• স্তোককৃষ্ণ গোপালজীউ শ্যামলবরণ
    স্তোককৃষ্ণ গোপালজীউ শ্যামলবরণ। হরিত বরণ তার পিন্ধন বসন।। দ্বিরদশাবক গতি বিক্রমে বিশাল। গীমদোলনে দোলে গলে বনমাল।। কৃষ্ণক্রীড়া আমোদেতে তনু উলসিত। অবিরত মুরলী মধুর গায় গীত।। নানা আভরণ অঙ্গে করে ঝলমল। অঙ্গে দোলে বনফুল শ্রবণে কুণ্ডল।। keyboard_arrow_right
  • হরি উর পরে শুতলি বালা
    হরি উর পরে শুতলি বালা। কালিন্দী পূজল যৈছে চম্পকমালা। কানু ধরল ধনি ভুজযুগ মাঝ। কমলে বেঢ়ল যৈছে মধুকর সাজ।। রতিরস আলসে দুহুঁ তনু ভোরি। লখই না পারিয়ে শ্যাম কিশোরী।। কহ কবিশেখর দুহুঁ গুণ জানি। দুহুঁ দোহাঁ মিলন দুহুঁ মন মানি।। keyboard_arrow_right
  • হরি হরি আমার এমন কবে হবে
    হরি হরি আমার এমন কবে হবে। বিষয় দারুণ বিষ জঞ্জাল ছুটিবে।। দারাসুখভোগে মুঞি হইব বিরকত। শরণ লইব শুক বৈষ্ণব ভাগবত।। করঙ্গ কোথলি হাতে গলায় কাঁথা দিয়া। মাধুকরী মাগি খাব ব্রজবাসী হৈয়া।। সংসার সুখের মুখে আনল জ্বালিয়া। থু থু করিয়া কবে যাইব ছাড়িয়া। জাতি কুল অভিমান সকল ছাড়িব। গোপাল দাসের আশা কত দিবসে ফলিব।। keyboard_arrow_right
  • হরি হরি কি পুছসি ক্রন্দন-রীত
    হরি হরি কি পুছসি ক্রন্দন-রীত। সো বিনি দোখে রোখে পরিবাদল অতয়ে বেয়াকুল-চীত।।ধ্রু।। কাহে হাম বোলব কো দুখ জানব কো পরবোধব রাধা। কো মৃত দেখি জিবন পরকাশব বিঘটন করই সমাধা।। গণি গণি এহ থেহ নহি পায়ই বৈঠল কুঞ্জ-কুটীরে। তৈখনে আয়ল তুহুঁ সম্বাদলি সুধা-রসে সেঁচলি শরীরে।। সো যদি হেরি পুনহি মোহে দোখই তব কিয়ে হোয়ব মোর। রাসানন্দ […] keyboard_arrow_right
  • হরিভূজকলিতমধুর মৃদুলাঙ্গা
    হরিভূজকলিতমধুর মৃদুলাঙ্গা। তদমল মুখ শশিবিলসদপাঙ্গা।। রাধা ললিত বিলাসা। অধিরতি-শয়ন মজনি মৃদুহাসা।।ধ্রু।। অসকৃদুদদিত ঘন-পরিরম্ভা। খর নখরাঙ্কুশদিত কুচ-কুম্ভা।। স্মর-শর খণ্ডিত ধৃতিমতিলজ্জা। প্রেম-সুধা-জলধি কৃত মজ্জা।। সরভস-বলিত রদচ্ছদপানা। শ্রম-সলিলাপ্লুত বপুরপিধানা। কঙ্কণ কিঙ্কিণী ঝঙ্কৃত রুচিরা। পরিমল মিলিত মধুব্রত নিকরা।। মৃগমদ-রস-চর্চিতনব নলিনা। কৃতিধর তিমিত চিকুরাবৃত বদনা।। বল্লভ রসিক কলারস সারা। সফলী কৃত নিজ মধুরিক-ভারা।। keyboard_arrow_right
  • হরিয়া লৈ গেল জাতিকুল মদনের বাঁশী
    হরিয়া লৈ গেল জাতিকুল মদনের বাঁশী।। ধু অখণ্ড মহিমা যার নাহিক তুলন। মারিয়া জীয়ায় বংশী না জানি কেমন।। না হয় বংশীর ধ্বনি পূর্ণ কামশর। আলাপন করিতে মাত্র প্রাণি তেজে ঘর।। অব্যর্থ কুসুম বাণ চিন্তান্তরে হানে। বংশীর বেশে নামে গোপিনী বান্ধি আনে।। যার নাম বেদশাস্ত্র অক্ষরে না ধরে । পরম বংশীর সানে সে নাম নিঃস্বরে।। সাহা […] keyboard_arrow_right
  • হসইতে আয়লুঁ তুহুঁ ভেলি রোই
    হসইতে আয়লুঁ তুহুঁ ভেলি রোই। বড় মুঞি বেদনী হেরইতে তোই।। রূপকলারসে তুহুঁ ভেলি ভোরি। পিয়া অনুরূপ বিহি না দিল তোরি।। তুহুঁ যে সুচেতনি বুঝ সব কাজ। মধুকর বিনু নহি মালতী সাজ।। কহইতে চাহি বচন নাহি আর। মৌনকে যাই সো অনুতাপ সার।। ভাল মন্দ বুঝিতে না বুঝি তোর রীত। সো পুন পাছে মিঠ আগে পুন তীত।। […] keyboard_arrow_right
  • হাটক হাট পড়ল নদীয়াপুর
    হাটক হাট পড়ল নদীয়াপুর গৌরচন্দ্র অধিকারী। তাহে কত রতন আছয়ে অমূল ধন শ্রীবাস আদি পশারী।। (দেখ) ধনি ধনি ধনি কলিকাল। গাহক আদর বাদর সিরজল অদ্বৈত চন্দ্র রসাল।।ধ্রু।। ভকতি রতনমণি কাঞ্চন আরতি প্রেম পরশ রস হারে। দীন অকিঞ্চন জনে জনে দেয়ল নিত্যানন্দ করুণা বিথারে।। শ্রীহরিদাস ভাব রস পাওল উনমত বহু নিধি লাভে। জ্ঞানদাস হাট শেষে আওল […] keyboard_arrow_right
  • হাম কুলবতী কুল কন্টক ভেল
    হাম কুলবতী কুল কন্টক ভেল। কাতিয় রাতি দীপ জনু দেল।। গুরুগঞ্জন আঁখিঅঞ্জন শোভা। এত যে কয়ল কিছু নাহিক লোভা।। সজনি ঐছন হয়ে জনি কাহে। সোই পুরুখমণি সব মুখে কাহিনী অতয়ে সোপলুঁ তনু তাহে।।ধ্রু।। মনহিক সাধ আধ নাহি পূরল ভুললহি পরঅনুরোধে। পুণমিক চাঁদ আধ জনু উগয়ে রাহু কয়ল উনমাদে।। রূপ দেখি গুণ শুনি অতয়ে সে জানিয়ে […] keyboard_arrow_right
  • হাম যাইতে পথে ভেটলুঁ গোরি
    হাম যাইতে পথে ভেটলুঁ গোরি। তুয়া পরথাব কয়ল কছু থোরি।। সজল নয়নে ধনী মঝু মুখ হেরি। আরতি রহল কহব পুন বেরি।। শুন শুন মাধব নিজ পুণভাগ। রাই কমলিনী তোহে এত অনুরাগ।। পুলকি রহল তনু পুন পরসঙ্গ। নীপ নিকরে কিয়ে পূজল অনঙ্গ।। অধর শুখায়ল দীঘ নিশাস। জনু অনুরোধে ঝাঁপল নিজ বাস।। কত কত ভাব পেখলুঁ হাম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ