই। যার জলে দেখে আপন ছাই।। যমুনার জলে কিবা শোভা। এ যদুনন্দন—মনলোভা।। keyboard_arrow_right
  • মঝু কর ছোড়হ নাগর কান
    মঝু কর ছোড়হ নাগর কান। কো জানে কৈছন সুরতিক দান।। হাম অবলা তাহে মতি অতি হীনা। হাম কাঁহা পাঅব দান দছিনা।। সুরতিক মুরুতি কবহুঁ না দেখি। সখীগণে পূছব ইহ করি সাখি।। যব হামে মীলব শুন বর কান। তব তোহে দেঅব সুরতিক দান।। কবহুঁ না শুনল সুরতিক নাম। আজু তুহুঁ মোহে কহলি অনুপম।। কাহে মিনতি করু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ