• একে সে কনয়া কষিল তনু
    একে সে কনয়া কষিল তনু। শশিনি কলঙ্কদমন জনু।। তাহাতে লোটন চাঁচর কেশে। মাতায়ে রঙ্গিণী সুষমা লেশে ।। কিবা অপরূপ গৌরাঙ্গশোভা। এ তিন ভুবন রঙ্গিণী লোভা।। অরুণ পাটের বসন ছলে। তরুণীহৃদয় রাগ উছলে।। বাহু উঠাইয়া মোড়য়ে তনু। ছটায় বিজুরী ঝলকে জনু।। পিছলে লোচন চাহিলে অঙ্গ। তনুতে তনুতে তরঙ্গ রঙ্গ।। কেশর কুসুমে সুষম দাম। যদু কহে সব […] keyboard_arrow_right
  • একে সে মুরতি তার পিরীতি রসের সার
    একে সে মুরতি তার পিরীতি রসের সার আঁখি আড়ে চায় বা না চায়। মধুর মুরলীস্বরে তরুণীপরাণ হরে না চাহিতে যৌবন যাচায়।। কালিন্দীকূলে তরুমূলে উরে পীতবাস। কালাপারা তারে বলি গোয়াল কুলের কালি আজু দেখি লাগিল তরাস।।ধ্রু।। ভালে সে কুটিল কেশ মল্লিকা মালতী বেশ মধুকরী সঙ্গে মধুকর। চন্দনের বিন্দু তাতে উপমা করিতে চিতে হারাইল যত বুদ্ধিবল।। হিয়ায় […] keyboard_arrow_right
  • একে সে মুরতি তার রসে নিরমিল গো
    একে সে মুরতি তার রসে নিরমিল গো তার তাহে বয়স বিশেষ। ওরূপ লাবণ্য লীলা হিল্লোলে পড়িয়া গো পুন কে আসিব নিজ দেশ।। সজনি কি খেনে গেলুঁ কালিন্দী কিনারে। কতেক যতন করি চিত নিবারিতে নারি নারী কুলে রহিল খাঁখারে।।ধ্রু।। ও মুখমাধুরী কিবা ও রূপচাতুরী গো ভালে চান্দ তিলক বনান। ও গীমদোলনি হেরি ও সরস আলাপনে পশু […] keyboard_arrow_right
  • একে সে মূরতি রতি পতি মুরছন গতি
    একে সে মূরতি রতি- পতি মুরছন, গতি অতিশয় ললিত সুঠাম। আবেশে লাবণ্য-লীলা বাতাসে দরবে শিলা রসবতী কে ধরে পরাণ।। সজনি কতয়ে নিবারিব চিতে। তিলে তিলে দেখি আন নাহি রহে কুলমান নাহিক রসের পরমিতে।। চকিত চাহনি তার সহিতে শকতি কার তনু মনে করে অনুরোধ। কি জানি কি হেন জনে জগতে উপজে মেনে ইঙ্গিতে করয়ে পরবোধ।। কতেক […] keyboard_arrow_right
  • একে সে মোহন যমুনা-কূল
    একে সে মোহন যমুনা-কূল আরে সে কেলি-কদম্ব-মূল আরে সে বিবিধ ফুটল-ফুল আরে সে শারদ-যামিনি। ভ্রমরা ভ্রমরি করত রাব পিকু কুহু কুহু করত গাব সঙ্গিনি রঙ্গিণি মধুর বোলনি বিবিধ রাগ গায়নি। বয়স কিশোর মোহন ঠাম নিরখি মুরছি পড়ত কাম সজল-জলদ-শ্যাম-ধাম পিয়ল বসন দামিনি। শাঙল ধবল কালি গোরি বিবিধ বসন বনি কিশোরি নাচত গায়ত রস-বিভোরি সবহুঁ বরজ-কামিনি। […] keyboard_arrow_right
  • একে সে সুন্দরী কনক পুতলি
    “একে সে সুন্দরী কনক পুতলি খঞ্জন লোচন তার। বদন-কমলে ভ্রমরা গুঞ্জরে তিমির কেশের ভার। সই, নবীন কলিকা সে। দৈবে উপজিল দেখিতে পাইল কাহারে সুধাব কে।। নয়ন উজরে পরাণ জুড়য়ে ধৈরয ঘুচাল মোর। সঙ্গে কেহো নাই শুন ওরে ভাই মদনে করিল ভোর।। কিবা দন্ত দ্বিজ দাড়িম্বের বীজ ওষ্ঠ বিম্বক শোভা। দেখিয়া ওরূপে মদন কুলুপে মনেতে হইল […] keyboard_arrow_right
  • একে হাম অবলা তাহে কুলবতী বালা
    একে হাম অবলা তাহে কুলবতী বালা ঝুরি ঝুরি খীণ ভেল চীত। বিরহ-বিয়াধি অন্তরে আসি উপজল শমন-সমান তছু রীত।। কহ সখি কি করি উপায়। মোরে পরিহরি শ্যাম মথুরা রহল গিয়া দুখে হিয়া বিদরিতে চায়।।ধ্রু।। কানুর লাগিয়া চিত সদাই বিকল মোর নিবারিব কেমন করিয়া। বিধাতা কতেক দুখ কপালে লিখিল মোর সভে মিলি দেখহ চিরিয়া।। ইহা বলি সুন্দরি […] keyboard_arrow_right
  • একে হাম হব বনবাসী
    একে হাম হব বনবাসী। রামেরে ছাড়িয়া সীতা বনবাসী ভেল গো তেন হাম মনে করিয়াছি।। কাননে রহব একা না হয়ে কাহারে দেখা থাকি যেন যোগীর ধেয়ানে। তুলিয়া মূল আর ফল নবীন কুসুমদল এই গুরি রাখিব যতনে।। তুলিয়া সিন্দুরভার এ জটা ধরিব সার অনুরাগে ভ্রমিব কাননে। তবে সে ঘুচিব তাপ এ দেহের অনুরাগ ইহা মেনে করিব যতনে।। […] keyboard_arrow_right
  • একে’ ধনি পদুমিনি সহজহি ছে টি
    একে’ ধনি পদুমিনি সহজহি ছোটি। করে ধরইত করুনা কর কোটি।। হঠ পরিরম্ভনে নহি নহি বোল। হরি ডরে হরিনী হরি-হিয়ে ডোল।। বারি বিলাসিনি আকুল কান। মদন-কৌতুকি কিএ হঠ নহি মান।। নয়নক অঞ্চল চঞ্চল ভান। জাগল মনমথ মুদিত নয়ান।। বিদ্যাপতি কহ ঐসন রঙ্গ। রাধামাধব পহিলহি সঙ্গ।। keyboard_arrow_right
  • একেত করিল বিধি কুলবতী বালা
    একেত করিল বিধি কুলবতী বালা। তাহার অধিক দুখ মদনের জ্বালা।। যদি বা জুড়াইতে চাহি কাল মেঘের কোলে। কালিয়া পড়িলে মনে দ্বিগুণ উথলে।। নিষেধ করহ বাঁশী এমন কেনে করে। অবলা বধিলে বধ লাগিবে কাহারে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ