বিদ্যাপতির বংশগত উপাধি ঠাকুর, যার অর্থ জমিদার ৷ বিদ্যাপতির জন্ম শুক্ল যজুর্বেদ শাখার কাশ্যপ গোত্রভুক্ত মাধ্যন্দিন শাখার অন্তর্গত মৈথিল ব্রাহ্মণ পরিবারে ৷ এই পরিবারের আদিবাস দ্বারভাঙার ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে বিসপি নামের বর্দ্ধিষ্ণু গ্রামে ৷ বিদ্যাপতির জন্মভূমিও এইখানেই ৷ পরিবারটি সেইকারণে বিষৈবার বিসপি নামে পরিচিত ৷ এই পরিবারটির প্রসিদ্ধি ছিল বিদ্বান-রাজপুরুষের পরিবার হিসেবে, যাঁরা মিথিলায় […]
keyboard_arrow_right