• আরে ভাই বড়ই বিষম কলিকাল
    আরে ভাই বড়ই বিষম কলিকাল। গরলে কলস ভরি তার মুখে দুগ্ধ পুরি ঐছে দেখ সকলি বিটাল।। ভক্তের ভেক ধরে সাধুপথ নিন্দা করে গুরুদ্রোহী সে বড় পাপিষ্ঠ। গুরুপদে যার মতি খাট করায় তার রতি অপরাধী নহে গুরুনিষ্ঠ।। প্রাচীন প্রবীণ পথ তাহা দোষে অবিরত করে দুষ্ট কথার সঞ্চার। গঙ্গাজল যেন নিন্দে কূপজল যেন বন্দে সেই পাপী অধম […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর গৌরাঙ্গ-বিধু
    আরে মোর আরে মোর গৌরাঙ্গ-বিধু। পুরব-প্রেম-রস কহই মধু।। ভাব-ভরে গদগদ আধ আধ বাণী। অমিয়ার সার যেন পড়ে খানি খানি।। পুলকে পূরল তনু পিরীতি রসে। ঝাঁপয়ে বসন বিবশে পুন খসে।। আনন্দ-জলে ডুবে নয়ান-রাতা। রাধামোহন দাসের শরণ-দাতা।। keyboard_arrow_right
  • আরে মোর গৌর কিশোর
    আরে মোর গৌর কিশোর। রজনী বিলাস রস ভাবে বিভোর।।ধ্রু।। কহইতে গদগদ কহ না পার। নিরজনে বসিয়া নয়নে জলধার।। প্রেমালসে ঢুলু ঢুলু অরুণ নয়ান। কহইতে রস রহু বিরস বয়ান।। চকিত নয়নে পহু চৌদিশে নেহারে। চতুর ভকতগণ পুছে বারে বারে।। কি আছে মনের কথা কহনে না যায়। এ রাধামোহন পহু গোরা গুণ গায়।। keyboard_arrow_right
  • আরে মোর নাচত গৌরকিশোর
    আরে মোর নাচত গৌরকিশোর। হিরণ কিরণ জিনি ও তনু সুন্দর দশ দিশি করল উজোর।।ধ্রু।। শারদ-চাঁদ জিনি ঝলমল বদনহি রোচন-তিলক সুভাল। কুঞ্চিত চারু চিকুর তহি লোলত কমলে কিয়ে অলিজাল।। নাসা তিলফুল বিম্ব অধর তল চূয়ত বিন্দু বিন্দু থাম। তরুণ অরুণ সর- সিজ জিনি লোচন ধারা বহে অবিরাম।। গাঁথিয়া আপন গুণ পরকাশি সংকীর্ত্তন গাওত সহচরবৃন্দে। খোল করতাল […] keyboard_arrow_right
  • আলসে অরুণ আঁখি কহ গৌরাঙ্গ এ কি দেখি
    আলসে অরুণ আঁখি কহ গৌরাঙ্গ এ কি দেখি রজনী বঞ্চিলে কোন্‌ স্থানে। বদনসরসীরুহ মলিন যে হইয়াছে সারা নিশি করি জাগরণে।। তুয়া সনে কিসের পিরীতি। এমন সোনার দেহ পরশ করিল কেহ ন জানি সে কেমন রসবতী ।।ধ্রু।। নদীয়া নাগরী সনে রসিক হৈয়াছে ওহে অবহি কি পার ছাড়িবারে। সুরধুনীতীরে গিয়া মার্জ্জন করহ হিয়া তবে সে আসিতে দিব […] keyboard_arrow_right
  • আলো ধনি সুন্দরি কি আর বলিব
    আলো ধনি সুন্দরি কি আর বলিব। তোমা না দেখিয়া আমি কেমনে রহিব।। তোমার মিলন মোর পুণ্যপুঞ্জ রাশি। না দেখিলে নিমিখে শতেক যুগ বাসি।। বদনকমল তোমার সম্পূরণ শশী। মরমে লাগিয়াছে মধুর মৃদু হাসি।। আনন্দমন্দির তুমি জ্ঞান শকতি। বাঞ্ছাকল্পলতা মোর কামনামূরতি।। সঙ্গের সঙ্গিনী তুমি সুখময় ঠাম। পাসরিব কেমনে জীবনে রাধানাম।। গলে বনমালা তুমি মোর কলেবর। রায় বসন্ত […] keyboard_arrow_right
  • উজোর বিজুরি নবীন কিশোরী
    উজোর বিজুরি নবীন কিশোরী নব জলধর সঙ্গ। সখীগণ সম নয়ন অঞ্জন রূপ অদভূত রঙ্গ।। ধনি ধনি ধনি হেরলো সজনি রজনি জানি কি শেষ। তরুণ অরুণ বড় অকরুণ গগনে কিরণ রেশ।। নিবিড় তিমির দূরহি দূর বিধুবর মৈলান। উড়ুপ স্বরূপ তেজিয়া বিরূপ কুরূপ যামিনী ভান।। শেফালিকাগণ খসে ঘনে ঘন ঘূ ঘূ শবদ নিত। হসিত নলিনী মলিন কুমুদ […] keyboard_arrow_right
  • উঠল নাগর বর নিদের আলিসে
    উঠল নাগর বর নিদের আলিসে। দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে।। বাহু পসারিয়া ধনী বঁধু নিল কোরে। অনিমিখ লোচনেতে বদন নেহারে।। সুবাসিত জল আনি বদন পাখালে। বদন মোছায় ধনী নেতের আঁচলে।। যেখানে যা বিগলিত হৈয়াছিল বেশে। সাজাইল প্রাণনাথে মনের আবেশে।। হাসি হাসি এক সখী বাঁশী করে দিল। বাঁশী বেশ পাইয়া নাগর হরষিত ভেল।। জ্ঞানদাসেতে বলে […] keyboard_arrow_right
  • এমতি নাগর পালঙ্ক উপর
    এমতি নাগর পালঙ্ক উপর আপন শয়ন ঘরে। চৌদিকে চাহিয়া তরাসিত হৈয়া যাইয়া শয়ন করে।। শিথান বালিশে ঘুমল আলিসে সুকোমল শেজ পরি। বিলাসের চিহ্ন তনু পরবীণ ছিন্ন হার উরে ধরি।। শ্রীনন্দ মহল স্বজন সকল শয়নে ঘুমায়্যা আছে। নিশি পোহাইল সকল জাগল সরবা সখীর কাছে।। keyboard_arrow_right
  • ও মোর জীবনসরবস ধন
    ও মোর জীবন- সরবস ধন সোণার নিমাই-চান্দ। আধ তিল খণ ও চান্দবদন না দেখি পরাণ কান্দ।। অরুণকিরণ হৈল পরসন্ন উঠহিই শয়ন সনে। বাহির হইয়া মুখ পাখালিয়া মিলহ সঙ্গিয়াগণে।। গদগদ কথা কহে শচী মাতা হাত বুলাইয়া গায়। শুনি গৌরহরি আলস সম্বরি উঠিয়া দেখয়ে মায়।। পাখালি বদন করিলা গমন সব সহচর সঙ্গে। জগন্নাথ দাস চিরদিন আশ দেখিবে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ