• অনেক তপের ফলে বিহি আনি দিল মোরে
    অনেক তপের ফলে বিহি আনি দিল মোরে সে হেন আদর নটরায়। কোন অপরাধ হল জননী ছাড়িয়ে গেল হেনক আমার ভায়।। সে হেন নবীন তনু যেন পদ কর ভানু হিঙ্গুলে গঞ্জিত বিষধরে। নবঘন তনুখানি অঞ্জনে দলিত শ্রেণী নয়ন কমল শশধরে।। কিবা সে মধুর হাসি মধু ঝরে রাশি রাশি নবীন কোকিল জিনি বোলে। করিশুণ্ড হল জিনি বাহুর […] keyboard_arrow_right
  • অনেক যতনে কৃষ্ণ না হয় চেতন
    অনেক যতনে কৃষ্ণ না হয় চেতন। কৃষ্ণ-মুখ পানে চায়্যা করয়ে রোদন।। ভাবাবেশ দেখি সুবল ভাবে মনে মনে। রাধা রাধা বলিয়া ডাকয়ে ঘনে ঘনে।। রাধানাম শুনি কৃষ্ণ চেতন হইলা। কান্দিতে কান্দিতে সুবল কহিতে লাগিলা।। অতি যতনের নিজ হার দেহ মোরে। তুরিতে গমন করি রাধার মন্দিরে।। এতেক শুনিয়া কৃষ্ণ আনন্দ হইলা। খসাইয়া নিজ হার সুবলেরে দিলা।। কৃষ্ণহার […] keyboard_arrow_right
  • অপযশ লাগিয়া তুহুঁ অতি চিন্তিত
    অপযশ লাগিয়া তুহুঁ অতি চিন্তিত চিন্তা অব নাহি করই। সো ঘর বাহির অব নাহি হোয়ত ক্ষিতি-তলে নিজতনু ধরই।। নয়নক লোর লেশ নাহি আওত ধারা অব নাহি জানত বিরহক তাপ অবহুঁ নাহি জানত অনিমিখ লোচনে রহই।। ললিতা বদনে বদনহি দেওত শ্রুতি-মূলে তুয়া নাম কহই। শ্বাসক লেশ লেশ পর গীরত ইথে বুঝি জীবন রহই।। তুহুঁ অতি মন্থর […] keyboard_arrow_right
  • অপরূপ চাঁদ উদয় নদীয়াপুরে
    অপরূপ চাঁদ উদয় নদীয়াপুরে তিমির না রহে ত্রিভুবনে। অবনীতে অখিল জীবের শোক নাশল নিগমনিগূঢ় প্রেমদানে।। (আরে মোর) গৌরাঙ্গ সুন্দর রায়। ভকত-হৃদয়- কুমুদ পরকাশল অকিঞ্চন জীবের উপায়।।ধ্রু।। শেষ শঙ্কর নারদ চতুরানন নিরবধি যাঁর গুণ গায়। সো পহুঁ নিরুপম নিজগুণ শুনাইতে আনন্দে ধরণী লোটায়।। অরুণ নয়ান কিয়ে বরুণ-আলয় হেন বরিষয়ে প্রেমসুধা-জল। যদুনাথ দাস বলে জীবের করমফলে প্রসবে […] keyboard_arrow_right
  • অপরূপ রাইক চরীত
    অপরূপ রাইক চরীত। নিভৃত নিকুঞ্জ মাঝে ধনি সাজয়ে পুন পুন উঠয়ে চকীত।।ধ্রু।। কিশলয়শেজ বিছায়ই পুন পুন জারত রতনপ্রদীপ। তাম্বুল কপূর খপুর পুন রাখয়ে বাসিত বারি সমীপ।। মলয়জ চন্দন মৃগমদ কুঙ্কুম পুন তেজত পুন লাই। সচকিত নয়নে নেহারই দশদিশ কাতরে সখিমুখ চাই।। কিঙ্কিণি কঙ্কণ মণিময় আভরণ পহিরত তেজত তাই। সখিগণ হেরি কতহু পরবোধয়ে জ্ঞানদাস কহ ধাই।। keyboard_arrow_right
  • অবুধ সুনারী হেরি বর নাগর
    অবুধ সুনারী হেরি বর নাগর কহইতে বাসই লাজ। বিরহ বেয়াধি সহই নাহি পারই অতএ লুঠই মহিমাঝ।। সজনি জানলোঁ ধনী মনকাম। রাইক জীবন যদি পুন রাখবি অবহিঁ মিলাওবি শ্যাম।। তুহুঁ চতুরাই রসিকপণ জানসি রঙ্গিণি সঙ্গিনি মাঝ বিদগধ নাহ বাহ ধরি আনবি সাধবি ধনী মনকাজ।। শুনি পহু সহচরি কত আশোয়াসল আওল মাধব পাশ। দীনবন্ধু সখি নাগর করে […] keyboard_arrow_right
  • অসিত পক্ষে শশী যেন দিনে দিনে দেখি
    অসিত পক্ষে শশী যেন দিনে দিনে দেখি দিন দিপতি ক্ষীণদেহা। মুকুলিত নয়ন কমলজল বরিখয়ে হেন তুয়া অপরূপ নেহা।। মাধব পুছসি জনি অনুরাগ। সরোবর শোষে সফরি জনু আকুল রাই জিবই পুনভাগ।। ধ্রু।। তৃণাধিক দুবর অঙ্গ ভঙ্গ ভয়ে সখিগণ না পরশে পাণি। কমল পনসে পরন নাহি দেওই উড়ি চলত অনুমানি।। পুছইতে উত্তর শকতি নাহি রাইক শ্বাসে জীবন […] keyboard_arrow_right
  • আওল আঘণ মাহ নিবারণ
    আওল আঘণ মাহ নিবারণ কোন করব সে নিতান্ত। সব বিরহিনি-জন দেহ-বিঘাতন যাহে ঘন শীত কৃতান্ত।। (শুন) সহচরি এবে ভেল মরণ বিশেষ। পুনরপি গৌর-কিশোর চিতে হোয়ত ভরসা দুখ অবশেষ।।ধ্রু।। নিজ সহচরিগণ আওত নাহি পুন কারো মুখে না শুনিয়ে বাত। তব কাহে ধৈরজ মানব অন্তর অতয়ে মরণ অবঘাত।। যদি পুন সপনে গৌর-মুখ-পঙ্কজ হেরিয়ে দৈব-বিধান। তবহি সফল করি […] keyboard_arrow_right
  • আওল আশ্বিন বিকশিত সব দিন
    আওল আশ্বিন বিকশিত সব দিন থল-জল-পঙ্কজ ভাল। মুকুলিত মল্লি কুসুম ভরে পরিমলে গন্ধিত শারদ কাল।। সজনী কত চিত ধৈরজ হোই। কোমল শশিকর-নিকর সেবন পর যামিনি রিপু সম মোই।।ধ্রু।। সো শচিনন্দন করুণা-পরায়ণ যা পর নিরদয় ভেল। তাকর সুখময় সময় বিপদময় লাগয়ে যৈছন শেল।। ঘুম-হিন লোচন বারি ঝরত ঘন জনু জলধর বহ ধার। ক্ষিতি পর সোই রোয়ে […] keyboard_arrow_right
  • আওল পৌষ মাহ অতি দারুণ
    আওল পৌষ মাহ অতি দারুণ তাহে বন শিশির-নিপাত। থরহরি কম্পি কলেবর পুন পুন বিরহিনি পর উতপাত।। সজনী অব কি হেরব গোরা-মুখ। গণি গণি মাহ বরিখ অব পূরল ইথে পুন বিদরয়ে বুক।।ধ্রু।। তোমারে কহিয়ে পুন মরমক বেদন চিত মাহা কর বিশোয়াস। গৌর-বিরহ-জরে ত্রিদোষ হৈয়াছে যারে তাহে কি ঔষধ অবকাশ।। এত শুনি কাহিনি নিজ সব সঙ্গিনি রোই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ