• তরু পর রৈয়া শুক ফুকারিয়া
    তরু পর রৈয়া শুক ফুকারিয়া কহয়ে আপন স্বরে। কানুরে লৈয়া চলিল ধাইয়া পদ্মা সহচরী ঘরে।। শুকের বচন শুনি বিনোদিনী অরুণ যুগল আঁখি। অবনত মুখে মন্দমৃদু স্বরে কহে গদগদ ভাখি।। পদ্মার সখীর সঙ্গতি সুন্দর শ্যাম মদুকররাজ। যৈছে রসবতী তৈছন রসিক মোর সনে নাহি কাজ।। কামকলারসে কয়ল সরসে জানয়ে কামের রীত। কামুকী বুঝিয়া কামুক নাগর তা সঞে […] keyboard_arrow_right
  • দানী দেখি কাঁপিছে শরীর
    দানী দেখি কাঁপিছে শরীর। মো যদি জানিতাম পাছে এ পথে সঙ্কট আছে তবে ঘরের না হইতাম বাহির।। ঘরে হৈতে বারাইতে ও চাল ঠেকিল মাথে হাঁচি জিঠী পড়ি গেল বাধা। হরিণী পালাঞা যাইতে ঠেকিল ব্যাধের হাতে এমতি ঠেকিয়া গেল রাধা।। বিষম দানীর দায় এক দিলে আর চায় না পাইলে করয়ে বিবাদ। দান নিবার বেলে নেয় বাদ […] keyboard_arrow_right
  • দিন অবসান জানিয়া পরাণ
    দিন অবসান জানিয়া পরাণ কি জানি কেমন করে। দোহাঁর বদন নিরখি দুজন বচন নাহিক সরে।। রসিক রসিলি বিচ্ছেদে বিকলি ছুটল মুখের হাস। লোর ঝরঝর বোল ঘরঘর খসিয়া পড়য়ে বাস। হিয়ায় জ্বলিল বাড়ব অনল দহই দোহাঁর দেহা। করিতে মেলানি কি কহ না জানি জাগল দারুণ লেহা।। বিষাদে বিষণ্ণ হইয়া দুজন মেদিনী ভেদয়ে পায়। সখীগণ তথি করিয়া […] keyboard_arrow_right
  • নন্দরাণি যাহ গো ভবনে
    নন্দরাণি যাহ গো ভবনে। তোমার গোপাল আনি দিব বেলি অবসানে।। লৈয়া যাছি তোমার গোপাল রাখিব বসাইয়া। আমরা ফিরাব ধেনু চাঁদ-মুখ চাইয়া।। লৈয়া যাইতে তোমার গোপাল পাই বড় সুখ। বেণুতে ফিরায় ধেনু এ বড় কৌতুক।। যে দিন যেবা মনে করি কানাই তাহা জানে। খুধা লাগিলে অন্ন কোথা হৈতে আনে।। এক দিন দাবানলে মরিতাম পুড়িয়া। তাহাতে রাখিল […] keyboard_arrow_right
  • নন্দের মন্দিরে আজু বড়ই আনন্দ
    নন্দের মন্দিরে আজু বড়ই আনন্দ। রামকৃষ্ণহাতে দিব গো দোহনভাণ্ড।। প্রভাতে উঠিয়া নন্দ লৈয়া গোপগণ। পাত্র মিত্র সহিতে বসিলা সভাজন।। যত্ন করি যতেক ব্রাহ্মণ মুনিগণে। আনাইলা নন্দঘোষ করি নিমন্ত্রণে।। পাদ্য অর্ঘ্য দিয়া নন্দ পূজে মুনিগণে। রাম কৃষ্ণ বন্দিলেন মুনির চরণে।। মুনিগণে কহে শুন নন্দ মহামতি। আজি শুভ দিন হয় শুক্লাষ্টমী তিথি।। পুত্র-হস্তে দেহ গো দোহনভাণ্ড আজ। […] keyboard_arrow_right
  • না বাও নবীন কাণ্ডারি
    না বাও নবীন কাণ্ডারি। ঝলকে উঠয়ে জল ভয়ে কাঁপ্যা মরি।। ত্বরায় তরণী লৈয়া তীরে আইল্যা শ্যাম। সফল করিলা বিধি পূরিল মনস্কাম।। নবনি মাখন ছেনা যে ছিল পসারে । সকল দিলেন শ্যাম নাগরের করে।। অঞ্জলি অঞ্জলি করি করিলা ভোজন। সভে মেলি চলিলেন আপন ভবন।। আইলা মন্দিরে রাই সখীগণ সঙ্গে। হরিষে বসিলা ধনী প্রেমের তরঙ্গে।। বংশীবদনে বোলে […] keyboard_arrow_right
  • না যাইহ ওরে বাপ মায়েরে ছাড়িয়া
    না যাইহ ওরে বাপ মায়েরে ছাড়িয়া। পাপিনী আছে যে সবে তোর মুখ চাইয়া। কমলনয়ন তোমার শ্রীচন্দ্রবদন। অধর সুন্দর কুন্দ মুকুতা দশন।। অমিয়া বরিখে যেন সুন্দর বচন। না দেখি বাঁচিব কিসে গজেন্দ্রগমন।। অদ্বৈত শ্রীবাসাদি যত অনুচর। নিত্যানন্দ আছে তোর প্রাণের সোসর।। পরম বান্ধব গদাধর আদি সঙ্গে। গৃহে থাকি সংকীর্ত্তন কর তুমি রঙ্গে।। ধর্ম্ম বুঝাইতে বাপ তব […] keyboard_arrow_right
  • নাচে শচীর নন্দন দুলালিয়া
    নাচে শচীর নন্দন দুলালিয়া। সকল রসের সিন্ধু গদাধর প্রাণবন্ধু নিরবধি বিনোদ রঙ্গিয়া।।ধ্রু।। কস্তুরী তিলক মাঝে মোহন চূড়াটী সাজে অলকাবলিত বর শোভা। কনক বদনশশী অমিয়া মধুর হাসি নবীন নাগরী মনোলোভা।। গোরা গলে বনমালা অতি অপরূপ লীলা কনক অঙ্গুরী অঙ্গভুজে। পিয়ল বসন জোড়া অখিলমরমচোরা নয়নানন্দ পদাম্বুজে।। keyboard_arrow_right
  • নাহি নাহি ভাই শ্রীগৌরাঙ্গ চাঁদ বিনে
    নাহি নাহি ভাই শ্রীগৌরাঙ্গ চাঁদ বিনে দয়ার ঠাকুর নাহি আর। কৃপাময় গুণ-নিধি সব-মনোরথ-সিধি পূর্ণ পূর্ণ তম অবতার।। রাম-আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহার। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারু না মারিলা মন-শুদ্ধি করিলা সভার।। করি কবলিত যত জীব সব মূরছিত নাহি আর মহৌষধি তন্ত্র। তনু অতি ক্ষীণ প্রাণী দেখি মৃত সঞ্জীবনী প্রকাশিলা […] keyboard_arrow_right
  • পাই অবসরে রাই সে সত্বরে
    পাই অবসরে রাই সে সত্বরে আইলা সখীর মাঝে। তবে সখীগণ খসায়ে ভূষণ পরায় সিনান-সাজে।। সখি দেখ না রাইএর রঙ্গ। রতিপতিকতি বিন্ধিলা যুবতি ধাধসে সে দিলা ভঙ্গ।। হাস পরিহাসে বসিয়া আয়াসে মুখানি মাজল নীরে। মাজল যতনে দশন রসনা শোধল মরীচ চুরে।। তৈল আমলকী দিল সব সখী উবটনে তুলি মলা। সুগন্ধি সলিলে সিনান করিয়া শীতল হইলা বালা।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ