• এক দিন লহু হাসি অদ্বৈত-মন্দিরে আসি
    এক দিন লহু হাসি অদ্বৈত-মন্দিরে আসি বসিলেন শচীর কুমার। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের করিলা বিচার।। শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরাণী আসি কহিলেন মধুর বচন। তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে বোলে কিছু শচীর নন্দন।। শূন ঠাকুরাণি সীতা বৈষ্ণব আনিয়ে এথা আমন্ত্রণ করিয়া যতনে। যেবা গায় যেবা বায় আমন্ত্রণ করি তায় পৃথক্ পৃথক্ […] keyboard_arrow_right
  • এক যে সুন্দরী বরণ বিজুরি
    এক যে সুন্দরী বরণ বিজুরি সখী পাঁচ সাত সঙ্গে। বদন ননুঙা ভ্রুযুগ ধনুঙা লোচন জিনি কুরঙ্গে।। গজ অরি যিনি মাজা অতি খিনি তথি নাভি সরোবরে। উর উচ দেখি চক্রবাক পাখি অতিশয় শোভা করে।। সুবল বন্ধুয়া অহে। হেরি তার রূপ রসময় কূপ রতিপতি মোরে দহে।।ধ্রু।। কোন জন মোরে আনি দিবে তারে কে তার মরম জানে। হরেকৃষ্ণ […] keyboard_arrow_right
  • একথা শুনিয়া গদ্‌গদ হৈয়া
    একথা শুনিয়া গদ্‌গদ হৈয়া পড়ল ধরণী ধরি। “নিদান করিয়া হিয়া ব্যথা দিয়া যাবে সবে পরিহরি।। বোলহ বচন সচল সঘন নিশ্চয় মথুরা যাবে। গোকুল আকুল করিয়া সকল সবার পারণ লবে।।” “কহ কহ, ভাই, সুবল সাঙ্গাতি, বিদায় করহ মোরে।” পড়ল অবনী মুরছা খাইয়া সবজন-হিয়া ঝুরে।। কাঁদত করুণে সব সখাগণে শ্রীমুখ-বদন চেয়ে। ধরণী পড়িল বালকসকল বড়ই বেদনা পেয়ে। […] keyboard_arrow_right
  • একদিন মনে আনন্দ বাঢ়ল
    একদিন মনে আনন্দ বাঢ়ল নিত্যই গৌর রায়। হাসিতে হাসিতে কেহ নাহি সাথে বাজারে চলিয়া যায়।। পথে হৈল দেখা রূপে নাহি লেখা দিঠি দিয়া গোরা গায়। এহেন সময়ে যতেক নাগরী জল ভরিবারে যায়।। কেহ বোলে ইথে গোকুল হইতে নাটুয়া আইসাছে পারা। চল দেখিবারে নাচিবে বাজারে মরুক মরুক জল ভরা।। বাহে বাহে ছান্দা জাহ্নবীর কাদা ভরিল যতেক […] keyboard_arrow_right
  • একলি মন্দিরে শুতলি সুন্দরি
    একলি মন্দিরে শুতলি সুন্দরি কোরহি শ্যামরচন্দ। তবুহুঁ তাকর পরশ না ভেল এ বড়ি মরমে ধন্দ।। সজনি পাওলুঁ পিরীতিক ওর। শ্যাম সুনাগর রসের সাগর কঠিন হৃদয় তোর।।ধ্রু।। কস্তুরী চন্দন অঙ্গে বিলেপন দেখিয়ে অধিক জোর। বিবিধ কুসুমে বান্ধল কবরী শিথিল না ভেল তোর।। অমল কমল- বদনমাধুরী না ভেল মধুপ সাথ। পুছইতে ধনি ধরণী হেরসি হাসি না কহসি […] keyboard_arrow_right
  • একে বিরহানল দহই কলেবর
    একে বিরহানল দহই কলেবর তাহে পুন তপনক তাপ। ঘামি গলয়ে তনু নুনিক পুতলি জনু হেরি সখি করু পরলাপ।। মাধব পেখঁলু সো বর রমণী। দিনে দিনে খীণ হীন তনু-অভরণ গলি গলি মীলত ধরণী।। ঋতু বসন্ত অন্ত করি আওল গিরিষ কাল বলবন্ত। দারুণ জীবন আশে নাহি যায়ত হেরত এ তুয়া পন্থ।। কত পরবোধি গোঙায়ব সহচরি চৌঠ মাস […] keyboard_arrow_right
  • একে সে মুরতি তার রসে নিরমিল গো
    একে সে মুরতি তার রসে নিরমিল গো তার তাহে বয়স বিশেষ। ওরূপ লাবণ্য লীলা হিল্লোলে পড়িয়া গো পুন কে আসিব নিজ দেশ।। সজনি কি খেনে গেলুঁ কালিন্দী কিনারে। কতেক যতন করি চিত নিবারিতে নারি নারী কুলে রহিল খাঁখারে।।ধ্রু।। ও মুখমাধুরী কিবা ও রূপচাতুরী গো ভালে চান্দ তিলক বনান। ও গীমদোলনি হেরি ও সরস আলাপনে পশু […] keyboard_arrow_right
  • এত শুনি এক সখী মনেতে হইয়া সুখী
    এত শুনি এক সখী মনেতে হইয়া সুখী যায়্যা বলে শুন গো বড়াই। বিকি কিনি করিবারে কৃষ্ণমুখ দেখিবারে তোমায় নিতে পাঠাইছে রাই।। বড়াই আসিয়া বলে অতি বড় কুতূহলে শুন ওগো রাজার নন্দিনি। মথুরায় বিকে যাই পসরা সাজাও রাই তোরে শিখাইব বিকিকিনি।। সুবর্ণের ভাণ্ড তথি খীর নবনী দধি সারি সারি পসরা উপরে। বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নি […] keyboard_arrow_right
  • এনা ছান্দে কে না বান্ধে চুল
    এনা ছান্দে কে না বান্ধে চুল। চূড়ায় মজাল্যে জাতি কুল।। কেবা নাহি পরে বনমানা। মালার এতেক কেনে জ্বালা।। কে না থাকে ত্রিভঙ্গ হইয়া। প্রাণ কান্দে এ রূপ দেখিয়া।। কেবা না এতেক জানে কলা। যাহা নাহি কবে কথাখানি। চাঁদমুখে সুধা খসে জানি।। কেবা নাহি ধরে রূপ কালা। তোমার রূপে ত্রিভুবন আলা।। তোমা বিনে মনে নাহি লয়। […] keyboard_arrow_right
  • এমন কালিয়া চান্দে কে আনিল দেশে
    এমন কালিয়া চান্দে কে আনিল দেশে। অকলঙ্ক কুলেতে কলঙ্ক রৈল শেষে।। চান্দের উপরে চান্দ চান্দের টালনি। তিন চান্দ এক ঠাঁই কভু নাহি শুনি।। দশ চান্দ নাচে গায় মুরলীর রন্ধ্রে। আর দশ চান্দ রাঙ্গা চরণারবিন্দে।। গগনেতে এক চান্দ তাই মোরা জানি। ঘাটের মাঝে চান্দেরগাছ কে রুপিল আনি।। হাতে চান্দ পায়ে চান্দ আর চান্দ কপালে। এমন কভু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ